নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বড় আয়োজন করে পদ্মা সেতু উদ্বোধন করবে সরকার। এ অনুষ্ঠানে বিরোধী দলগুলোর নেতারাও দাওয়াত পাবেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াও দাওয়াত পেতে পারেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ শনিবার দুপুরে মহাখালী ব্র্যাক সেন্টারে ব্র্যাকের উদ্যোগে প্রশিক্ষণপ্রাপ্ত নারী চালকদের সনদপত্র বিতরণ অনুষ্ঠানে শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন ওবায়দুল কাদের।
পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে খালেদা জিয়াকে দাওয়াত দেওয়া হবে কি না, সাংবাদিকেরা জানতে চাইলে সেতুমন্ত্রী বলেন, ‘কাউকে দাওয়াত দেব না এটা বলিনি। খালেদা জিয়া নিয়মের মধ্যে পড়লে অবশ্যই দেব। কারণ তিনি দণ্ডপ্রাপ্ত আসামি, আবার বিএনপির চেয়ারপারসনও। নিয়মটি জেনে আমরা দাওয়াত দেব। তবে বিএনপি নেতারা অবশ্যই দাওয়াত পাবেন। তাঁদের শরিক দল, বাম-ডান সবাই দাওয়াত পাবেন।’
পদ্মা সেতুর অর্থায়নে অনিয়মের অভিযোগ নিয়ে শুরুতে বিশ্বব্যাংকের সঙ্গে সরকারের বিরোধ তুঙ্গে উঠেছিল। তাদের ব্যাপারে জিজ্ঞেস করলে ওবায়দুল কাদের বলেন, ‘পদ্মা সেতু তৈরির আগে অনেকেই বিরোধিতা করেছিলেন। আমার পাশেই বিশ্বব্যাংকের প্রতিনিধি আছেন। আমরা তাঁদেরও, মানে বিশ্বব্যাংককে দাওয়াত দেব পদ্মা সেতুর উদ্বোধনে।’
এ সময় বিএনপি ও বিরোধী দলগুলোর সরকারবিরোধী আন্দোলনের ঘোষণা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং সড়ক দুর্ঘটনা নিয়ে কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
উল্লেখ্য, মন্ত্রিপরিষদ বিভাগের উদ্যোগে গতকাল শুক্রবার জেলা প্রশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে পদ্মা সেতু উদ্বোধন উদ্যাপনে কিছু নির্দেশনা দেওয়া হয়।
পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠান একযোগে সারা দেশে দেখানো হবে। জেলায় জেলায় উৎসব করেও এই ক্ষণ উদ্যাপন করা হবে। পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে। আর ঢাকা, মুন্সিগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুরসহ কয়েকটি জেলায় এ উপলক্ষে ২৫ জুন থেকে পাঁচ দিন পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠান চলবে। এর মধ্যে ঢাকার হাতিরঝিলে আয়োজন করা হবে লেজার শোর।
পদ্মা সেতু সম্পর্কিত আরও পড়ুন:
বড় আয়োজন করে পদ্মা সেতু উদ্বোধন করবে সরকার। এ অনুষ্ঠানে বিরোধী দলগুলোর নেতারাও দাওয়াত পাবেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াও দাওয়াত পেতে পারেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ শনিবার দুপুরে মহাখালী ব্র্যাক সেন্টারে ব্র্যাকের উদ্যোগে প্রশিক্ষণপ্রাপ্ত নারী চালকদের সনদপত্র বিতরণ অনুষ্ঠানে শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন ওবায়দুল কাদের।
পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে খালেদা জিয়াকে দাওয়াত দেওয়া হবে কি না, সাংবাদিকেরা জানতে চাইলে সেতুমন্ত্রী বলেন, ‘কাউকে দাওয়াত দেব না এটা বলিনি। খালেদা জিয়া নিয়মের মধ্যে পড়লে অবশ্যই দেব। কারণ তিনি দণ্ডপ্রাপ্ত আসামি, আবার বিএনপির চেয়ারপারসনও। নিয়মটি জেনে আমরা দাওয়াত দেব। তবে বিএনপি নেতারা অবশ্যই দাওয়াত পাবেন। তাঁদের শরিক দল, বাম-ডান সবাই দাওয়াত পাবেন।’
পদ্মা সেতুর অর্থায়নে অনিয়মের অভিযোগ নিয়ে শুরুতে বিশ্বব্যাংকের সঙ্গে সরকারের বিরোধ তুঙ্গে উঠেছিল। তাদের ব্যাপারে জিজ্ঞেস করলে ওবায়দুল কাদের বলেন, ‘পদ্মা সেতু তৈরির আগে অনেকেই বিরোধিতা করেছিলেন। আমার পাশেই বিশ্বব্যাংকের প্রতিনিধি আছেন। আমরা তাঁদেরও, মানে বিশ্বব্যাংককে দাওয়াত দেব পদ্মা সেতুর উদ্বোধনে।’
এ সময় বিএনপি ও বিরোধী দলগুলোর সরকারবিরোধী আন্দোলনের ঘোষণা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং সড়ক দুর্ঘটনা নিয়ে কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
উল্লেখ্য, মন্ত্রিপরিষদ বিভাগের উদ্যোগে গতকাল শুক্রবার জেলা প্রশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে পদ্মা সেতু উদ্বোধন উদ্যাপনে কিছু নির্দেশনা দেওয়া হয়।
পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠান একযোগে সারা দেশে দেখানো হবে। জেলায় জেলায় উৎসব করেও এই ক্ষণ উদ্যাপন করা হবে। পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে। আর ঢাকা, মুন্সিগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুরসহ কয়েকটি জেলায় এ উপলক্ষে ২৫ জুন থেকে পাঁচ দিন পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠান চলবে। এর মধ্যে ঢাকার হাতিরঝিলে আয়োজন করা হবে লেজার শোর।
পদ্মা সেতু সম্পর্কিত আরও পড়ুন:
সংস্কারের বিভিন্ন বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নিয়মিত বৈঠক করছে জাতীয় ঐকমত্য কমিশন। বিএনপি, জামায়াত, এনসিপিসহ ৩০টি দলের প্রতিনিধিরা এই বৈঠকে উপস্থিত ছিলেন। গতকাল ফরেন সার্ভিস একাডেমিতে।
৩ ঘণ্টা আগেজাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ৩৯ টির সীমানা পরিবর্তনের প্রস্তাব করেছে নির্বাচন কমিশন (ইসি)। জনসংখ্যার ভিত্তিতে গাজীপুরে একটি আসন বাড়ানোর এবং বাগেরহাটে একটি আসন কমানোর প্রস্তাব করা হয়েছে। এসব পরিবর্তন এনে সংসদীয় আসনের সীমানার খসড়া চূড়ান্ত করা হয়েছে।
৬ ঘণ্টা আগেজাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানিয়েছেন, নারী প্রতিনিধিত্ব ও রাষ্ট্রপতির ক্ষমতাসংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে অগ্রগতি হয়েছে। তবে এখনো কিছু বিষয়ে আলোচনা বাকি রয়েছে, যেগুলো আগামীকাল বৃহস্পতিবার (৩১ জুলাই) চূড়ান্ত করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
৭ ঘণ্টা আগেদুই অতিরিক্ত সচিবকে সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। এ ছাড়া জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যানকে ওএসডি এবং বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরে নতুন মহাপরিচালক নিয়োগ দিয়ে আজ বুধবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
৭ ঘণ্টা আগে