অনলাইন ডেস্ক
জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে আহতদের নিবন্ধন সম্পন্ন করে হাসপাতালে স্মার্টকার্ড তুলে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ মঙ্গলবার ইসি সচিব আখতার আহমেদ রাজধানীর চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে আহতদের হাতে স্মার্টকার্ড তুলে দেন।
এ সময় ইসি সচিব বলেন, ‘আমরা নৈতিক অবস্থান থেকে মনে করেছি, আহতদের তথ্য নেব এবং কার্ড পৌঁছে দেব। জুলাই আন্দোলনে যারা কৃতিত্বের অধিকারী তাদের জন্য আজকের এ ছোট উপহার।’
তিনি বলেন, ঢাকা মেডিকেল কলেজসহ বিভিন্ন হাসপাতালে আহতদের এনআইডি কার্ড তুলে দেওয়া হয়েছে। আহতদের ৩৬ জনকে কার্ড দিয়েছে নির্বাচন কমিশন।
এই কার্যক্রমের মাধ্যমে আহতদের উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার প্রক্রিয়া সহজ হবে বলেও জানান তিনি এ সময় জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর উপস্থিত ছিলেন।
এদিকে আজ এক বিজ্ঞপ্তিতে ইসি জানায়, ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করা হচ্ছে। যাদের জন্ম ১ জানুয়ারি ২০০৮ বা তার আগে এবং কোনো কারণে বাদ পড়েছেন তারা নির্ভুল তথ্য এবং প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন।
এরপর সেই আবেদনের ডাউনলোডকৃত কপি তথ্য সংগ্রহকারীকে দিয়ে তথ্য সংগ্রহের কাজে সহযোগিতা করার জন্য নাগরিকদের অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।
ইতিমধ্যে ইসি জানিয়েছে, তথ্য সংগ্রহের কাজ চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। এ কাজ শেষ হলে ৫ ফেব্রুয়ারি থেকে ১১ এপ্রিল পর্যন্ত ছবি তুলে নিবন্ধন সম্পন্ন করার কাজ সম্পন্ন করা হবে।
জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে আহতদের নিবন্ধন সম্পন্ন করে হাসপাতালে স্মার্টকার্ড তুলে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ মঙ্গলবার ইসি সচিব আখতার আহমেদ রাজধানীর চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে আহতদের হাতে স্মার্টকার্ড তুলে দেন।
এ সময় ইসি সচিব বলেন, ‘আমরা নৈতিক অবস্থান থেকে মনে করেছি, আহতদের তথ্য নেব এবং কার্ড পৌঁছে দেব। জুলাই আন্দোলনে যারা কৃতিত্বের অধিকারী তাদের জন্য আজকের এ ছোট উপহার।’
তিনি বলেন, ঢাকা মেডিকেল কলেজসহ বিভিন্ন হাসপাতালে আহতদের এনআইডি কার্ড তুলে দেওয়া হয়েছে। আহতদের ৩৬ জনকে কার্ড দিয়েছে নির্বাচন কমিশন।
এই কার্যক্রমের মাধ্যমে আহতদের উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার প্রক্রিয়া সহজ হবে বলেও জানান তিনি এ সময় জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর উপস্থিত ছিলেন।
এদিকে আজ এক বিজ্ঞপ্তিতে ইসি জানায়, ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করা হচ্ছে। যাদের জন্ম ১ জানুয়ারি ২০০৮ বা তার আগে এবং কোনো কারণে বাদ পড়েছেন তারা নির্ভুল তথ্য এবং প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন।
এরপর সেই আবেদনের ডাউনলোডকৃত কপি তথ্য সংগ্রহকারীকে দিয়ে তথ্য সংগ্রহের কাজে সহযোগিতা করার জন্য নাগরিকদের অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।
ইতিমধ্যে ইসি জানিয়েছে, তথ্য সংগ্রহের কাজ চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। এ কাজ শেষ হলে ৫ ফেব্রুয়ারি থেকে ১১ এপ্রিল পর্যন্ত ছবি তুলে নিবন্ধন সম্পন্ন করার কাজ সম্পন্ন করা হবে।
সংস্কারের বিভিন্ন বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নিয়মিত বৈঠক করছে জাতীয় ঐকমত্য কমিশন। বিএনপি, জামায়াত, এনসিপিসহ ৩০টি দলের প্রতিনিধিরা এই বৈঠকে উপস্থিত ছিলেন। গতকাল ফরেন সার্ভিস একাডেমিতে।
৩ ঘণ্টা আগেজাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ৩৯ টির সীমানা পরিবর্তনের প্রস্তাব করেছে নির্বাচন কমিশন (ইসি)। জনসংখ্যার ভিত্তিতে গাজীপুরে একটি আসন বাড়ানোর এবং বাগেরহাটে একটি আসন কমানোর প্রস্তাব করা হয়েছে। এসব পরিবর্তন এনে সংসদীয় আসনের সীমানার খসড়া চূড়ান্ত করা হয়েছে।
৭ ঘণ্টা আগেজাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানিয়েছেন, নারী প্রতিনিধিত্ব ও রাষ্ট্রপতির ক্ষমতাসংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে অগ্রগতি হয়েছে। তবে এখনো কিছু বিষয়ে আলোচনা বাকি রয়েছে, যেগুলো আগামীকাল বৃহস্পতিবার (৩১ জুলাই) চূড়ান্ত করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
৭ ঘণ্টা আগেদুই অতিরিক্ত সচিবকে সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। এ ছাড়া জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যানকে ওএসডি এবং বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরে নতুন মহাপরিচালক নিয়োগ দিয়ে আজ বুধবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
৭ ঘণ্টা আগে