কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনার ক্ষেত্রে ভারত ও চীনের সঙ্গে রাশিয়ারও ভূমিকা ছিল, বিরোধী বিএনপির এমন অভিযোগ নাকচ করে দিয়েছেন ঢাকায় রুশ রাষ্ট্রদূত আলেক্সান্ডার ম্যানতিৎস্কি।
বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের সঙ্গে আলাপে রাষ্ট্রদূত এসব কথা বলেন।
রাষ্ট্রদূত দাবি করেছেন, অভিযোগটি পুরোপুরি অসত্য ও বিভ্রান্তিকর। নির্বাচনসহ বাংলাদেশের অভ্যন্তরীণ কোনো বিষয়েই রাশিয়া হস্তক্ষেপ করেনি, নাক গলায়নি।
ম্যানতিৎস্কি সাংবাদিকদের বলেন, বাংলাদেশের জনগণের ভোটেই আওয়ামী লীগ নির্বাচনে জয়ী হয়েছে।
এর আগে গত শনিবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় অভিযোগ করেন, ৭ জানুয়ারির প্রশ্নবিদ্ধ নির্বাচনের মাধ্যমে গঠিত সরকার জনগণের নয়; এটি ভারত, চীন ও রাশিয়ার সরকার।
এদিকে রাষ্ট্রদূতের সঙ্গে কী আলোচনা হয়েছে, এমন প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রী বলেন, রুবলে বিনিময়ের ব্যাপারটি রাষ্ট্রদূত তুলেছেন। নিজস্ব মুদ্রায় বাণিজ্যের বিষয়ে অনেক দেশের সঙ্গে সরকারের আলোচনা চলছে। ভারতের সঙ্গে নিজস্ব মুদ্রায় বাণিজ্য কিছুটা শুরু হয়েছে।
মন্ত্রী বলেন, বিভিন্ন দেশের সঙ্গে নিজস্ব মুদ্রায় বাণিজ্য করতে পারলে নির্দিষ্ট কোনো মুদ্রার ওপর বাংলাদেশের নির্ভরতা কমবে। এটি দেশের অর্থনীতির জন্য সহায়ক হবে।
এ প্রসঙ্গে রাষ্ট্রদূত বলেন, দ্বিপক্ষীয় বাণিজ্যে টাকা-রুবল বিনিময় নিয়ে দুই দেশের কেন্দ্রীয় ব্যাংক কাজ করছে। বাণিজ্য সহজ করার ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে যেকোনো সময় চুক্তি হতে পারে বলেও আভাস দেন তিনি।
বাণিজ্যিক লেনদেনের ক্ষেত্রে মার্কিন নিষেধাজ্ঞার প্রভাবের আশঙ্কা প্রসঙ্গে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশসহ পৃথিবীর কোথাও মার্কিন নিষেধাজ্ঞাকে রাশিয়া স্বীকৃতি দেয় না। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশ ভোগান্তিতে পড়েছে বলেও এ সময় তিনি মন্তব্য করেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনার ক্ষেত্রে ভারত ও চীনের সঙ্গে রাশিয়ারও ভূমিকা ছিল, বিরোধী বিএনপির এমন অভিযোগ নাকচ করে দিয়েছেন ঢাকায় রুশ রাষ্ট্রদূত আলেক্সান্ডার ম্যানতিৎস্কি।
বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের সঙ্গে আলাপে রাষ্ট্রদূত এসব কথা বলেন।
রাষ্ট্রদূত দাবি করেছেন, অভিযোগটি পুরোপুরি অসত্য ও বিভ্রান্তিকর। নির্বাচনসহ বাংলাদেশের অভ্যন্তরীণ কোনো বিষয়েই রাশিয়া হস্তক্ষেপ করেনি, নাক গলায়নি।
ম্যানতিৎস্কি সাংবাদিকদের বলেন, বাংলাদেশের জনগণের ভোটেই আওয়ামী লীগ নির্বাচনে জয়ী হয়েছে।
এর আগে গত শনিবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় অভিযোগ করেন, ৭ জানুয়ারির প্রশ্নবিদ্ধ নির্বাচনের মাধ্যমে গঠিত সরকার জনগণের নয়; এটি ভারত, চীন ও রাশিয়ার সরকার।
এদিকে রাষ্ট্রদূতের সঙ্গে কী আলোচনা হয়েছে, এমন প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রী বলেন, রুবলে বিনিময়ের ব্যাপারটি রাষ্ট্রদূত তুলেছেন। নিজস্ব মুদ্রায় বাণিজ্যের বিষয়ে অনেক দেশের সঙ্গে সরকারের আলোচনা চলছে। ভারতের সঙ্গে নিজস্ব মুদ্রায় বাণিজ্য কিছুটা শুরু হয়েছে।
মন্ত্রী বলেন, বিভিন্ন দেশের সঙ্গে নিজস্ব মুদ্রায় বাণিজ্য করতে পারলে নির্দিষ্ট কোনো মুদ্রার ওপর বাংলাদেশের নির্ভরতা কমবে। এটি দেশের অর্থনীতির জন্য সহায়ক হবে।
এ প্রসঙ্গে রাষ্ট্রদূত বলেন, দ্বিপক্ষীয় বাণিজ্যে টাকা-রুবল বিনিময় নিয়ে দুই দেশের কেন্দ্রীয় ব্যাংক কাজ করছে। বাণিজ্য সহজ করার ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে যেকোনো সময় চুক্তি হতে পারে বলেও আভাস দেন তিনি।
বাণিজ্যিক লেনদেনের ক্ষেত্রে মার্কিন নিষেধাজ্ঞার প্রভাবের আশঙ্কা প্রসঙ্গে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশসহ পৃথিবীর কোথাও মার্কিন নিষেধাজ্ঞাকে রাশিয়া স্বীকৃতি দেয় না। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশ ভোগান্তিতে পড়েছে বলেও এ সময় তিনি মন্তব্য করেন।
চলতি শিক্ষাবর্ষের দুই মাস শেষ হলেও এখনো সব বই হাতে পায়নি স্কুল শিক্ষার্থীরা। অষ্টম ও নবম শ্রেণির এবং ইবতেদায়ি পর্যায়ের কিছু বই এখনো ছাপার অপেক্ষায়। সব মিলিয়ে ৩ কোটি পাঠ্যবই ছাপা বাকি আছে, যার অধিকাংশই মাধ্যমিক পর্যায়ের। আর বিতরণ বাকি সাড়ে ৩ কোটির বেশি পাঠ্যবই। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এ
২ ঘণ্টা আগেপ্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে শুরু হয়েছে পবিত্র রমজানের ছুটি। সব মিলিয়ে ৪০ দিনের মতো বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান। দীর্ঘ এই ছুটিতে বাসায় পড়ার জন্য শিক্ষার্থীদের নির্দেশনা দিয়েছে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান। কিন্তু তাদের হাতে এখনো সব বই পৌঁছায়নি, তাই বাড়ির পড়া নিয়ে চিন্তায় পড়েছে শিক্ষার্থীরা
২ ঘণ্টা আগেসড়ক পরিবহন আইন অনুযায়ী মোটরযান মেরামত কারখানা (ওয়ার্কশপ) চালাতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) লাইসেন্স থাকতে হবে। কিন্তু সারা দেশে ৩৫ হাজারের মতো এমন কারখানা চলছে ওই লাইসেন্স ছাড়াই। আইন অনুযায়ী অবৈধ এসব সারাইখানাকে বিআরটিএ লাইসেন্সের আওতায় আনার কার্যক্রম শুরু
৪ ঘণ্টা আগেশিল্পকলা একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ গত শুক্রবার একাডেমিতে একটি অনুষ্ঠান চলাকালীন একাডেমির সচিবের কাছে লিখিত পদত্যাগপত্র দাখিল করেন। বিষয়টি মন্ত্রণালয়ের নজরে এসেছে। জামিল আহমেদের উল্লিখিত কারণগুলোর মধ্যে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও অর্থ বিভাগের প্রতি কিছু অসত্য, বিভ্রান্তিকর তথ্য ব্যবহৃত হয়ে
৫ ঘণ্টা আগে