Ajker Patrika

জুলাই অভ্যুত্থানে আহতদের স্মার্টকার্ড দিল ইসি

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ২৮ জানুয়ারি ২০২৫, ২০: ৫৫
জুলাই অভ্যুত্থানে আহতদের হাতে স্মার্টকার্ড তুলে দেওয়া হয়। ছবি: আজকের পত্রিকা
জুলাই অভ্যুত্থানে আহতদের হাতে স্মার্টকার্ড তুলে দেওয়া হয়। ছবি: আজকের পত্রিকা

জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে আহতদের নিবন্ধন সম্পন্ন করে হাসপাতালে স্মার্টকার্ড তুলে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ মঙ্গলবার ইসি সচিব আখতার আহমেদ রাজধানীর চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে আহতদের হাতে স্মার্টকার্ড তুলে দেন।

এ সময় ইসি সচিব বলেন, ‘আমরা নৈতিক অবস্থান থেকে মনে করেছি, আহতদের তথ্য নেব এবং কার্ড পৌঁছে দেব। জুলাই আন্দোলনে যারা কৃতিত্বের অধিকারী তাদের জন্য আজকের এ ছোট উপহার।’

তিনি বলেন, ঢাকা মেডিকেল কলেজসহ বিভিন্ন হাসপাতালে আহতদের এনআইডি কার্ড তুলে দেওয়া হয়েছে। আহতদের ৩৬ জনকে কার্ড দিয়েছে নির্বাচন কমিশন।

এই কার্যক্রমের মাধ্যমে আহতদের উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার প্রক্রিয়া সহজ হবে বলেও জানান তিনি এ সময় জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর উপস্থিত ছিলেন।

এদিকে আজ এক বিজ্ঞপ্তিতে ইসি জানায়, ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করা হচ্ছে। যাদের জন্ম ১ জানুয়ারি ২০০৮ বা তার আগে এবং কোনো কারণে বাদ পড়েছেন তারা নির্ভুল তথ্য এবং প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন।

এরপর সেই আবেদনের ডাউনলোডকৃত কপি তথ্য সংগ্রহকারীকে দিয়ে তথ্য সংগ্রহের কাজে সহযোগিতা করার জন্য নাগরিকদের অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

ইতিমধ্যে ইসি জানিয়েছে, তথ্য সংগ্রহের কাজ চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। এ কাজ শেষ হলে ৫ ফেব্রুয়ারি থেকে ১১ এপ্রিল পর্যন্ত ছবি তুলে নিবন্ধন সম্পন্ন করার কাজ সম্পন্ন করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হঠাৎ পদত্যাগ করলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার

‘মোন্থা’ প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে, আঘাত হানবে কোথায়

গায়ে থুতু পড়া নিয়ে ড্যাফোডিল ও সিটি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের রাতভর সংঘর্ষ, অগ্নিসংযোগ

নির্বাচনে যেতে চায় জাপার একাংশ, কৌশল তুলে ধরবে জাতির সামনে

আজকের রাশিফল: মুখটা সামলে রাখুন, শত্রুরা ফেসবুক পোস্টে প্রচুর হা হা দেবে

এলাকার খবর
Loading...