অনলাইন ডেস্ক
সুইজারল্যান্ডের ডাভোসে জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎসের সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সেখানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) সম্মেলনে যোগ দিতে গিয়ে সাইডলাইনে এ বৈঠক করেন তিনি। বৈঠকে জার্মানির চ্যান্সেলর বলেছেন, তাঁর সরকার বাংলাদেশকে গণতন্ত্রে রূপান্তরের প্রক্রিয়ায় সর্বোচ্চ সহায়তা প্রদান করবে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে আজ পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বৈঠকে প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, তিনি একটি জাতীয় ঐকমত্য কমিশনের নেতৃত্ব দিচ্ছেন, যা ছয়টি কমিশন দ্বারা প্রস্তাবিত প্রধান সংস্কার রিপোর্টগুলোর ওপর রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠার জন্য কাজ করছে। ঐকমত্য প্রতিষ্ঠিত হওয়ার পর, রাজনৈতিক দলগুলো একটি জুলাই সনদে স্বাক্ষর করবে, যা জুলাই এবং আগস্ট মাসে ছাত্রদের নেতৃত্বে গণজাগরণের গণতান্ত্রিক চেতনাকে সমুন্নত রাখবে।
বৈঠকে দুই দেশের সরকারপ্রধান বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এর মধ্যে রয়েছে জুলাই গণজাগরণের পটভূমি, বাংলাদেশের প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক, রোহিঙ্গা-সংকট এবং মিয়ানমারের নিরাপত্তা পরিস্থিতি।
প্রধান উপদেষ্টা জার্মানির চ্যান্সেলরকে জানান, কীভাবে তরুণেরা জুলাই গণজাগরণে অংশগ্রহণ করে বাংলাদেশের দীর্ঘদিনের শাসনকালের অবসান ঘটাতে ভূমিকা রেখেছে। তিনি দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় করার আহ্বান জানান এবং জার্মানির ব্যবসায়ীদের একটি দলকে ঢাকায় পাঠিয়ে বাংলাদেশে ব্যবসার সুযোগগুলো অনুসন্ধান করার অনুরোধ করেন।
প্রধান উপদেষ্টা ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইনসের একটি বাণিজ্যিক ফ্লাইট আজ মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১২টা ২৫ মিনিটে জুরিখ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারেক মো. আরিফুল ইসলাম বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানান।
এর আগে প্রধান উপদেষ্টা ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইনসের ফ্লাইটটি বাংলাদেশ সময় গত সোমবার দিবাগত রাত ১টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।
সুইজারল্যান্ডের ডাভোসে জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎসের সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সেখানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) সম্মেলনে যোগ দিতে গিয়ে সাইডলাইনে এ বৈঠক করেন তিনি। বৈঠকে জার্মানির চ্যান্সেলর বলেছেন, তাঁর সরকার বাংলাদেশকে গণতন্ত্রে রূপান্তরের প্রক্রিয়ায় সর্বোচ্চ সহায়তা প্রদান করবে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে আজ পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বৈঠকে প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, তিনি একটি জাতীয় ঐকমত্য কমিশনের নেতৃত্ব দিচ্ছেন, যা ছয়টি কমিশন দ্বারা প্রস্তাবিত প্রধান সংস্কার রিপোর্টগুলোর ওপর রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠার জন্য কাজ করছে। ঐকমত্য প্রতিষ্ঠিত হওয়ার পর, রাজনৈতিক দলগুলো একটি জুলাই সনদে স্বাক্ষর করবে, যা জুলাই এবং আগস্ট মাসে ছাত্রদের নেতৃত্বে গণজাগরণের গণতান্ত্রিক চেতনাকে সমুন্নত রাখবে।
বৈঠকে দুই দেশের সরকারপ্রধান বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এর মধ্যে রয়েছে জুলাই গণজাগরণের পটভূমি, বাংলাদেশের প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক, রোহিঙ্গা-সংকট এবং মিয়ানমারের নিরাপত্তা পরিস্থিতি।
প্রধান উপদেষ্টা জার্মানির চ্যান্সেলরকে জানান, কীভাবে তরুণেরা জুলাই গণজাগরণে অংশগ্রহণ করে বাংলাদেশের দীর্ঘদিনের শাসনকালের অবসান ঘটাতে ভূমিকা রেখেছে। তিনি দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় করার আহ্বান জানান এবং জার্মানির ব্যবসায়ীদের একটি দলকে ঢাকায় পাঠিয়ে বাংলাদেশে ব্যবসার সুযোগগুলো অনুসন্ধান করার অনুরোধ করেন।
প্রধান উপদেষ্টা ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইনসের একটি বাণিজ্যিক ফ্লাইট আজ মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১২টা ২৫ মিনিটে জুরিখ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারেক মো. আরিফুল ইসলাম বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানান।
এর আগে প্রধান উপদেষ্টা ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইনসের ফ্লাইটটি বাংলাদেশ সময় গত সোমবার দিবাগত রাত ১টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের ছবি ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে একটি ভুয়া ভিডিও স্টেটমেন্ট প্রকাশ করা হয়েছে। আজ মঙ্গলবার পুলিশ সদর দপ্তর একটি বার্তায় ভিডিওটির বিষয়ে সতর্ক করেছে।
১ ঘণ্টা আগেগত জুনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস লন্ডন সফরে যান। সেখানে ১৩ জুন তাঁর সঙ্গে বৈঠক করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকের পর যৌথ বিবৃতিতে বলা হয়, আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে।
১ ঘণ্টা আগেজুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি আজ। রক্তক্ষয়ী গণবিক্ষোভের মুখে গত বছরের এই দিনে পদত্যাগ করে ভারতে গিয়ে আশ্রয় নিতে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের অন্যতম কর্তব্যের একটি ছিল ‘জুলাই ঘোষণাপত্র’ ও ‘জুলাই জাতীয় সনদ’ ঘোষণা। পূর্ব ঘোষণা অনুযায়ী,
২ ঘণ্টা আগেপরপর তিনটি নির্বাচনে ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে মানুষ। দেড় দশকের কর্তৃত্ববাদী শাসন, চাকরিতে বৈষম্য, সীমাহীন দুর্নীতি, ব্যাংক খাতে লুটপাট, বিরোধী মত দমনে গুম, খুন ও নির্যাতনে ক্ষুব্ধ ছিল জনগণ। সেই ক্ষোভের বিস্ফোরণ ঘটে জুলাইয়ে ছাত্র- জনতার আন্দোলনে।
১০ ঘণ্টা আগে