Ajker Patrika

যুদ্ধবিরতিতে সম্মত হওয়ায় মোদি ও শাহবাজকে অভিনন্দন জানালেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি: পিআইডির সৌজন্যে
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি: পিআইডির সৌজন্যে

ভারত ও পাকিস্তান তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হওয়ায় দুই দেশের প্রধানমন্ত্রীর প্রশংসা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আজ শনিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে।

এক বিবৃতিতে অধ্যাপক ইউনূস বলেন, ‘তাৎক্ষণিক যুদ্ধবিরতি এবং সংলাপে সম্মত হওয়ার জন্য ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে আন্তরিক অভিনন্দন জানাই। আমি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প এবং পররাষ্ট্রমন্ত্রী রুবিওর দক্ষ মধ্যস্থতার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

অধ্যাপক ইউনূস আরও বলেন, ‘বাংলাদেশ সব সময় এই দুই প্রতিবেশীর পাশে থাকবে এবং মতপার্থক্য কূটনীতির মাধ্যমে সমাধানের চেষ্টা করবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত