অনলাইন ডেস্ক
এ বছর চীনে অনুষ্ঠিত আন্তর্জাতিক অর্থনীতি অলিম্পিয়াড-২০২২ এ বাংলাদেশ দলের একজন শিক্ষার্থী রৌপ্যপদক এবং আরেকজন শিক্ষার্থী ব্রোঞ্জপদক অর্জন করেছেন। বিশ্বে স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের জন্য আয়োজিত অর্থনীতি বিষয়ক সবচেয়ে বড় প্রতিযোগিতা এটি।
চলতি বছরের গত ২৬ জুলাই থেকে ১ আগস্ট অনুষ্ঠিত এ আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল মোট ৪১টি দেশ। কোভিড-১৯ সংক্রান্ত বিধিনিষেধের জন্য দেশগুলো অনলাইনে মূল প্রতিযোগিতায় অংশ নিয়েছিল।
অলিম্পিয়াডে বাংলাদেশ দলের হয়ে অংশ নেন মাস্টারমাইন্ড স্কুলের শিক্ষার্থী ফারহান মাশরুর, সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গ্রিনহেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুলের রিজ মোহাম্মদ হোসেন খাঁন, স্কলাস্টিকার শিক্ষার্থী সামাহ আয়না কবির ও আরিয়েন ইসলাম এবং ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশের শিক্ষার্থী মুহাম্মদ আরহাম চৌধুরী।
এদের মধ্যে রিজ মোহাম্মদ হোসেন খাঁন বাংলাদেশের হয়ে প্রথমবারের মতো রৌপ্যপদক এবং ফারহান মাশরুর ব্রোঞ্জপদক জয় করেন। সব মিলিয়ে বাংলাদেশ দলীয়ভাবে ১৮ তম স্থান লাভ করে।
রৌপ্যপদকজয়ী এই দলের দলনেতা ছিলেন বাংলাদেশ অর্থনীতি অলিম্পিয়াডের নির্বাহী কমিটির সভাপতি আল আমিন পারভেজ এবং কোচ ক্যাপস্টোন স্কুল ঢাকার চেয়ারম্যান আখতার আহমেদ। ২০১৯ সাল থেকে বাংলাদেশ দল নিয়মিতভাবে এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে আসছে। আগের বছরগুলোতে বাংলাদেশ ব্রোঞ্জপদক লাভ করলেও এবারই প্রথম বাংলাদেশ দলের হয়ে কোনো শিক্ষার্থী রৌপ্যপদক অর্জন করলেন।
বাংলাদেশ দলের এ সাফল্য শিক্ষার্থীদেরকে অর্থনীতি চর্চায় আরও আগ্রহী করে তুলবে বলে আশা করছেন অলিম্পিয়াডের জাতীয় কমিটির সভাপতি, একুশে পদক এবং স্বাধীনতা পদক প্রাপ্ত বিশিষ্ট অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমান আহমদ।
এবছরই গত জুন মাসের ২৪ তারিখে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টে অনুষ্ঠিত জাতীয় পর্ব এবং পরবর্তীতে সপ্তাহব্যাপী সিলেকশন ক্যাম্পের মাধ্যমে বাংলাদেশ দলের সদস্য নির্বাচন করা হয়েছিল। বাংলাদেশ দল নির্বাচনের পুরো প্রক্রিয়ায় সহযোগী হিসেবে ছিল মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক।
আন্তর্জাতিক অর্থনীতি অলিম্পিয়াডে রৌপ্যজয়ের পর বাংলাদেশ দল এখন চীনে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড ইকোনমিকস কাপ তথা অর্থনীতির বিশ্বকাপে বাংলাদেশ পতাকা উড়ানোর জন্য প্রস্তুতি নিচ্ছে।
এ বছর চীনে অনুষ্ঠিত আন্তর্জাতিক অর্থনীতি অলিম্পিয়াড-২০২২ এ বাংলাদেশ দলের একজন শিক্ষার্থী রৌপ্যপদক এবং আরেকজন শিক্ষার্থী ব্রোঞ্জপদক অর্জন করেছেন। বিশ্বে স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের জন্য আয়োজিত অর্থনীতি বিষয়ক সবচেয়ে বড় প্রতিযোগিতা এটি।
চলতি বছরের গত ২৬ জুলাই থেকে ১ আগস্ট অনুষ্ঠিত এ আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল মোট ৪১টি দেশ। কোভিড-১৯ সংক্রান্ত বিধিনিষেধের জন্য দেশগুলো অনলাইনে মূল প্রতিযোগিতায় অংশ নিয়েছিল।
