Ajker Patrika

এখন তথ্য জানতে ও সমস্যা জানাতে পারবেন হাইওয়ে পুলিশের ওয়েবসাইটে

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ১০ মে ২০২৫, ২১: ৩২
এখন তথ্য জানতে ও সমস্যা জানাতে পারবেন হাইওয়ে পুলিশের ওয়েবসাইটে

হাইওয়ে পুলিশের বহুল তথ্যসংবলিত যুগোপযোগী ইন্টারঅ্যাকটিভ ওয়েবসাইট উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার (১০ মে) দুপুরে হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলনকক্ষে ওয়েবসাইটটির উদ্বোধন করেন হাইওয়ে পুলিশের প্রধান অ্যাডিশনাল আইজি মো. দেলোয়ার হোসেন মিঞা।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে হাইওয়ে পুলিশের প্রধান অ্যাডিশনাল আইজি মো. দেলোয়ার হোসেন মিঞা বলেন, ‘হাইওয়ে পুলিশের এই ইন্টারঅ্যাকটিভ ওয়েবসাইটটি অত্যন্ত তথ্যপ্রযুক্তিভিত্তিক ও তথ্যবহুল। মহাসড়ক ব্যবহারকারীদের এই ওয়েবসাইট অনেক উপকারে আসবে।’

অনুষ্ঠানে হাইওয়ে পুলিশের সব ডিআইজি, অ্যাডিশনাল ডিআইজি, পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপারসহ হাইওয়ে পুলিশের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

ইন্টারঅ্যাকটিভ ওয়েবসাইটের ফিচারসমূহ

হাইওয়ে পুলিশ ডিজিটাল ম্যাপ, যেখানে জুরিসডিকশনসহ হাইওয়ে থানার অবস্থান, স্থানীয় থানা, হাসপাতাল, ফায়ার সার্ভিস, রেস্টুরেন্ট, পেট্রলপাম্প, ওয়ার্কশপ, গরুর হাটের জিও লোকেশন ও যোগাযোগ নম্বরসহ ব্যবহারকারীর বর্তমান অবস্থান থেকে দূরুত্ব ও রুটসহ অনেক ধরনের প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে এই ওয়েবসাইটে।

ফোন ডিরেক্টরি, যেখানে হাইওয়ে পুলিশের সিনিয়র অফিসার্স ও থানার নাম্বার খুবই সহজেই পেয়ে যাবেন মহাসড়ক ব্যবহারকারীরা। মহাসড়কে অপ্রীতিকর ঘটনা এড়াতে একটি অভিযোগ বক্স রাখা হয়েছে। যেখানে সড়ক ব্যবহারকারীরা খুব সহজেই তাঁদের সমস্যার কথা তুলে ধরতে পারবেন।

ওয়েবসাইটটিতে ই-প্রসিকিউশন, অপরাধ পরিসংখ্যানসহ হাইওয়ে পুলিশের অনেক তথ্য পাওয়া যাবে।

নির্বিঘ্নে যাতায়াতের জন্য গুগল ম্যাপ ও ট্রাফিক আপডেট সন্নিবেশিত আছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত