নিজস্ব প্রতিবেদক
ঢাকা: দেশ থেকে পাচার হওয়ার ৭৭ দিন পর পালিয়ে ফিরে এসেছেন নৃশংস অত্যাচারের শিকার তিনজন কিশোরী। টিকটক হৃদয়ের মাধ্যমে ২০২১ সালে ১৯ ফেব্রুয়ারি সাতক্ষীরা সীমান্ত দিয়ে পার করা হয় তাঁদের। ভারত থেকে পালিয়ে আসা ভুক্তভোগী এক তরুণী গতকাল মঙ্গলবার রাতে রাজধানী হাতিরঝিল থানায় মানবপাচার আইনে ১২ জনের বিরুদ্ধে একটি মামলা করেন। সেই মামলার ৩ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, মেহেদী হাসান বাবু, মহিউদ্দিন এবং আব্দুল কাদের।
আজ বুধবার সকালে এ বিষয়ে সংবাদ সম্মেলন করেন তেজগাঁও উপ পুলিশ কমিশনার মো: শহীদুল্লাহ। তিনি বলেন, ভারতে পাচার হওয়া এক কিশোরী তিন মাসের নির্মম নির্যাতন ও বন্দিদশা থেকে পালিয়ে দেশে ফিরে আসেন। গতকাল মঙ্গলবার তিনি হাতিরঝিল থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা করেছেন ।
প্রাথমিকভাবে জানা গেছে, ভুক্তভোগীর সঙ্গে টিকটক হৃদয়ের পরিচয় হয় ২০১৯ সালে। টিকটক স্টার বানানোর কথা বলে হৃদয় তাঁকে প্রলুব্ধ করে। ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে নারায়ণগঞ্জের অ্যাডভেঞ্চার ল্যান্ড পার্কে ৭০-৮০ জনকে নিয়ে টিকটকাররা ঘুরতে যান। পরে ২০২০ সালের আবার তাঁরা ৭০০-৮০০ জন তরুণ - তরুণীকে নিয়ে পুল পার্টির আয়োজন করে হৃদয়। শেষ ২০২১ সালের ১৯ ফেব্রুয়ারি কুষ্টিয়ায় বাউল লালন শাহ মাজারে নিয়ে যাওয়ার কথা বলে কৌশলে ভুক্তভোগীদের ভারতে পাচার করে হৃদয়। তাঁকে পাচার করতে সাহায্য করেন চক্রের অন্য সদস্যরা।
ডিসি শহীদুল্লাহ বলেন, পাচারকারী চক্রের খপ্পরে পড়ার পর থেকে পালিয়ে দেশে ফেরা পর্যন্ত তার লোমহর্ষক করুন কাহিনি কল্পনাকেও হার মানায়। ভারতে পাচারের পর ভুক্তভোগীদের বেঙ্গালুরুর আনন্দপুর এলাকায় কয়েকটি বাসায় রাখা হয় । এ সময় ভারতে অবস্থানকালে হাতিরঝিলের কয়েকজন বাংলাদেশি তরুণীকে দেখতে পান। নৃশংস অত্যাচারের এক পর্যায়ে ভুক্তভোগীসহ আরও ২ জন তরুণী পালিয়ে আসেন।
পুলিশ বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা এক হাজারের বেশি নারীকে সীমান্তবর্তী এলাকায় দিয়ে পাচারের কথা স্বীকার করেছেন।
সম্প্রতি কয়েকজন মিলে বাংলাদেশি তরুণীকে বিবস্ত্র করে যৌন নির্যাতনের ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। এরপর গত বৃহস্পতিবার অভিযুক্ত সবাইকে গ্রেপ্তার করে বেঙ্গালুরু পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে রিফাদুল ইসলাম হৃদয় ওরফে টিকটক হৃদয় (২৬) নামের ওই যুবক ঢাকার মগবাজার এলাকার বাসিন্দা। নির্যাতনের শিকার মেয়েটিও ঢাকার মগবাজার এই এলাকায় থাকেন।
