Ajker Patrika

সংসদ নির্বাচন: উগান্ডার ১১ জনসহ ৪৪ বিদেশি পর্যবেক্ষক আসছেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২১ নভেম্বর ২০২৩, ২২: ০৩
সংসদ নির্বাচন: উগান্ডার ১১ জনসহ ৪৪ বিদেশি পর্যবেক্ষক আসছেন

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের আশানুরূপ সাড়া পায়নি নির্বাচন কমিশন (ইসি)। আজ মঙ্গলবার আবেদনের শেষ দিন ছিল। নতুন সময়সূচি অনুযায়ী ভোট পর্যবেক্ষণের জন্য আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত বিদেশি পর্যবেক্ষকেরা ইসি সচিবের কাছে আবেদন করতে পারবে। 

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, এ পর্যন্ত ১২ দেশের পর্যবেক্ষক ও সংস্থা সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে বলে জানিয়েছে। 

ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম জানান, এ পর্যন্ত বিভিন্ন দেশের সংস্থা থেকে ৪৪ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক ও সাংবাদিক ভোট পর্যবেক্ষণে আসবেন বলে জানিয়েছে। উগান্ডার ১১ জন আসবেন আফ্রিকান ইলেকটোরাল অ্যালায়েন্স থেকে, ইউরোপীয় ইউনিয়নের চারজন, বার্তা সংস্থা এজেন্সি ফ্রান্স প্রেস-এর ১২ জন, আবুধাবি থেকে একজন, ভারতের এনডিটিভির দুজন, সাউথ এশিয়ান ডেভেলপমেন্ট ফোরামের চারজন, ব্রিটিশ হাইকমিশনের একজন, ইন্টারন্যাশনাল পার্লামেন্টেরিয়ান কংগ্রেসের তিনজন, সুইডিশ রেডিও থেকে একজন, জাপানের একজন, জার্মানির দুইজন (একজন সাংবাদিক), ইতালি থেকে একজন ও অস্ট্রেলিয়ান দূতাবাসের একজন ভোট পর্যবেক্ষণ করবে। 

৩৮ দেশ-সংস্থাকে ভোট পর্যবেক্ষণে আমন্ত্রণ জানিয়ে চিঠি
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ৩৮ দেশ ও সংস্থাকে নির্বাচন পর্যবেক্ষণের জন্য চিঠি দিয়েছে কমিশন। দেশ ও সংস্থাগুলো হলো ভারত, ভুটান, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, জর্জিয়া, ইন্দোনেশিয়া, কাজাখস্তান, রাশিয়া, দক্ষিণ কোরিয়া, মিসর, তুরস্ক, উজবেকিস্তান, আর্জেন্টিনা, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, সেনেগাল, থাইল্যান্ড, আজারবাইজান, মালয়েশিয়া, মরিশাস, তিউনিসিয়া, ব্রুনেই, আরব আমিরাত, কাতার, ওমান, কুয়েত, সৌদি আরব, চীন, জাপান ও সিঙ্গাপুর। এ ছাড়া সার্ক ও ওআইসি মহাসচিব, ফেম্বোসা ও এ-ওয়েব চেয়ারপারসনও রয়েছেন দাওয়াতের তালিকায়।  

জেলখানায় থাকাদের পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার আহ্বান 
কোনো ব্যক্তি বাংলাদেশের কোনো জেলখানায় বা অন্য কোনো আইনগত হেফাজতে আটক থাকলেও পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছে ইসি। মঙ্গলবার ইসির পরিচালক মো. শরিফুল আলমের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, কোনো ব্যক্তি তিনি যে ভোট কেন্দ্রে ভোট দেওয়ার অধিকারী সেই কেন্দ্র ব্যতীত অন্য কোনো ভোট কেন্দ্রে নির্বাচনসংক্রান্ত কোনো দায়িত্ব পালনের জন্য নিযুক্ত থাকলে এবং বিদেশে বসবাসরত কোনো বাংলাদেশি ভোটার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। 

দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি ৫ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৭ জানুয়ারি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত