কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনার ক্ষেত্রে ভারত ও চীনের সঙ্গে রাশিয়ারও ভূমিকা ছিল, বিরোধী বিএনপির এমন অভিযোগ নাকচ করে দিয়েছেন ঢাকায় রুশ রাষ্ট্রদূত আলেক্সান্ডার ম্যানতিৎস্কি।
বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের সঙ্গে আলাপে রাষ্ট্রদূত এসব কথা বলেন।
রাষ্ট্রদূত দাবি করেছেন, অভিযোগটি পুরোপুরি অসত্য ও বিভ্রান্তিকর। নির্বাচনসহ বাংলাদেশের অভ্যন্তরীণ কোনো বিষয়েই রাশিয়া হস্তক্ষেপ করেনি, নাক গলায়নি।
ম্যানতিৎস্কি সাংবাদিকদের বলেন, বাংলাদেশের জনগণের ভোটেই আওয়ামী লীগ নির্বাচনে জয়ী হয়েছে।
এর আগে গত শনিবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় অভিযোগ করেন, ৭ জানুয়ারির প্রশ্নবিদ্ধ নির্বাচনের মাধ্যমে গঠিত সরকার জনগণের নয়; এটি ভারত, চীন ও রাশিয়ার সরকার।
এদিকে রাষ্ট্রদূতের সঙ্গে কী আলোচনা হয়েছে, এমন প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রী বলেন, রুবলে বিনিময়ের ব্যাপারটি রাষ্ট্রদূত তুলেছেন। নিজস্ব মুদ্রায় বাণিজ্যের বিষয়ে অনেক দেশের সঙ্গে সরকারের আলোচনা চলছে। ভারতের সঙ্গে নিজস্ব মুদ্রায় বাণিজ্য কিছুটা শুরু হয়েছে।
মন্ত্রী বলেন, বিভিন্ন দেশের সঙ্গে নিজস্ব মুদ্রায় বাণিজ্য করতে পারলে নির্দিষ্ট কোনো মুদ্রার ওপর বাংলাদেশের নির্ভরতা কমবে। এটি দেশের অর্থনীতির জন্য সহায়ক হবে।
এ প্রসঙ্গে রাষ্ট্রদূত বলেন, দ্বিপক্ষীয় বাণিজ্যে টাকা-রুবল বিনিময় নিয়ে দুই দেশের কেন্দ্রীয় ব্যাংক কাজ করছে। বাণিজ্য সহজ করার ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে যেকোনো সময় চুক্তি হতে পারে বলেও আভাস দেন তিনি।
বাণিজ্যিক লেনদেনের ক্ষেত্রে মার্কিন নিষেধাজ্ঞার প্রভাবের আশঙ্কা প্রসঙ্গে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশসহ পৃথিবীর কোথাও মার্কিন নিষেধাজ্ঞাকে রাশিয়া স্বীকৃতি দেয় না। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশ ভোগান্তিতে পড়েছে বলেও এ সময় তিনি মন্তব্য করেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনার ক্ষেত্রে ভারত ও চীনের সঙ্গে রাশিয়ারও ভূমিকা ছিল, বিরোধী বিএনপির এমন অভিযোগ নাকচ করে দিয়েছেন ঢাকায় রুশ রাষ্ট্রদূত আলেক্সান্ডার ম্যানতিৎস্কি।
বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের সঙ্গে আলাপে রাষ্ট্রদূত এসব কথা বলেন।
রাষ্ট্রদূত দাবি করেছেন, অভিযোগটি পুরোপুরি অসত্য ও বিভ্রান্তিকর। নির্বাচনসহ বাংলাদেশের অভ্যন্তরীণ কোনো বিষয়েই রাশিয়া হস্তক্ষেপ করেনি, নাক গলায়নি।
ম্যানতিৎস্কি সাংবাদিকদের বলেন, বাংলাদেশের জনগণের ভোটেই আওয়ামী লীগ নির্বাচনে জয়ী হয়েছে।
এর আগে গত শনিবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় অভিযোগ করেন, ৭ জানুয়ারির প্রশ্নবিদ্ধ নির্বাচনের মাধ্যমে গঠিত সরকার জনগণের নয়; এটি ভারত, চীন ও রাশিয়ার সরকার।
এদিকে রাষ্ট্রদূতের সঙ্গে কী আলোচনা হয়েছে, এমন প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রী বলেন, রুবলে বিনিময়ের ব্যাপারটি রাষ্ট্রদূত তুলেছেন। নিজস্ব মুদ্রায় বাণিজ্যের বিষয়ে অনেক দেশের সঙ্গে সরকারের আলোচনা চলছে। ভারতের সঙ্গে নিজস্ব মুদ্রায় বাণিজ্য কিছুটা শুরু হয়েছে।
মন্ত্রী বলেন, বিভিন্ন দেশের সঙ্গে নিজস্ব মুদ্রায় বাণিজ্য করতে পারলে নির্দিষ্ট কোনো মুদ্রার ওপর বাংলাদেশের নির্ভরতা কমবে। এটি দেশের অর্থনীতির জন্য সহায়ক হবে।
এ প্রসঙ্গে রাষ্ট্রদূত বলেন, দ্বিপক্ষীয় বাণিজ্যে টাকা-রুবল বিনিময় নিয়ে দুই দেশের কেন্দ্রীয় ব্যাংক কাজ করছে। বাণিজ্য সহজ করার ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে যেকোনো সময় চুক্তি হতে পারে বলেও আভাস দেন তিনি।
বাণিজ্যিক লেনদেনের ক্ষেত্রে মার্কিন নিষেধাজ্ঞার প্রভাবের আশঙ্কা প্রসঙ্গে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশসহ পৃথিবীর কোথাও মার্কিন নিষেধাজ্ঞাকে রাশিয়া স্বীকৃতি দেয় না। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশ ভোগান্তিতে পড়েছে বলেও এ সময় তিনি মন্তব্য করেন।
শিক্ষার্থীদের প্রতি মমত্ববোধ ও দায়িত্ববোধের অসাধারণ উদাহরণ তৈরি করে গেলেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সাহসী শিক্ষিকা মাহরীন চৌধুরী। গতকাল সোমবার (২১ জুলাই) বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমানটি তাঁর প্রতিষ্ঠানে বিধ্বস্ত হয়, তখনো তিনি অক্ষত ও সুস্থ ছিলেন। কিন্তু বিপদের মুখেই তিনি ঝাঁপিয়ে পড়েছিলেন
২১ মিনিট আগেআজ মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে ঢাকার কুর্মিটোলা বিমানঘাঁটির এ কে খন্দকার প্যারেড গ্রাউন্ডে বিমান বিধ্বস্তে নিহত ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় আয়োজিত ফিউনারেল প্যারেডে তিনি এসব কথা বলেন। বিমানবাহিনীর প্রধান আরও বলেন, এই ঘটনায় ইতিমধ্যে উচ্চপর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে
২২ মিনিট আগেতিনি বলেন, ‘আমি কারাগারে থেকে বের না হলে তারা সবাই কাজ হারাবে। আমার ব্যবসা ধরার কোনো লোক নেই। আমার দুই ছেলে লন্ডনে পরিবার নিয়ে থাকে। আমার কোম্পানিতে ৮০-৯০টি ট্রাক ছিল। এখন ২০টা আছে। আমাকে জামিন দেন, যাতে আমি সব টাকা পরিশোধ করতে পারি। দুদকের অভিযোগের বিষয়ে আমি পুরোপুরি অবগত নই।
১ ঘণ্টা আগেগতকাল সোমবার (২১ জুলাই) উত্তরা মাইলস্টোন স্কুলে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমানটি যখন বিধ্বস্ত হয়, তখনো সম্পূর্ণ অক্ষত ও সুস্থ ছিলেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সমন্বয়ক সাহসী শিক্ষিকা মাহরীন চৌধুরী। কিন্তু তিনি বিপদ দেখে সরে যাননি, নিজের সন্তানের মতো বুক আগলে বাঁচাতে চেয়েছিলেন ছাত্র-ছাত্রীদের
১ ঘণ্টা আগে