নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গণতন্ত্রের নতুন সুযোগ কাজে লাগাতে রাজনৈতিক দলগুলোর মধ্যে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। আজ শনিবার (১০ মে) জাতীয় সংসদের এলডি হলে গণফোরামের সঙ্গে আয়োজিত সংলাপে তিনি এ কথা বলেন।
অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, ‘আমরা চেষ্টা করছি রাজনৈতিক দলগুলোর মধ্যে যত দূর সম্ভব বিভিন্ন বিষয়ে প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলার ক্ষেত্রে ঐকমত্য প্রতিষ্ঠা করা। ঐকমত্য প্রতিষ্ঠা করা গেলে, আমরা যে গণতন্ত্রের পথে নতুন সুযোগ পেয়েছি, সেটা কাজে লাগানো যাবে। আমাদের দীর্ঘদিনের সংগ্রাম, বাংলাদেশের মানুষের আত্মদান, বিশেষ করে জুলাই গণ-অভ্যুত্থানের অসংখ্য প্রাণ গেছে..তারা আমাদের এ দায়িত্ব দিয়ে গেছেন। এটা আমাদের দায়ও বটে।’
গত ৫৩ বছরে গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো গঠনে যেসব ব্যত্যয় ঘটেছে, সেগুলো সম্মিলিতভাবে মোকাবিলা করে এগিয়ে যাওয়ার আহ্বান জানান আলী রীয়াজ।
জাতীয় ঐকমত্য কমিশনের লক্ষ্য তুলে ধরে তিনি বলেন, ‘রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে একটি জাতীয় সনদ তৈরি করা হবে। যাতে করে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো এমন দায়িত্ব পালন করতে পারে, যা নাগরিকের অধিকারের সুরক্ষা করে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো যাতে জবাবদিহিতার মধ্যে থাকে। বিচার বিভাগ যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে এবং ক্ষমতার বিকেন্দ্রীকরণের মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হয়।’
প্রতিষ্ঠালগ্ন হতে গণফোরাম গণতন্ত্রের সংগ্রামে যুক্ত বলে মন্তব্য করেন আলী রীয়াজ। তিনি বলেন, তারা আইনের শাসন প্রতিষ্ঠার লড়াইয়ে যুক্ত, নাগরিকের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ের জন্য সাংগঠনিক অবদান রয়েছ।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার এতে সঞ্চালনা করেন। বৈঠকে আরও উপস্থিত আছেন কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান, ড. মোহাম্মদ আইয়ুব মিয়া।
গণতন্ত্রের নতুন সুযোগ কাজে লাগাতে রাজনৈতিক দলগুলোর মধ্যে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। আজ শনিবার (১০ মে) জাতীয় সংসদের এলডি হলে গণফোরামের সঙ্গে আয়োজিত সংলাপে তিনি এ কথা বলেন।
অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, ‘আমরা চেষ্টা করছি রাজনৈতিক দলগুলোর মধ্যে যত দূর সম্ভব বিভিন্ন বিষয়ে প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলার ক্ষেত্রে ঐকমত্য প্রতিষ্ঠা করা। ঐকমত্য প্রতিষ্ঠা করা গেলে, আমরা যে গণতন্ত্রের পথে নতুন সুযোগ পেয়েছি, সেটা কাজে লাগানো যাবে। আমাদের দীর্ঘদিনের সংগ্রাম, বাংলাদেশের মানুষের আত্মদান, বিশেষ করে জুলাই গণ-অভ্যুত্থানের অসংখ্য প্রাণ গেছে..তারা আমাদের এ দায়িত্ব দিয়ে গেছেন। এটা আমাদের দায়ও বটে।’
গত ৫৩ বছরে গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো গঠনে যেসব ব্যত্যয় ঘটেছে, সেগুলো সম্মিলিতভাবে মোকাবিলা করে এগিয়ে যাওয়ার আহ্বান জানান আলী রীয়াজ।
জাতীয় ঐকমত্য কমিশনের লক্ষ্য তুলে ধরে তিনি বলেন, ‘রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে একটি জাতীয় সনদ তৈরি করা হবে। যাতে করে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো এমন দায়িত্ব পালন করতে পারে, যা নাগরিকের অধিকারের সুরক্ষা করে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো যাতে জবাবদিহিতার মধ্যে থাকে। বিচার বিভাগ যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে এবং ক্ষমতার বিকেন্দ্রীকরণের মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হয়।’
প্রতিষ্ঠালগ্ন হতে গণফোরাম গণতন্ত্রের সংগ্রামে যুক্ত বলে মন্তব্য করেন আলী রীয়াজ। তিনি বলেন, তারা আইনের শাসন প্রতিষ্ঠার লড়াইয়ে যুক্ত, নাগরিকের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ের জন্য সাংগঠনিক অবদান রয়েছ।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার এতে সঞ্চালনা করেন। বৈঠকে আরও উপস্থিত আছেন কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান, ড. মোহাম্মদ আইয়ুব মিয়া।
ভারত ও পাকিস্তান তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হওয়ায় দুই দেশের প্রধানমন্ত্রীর প্রশংসা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আজ শনিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন।
১৫ মিনিট আগেআওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে শাহবাগসহ দেশের বিভিন্ন স্থানে অবরোধের প্রেক্ষাপটে জরুরি বৈঠকে বসেছে উপদেষ্টা পরিষদ। আজ শনিবার রাত সাড়ে ৮টার দিকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সরকারি বাসভবন যমুনায় এ বৈঠক শুরু হয়।
১ ঘণ্টা আগেবাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) নগর ও অঞ্চল পরিকল্পনাবিষয়ক চতুর্থ আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে নগর, অঞ্চল ও গ্রামীণ এলাকার বৈষম্যহীন উন্নয়নে স্থানিক পরিকল্পনা নিয়ে অনুষ্ঠিত এই সম্মেলনে সভাপতিত্ব করেন গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা ও
২ ঘণ্টা আগেহাইওয়ে পুলিশের বহুল তথ্যসংবলিত যুগোপযোগী ইন্টারঅ্যাকটিভ ওয়েবসাইট উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার (১০ মে) দুপুরে হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলনকক্ষে ওয়েবসাইটটির উদ্বোধন করেন হাইওয়ে পুলিশ প্রধান অ্যাডিশনাল আইজি মো. দেলোয়ার হোসেন মিঞা।
২ ঘণ্টা আগে