অলিম্পিয়াডে বাংলাদেশ দলের হয়ে অংশ নেন মাস্টারমাইন্ড স্কুলের শিক্ষার্থী ফারহান মাশরুর, সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গ্রিনহেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুলের রিজ মোহাম্মদ হোসেন খাঁন, স্কলাস্টিকার শিক্ষার্থী সামাহ আয়না কবির ও আরিয়েন ইসলাম এবং ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশের শিক্ষার্থী মুহাম্মদ আরহাম চৌধুরী।
এদের মধ্যে রিজ মোহাম্মদ হোসেন খাঁন বাংলাদেশের হয়ে প্রথমবারের মতো রৌপ্যপদক এবং ফারহান মাশরুর ব্রোঞ্জপদক জয় করেন। সব মিলিয়ে বাংলাদেশ দলীয়ভাবে ১৮ তম স্থান লাভ করে।
রৌপ্যপদকজয়ী এই দলের দলনেতা ছিলেন বাংলাদেশ অর্থনীতি অলিম্পিয়াডের নির্বাহী কমিটির সভাপতি আল আমিন পারভেজ এবং কোচ ক্যাপস্টোন স্কুল ঢাকার চেয়ারম্যান আখতার আহমেদ। ২০১৯ সাল থেকে বাংলাদেশ দল নিয়মিতভাবে এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে আসছে। আগের বছরগুলোতে বাংলাদেশ ব্রোঞ্জপদক লাভ করলেও এবারই প্রথম বাংলাদেশ দলের হয়ে কোনো শিক্ষার্থী রৌপ্যপদক অর্জন করলেন।
বাংলাদেশ দলের এ সাফল্য শিক্ষার্থীদেরকে অর্থনীতি চর্চায় আরও আগ্রহী করে তুলবে বলে আশা করছেন অলিম্পিয়াডের জাতীয় কমিটির সভাপতি, একুশে পদক এবং স্বাধীনতা পদক প্রাপ্ত বিশিষ্ট অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমান আহমদ।
এবছরই গত জুন মাসের ২৪ তারিখে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টে অনুষ্ঠিত জাতীয় পর্ব এবং পরবর্তীতে সপ্তাহব্যাপী সিলেকশন ক্যাম্পের মাধ্যমে বাংলাদেশ দলের সদস্য নির্বাচন করা হয়েছিল। বাংলাদেশ দল নির্বাচনের পুরো প্রক্রিয়ায় সহযোগী হিসেবে ছিল মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক।
আন্তর্জাতিক অর্থনীতি অলিম্পিয়াডে রৌপ্যজয়ের পর বাংলাদেশ দল এখন চীনে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড ইকোনমিকস কাপ তথা অর্থনীতির বিশ্বকাপে বাংলাদেশ পতাকা উড়ানোর জন্য প্রস্তুতি নিচ্ছে।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সমতা, প্রস্তুতি ও সংকট ব্যবস্থাপনা বিষয়ক কমিশনার হাদজা লাহবিব তিন দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) ড. মো. নজরুল ইসলাম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান।
৩১ মিনিট আগেদেশের আকাশে পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে। আগামীকাল রোববার (২ মার্চ) থেকে শুরু হবে মাহে রমজানের সিয়াম সাধনা। এ উপলক্ষে দেশবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক মোবারকবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
২ ঘণ্টা আগেরমজান মাসে ইফতারের সময় পানি পান করার জন্য মেট্রোরেলের যাত্রীরা ২৫০ মিলিলিটার পানি বহন করতে পারবেন। তবে অন্য কোনো খাবার গ্রহণ করা যাবে না বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
২ ঘণ্টা আগেবিশ্ববাজারের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি মাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করে জ্বালানি বিভাগ। তবে মার্চ মাসে দেশে জ্বালানি তেলের দাম বাড়ানো হচ্ছে না বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি বিভাগ।
৩ ঘণ্টা আগে