পুলিশের দাবি, এটি একটি আন্তর্জাতিক নারী পাচারকারী চক্রের সদস্য। রিফাদুল ইসলাম হৃদয় এ চক্রের অন্যতম সদস্য। বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে এ চক্রের নেটওয়ার্ক বিস্তৃত রয়েছে। পুলিশ সদর দপ্তরের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোর (এনসিবি) মাধ্যমে তাঁদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে।
ঢাকা: দেশ থেকে পাচার হওয়ার ৭৭ দিন পর পালিয়ে ফিরে এসেছেন নৃশংস অত্যাচারের শিকার তিনজন কিশোরী। টিকটক হৃদয়ের মাধ্যমে ২০২১ সালে ১৯ ফেব্রুয়ারি সাতক্ষীরা সীমান্ত দিয়ে পার করা হয় তাঁদের। ভারত থেকে পালিয়ে আসা ভুক্তভোগী এক তরুণী গতকাল মঙ্গলবার রাতে রাজধানী হাতিরঝিল থানায় মানবপাচার আইনে ১২ জনের বিরুদ্ধে একটি মামলা করেন। সেই মামলার ৩ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, মেহেদী হাসান বাবু, মহিউদ্দিন এবং আব্দুল কাদের।
আজ বুধবার সকালে এ বিষয়ে সংবাদ সম্মেলন করেন তেজগাঁও উপ পুলিশ কমিশনার মো: শহীদুল্লাহ। তিনি বলেন, ভারতে পাচার হওয়া এক কিশোরী তিন মাসের নির্মম নির্যাতন ও বন্দিদশা থেকে পালিয়ে দেশে ফিরে আসেন। গতকাল মঙ্গলবার তিনি হাতিরঝিল থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা করেছেন ।
প্রাথমিকভাবে জানা গেছে, ভুক্তভোগীর সঙ্গে টিকটক হৃদয়ের পরিচয় হয় ২০১৯ সালে। টিকটক স্টার বানানোর কথা বলে হৃদয় তাঁকে প্রলুব্ধ করে। ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে নারায়ণগঞ্জের অ্যাডভেঞ্চার ল্যান্ড পার্কে ৭০-৮০ জনকে নিয়ে টিকটকাররা ঘুরতে যান। পরে ২০২০ সালের আবার তাঁরা ৭০০-৮০০ জন তরুণ - তরুণীকে নিয়ে পুল পার্টির আয়োজন করে হৃদয়। শেষ ২০২১ সালের ১৯ ফেব্রুয়ারি কুষ্টিয়ায় বাউল লালন শাহ মাজারে নিয়ে যাওয়ার কথা বলে কৌশলে ভুক্তভোগীদের ভারতে পাচার করে হৃদয়। তাঁকে পাচার করতে সাহায্য করেন চক্রের অন্য সদস্যরা।
ডিসি শহীদুল্লাহ বলেন, পাচারকারী চক্রের খপ্পরে পড়ার পর থেকে পালিয়ে দেশে ফেরা পর্যন্ত তার লোমহর্ষক করুন কাহিনি কল্পনাকেও হার মানায়। ভারতে পাচারের পর ভুক্তভোগীদের বেঙ্গালুরুর আনন্দপুর এলাকায় কয়েকটি বাসায় রাখা হয় । এ সময় ভারতে অবস্থানকালে হাতিরঝিলের কয়েকজন বাংলাদেশি তরুণীকে দেখতে পান। নৃশংস অত্যাচারের এক পর্যায়ে ভুক্তভোগীসহ আরও ২ জন তরুণী পালিয়ে আসেন।
পুলিশ বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা এক হাজারের বেশি নারীকে সীমান্তবর্তী এলাকায় দিয়ে পাচারের কথা স্বীকার করেছেন।
সম্প্রতি কয়েকজন মিলে বাংলাদেশি তরুণীকে বিবস্ত্র করে যৌন নির্যাতনের ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। এরপর গত বৃহস্পতিবার অভিযুক্ত সবাইকে গ্রেপ্তার করে বেঙ্গালুরু পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে রিফাদুল ইসলাম হৃদয় ওরফে টিকটক হৃদয় (২৬) নামের ওই যুবক ঢাকার মগবাজার এলাকার বাসিন্দা। নির্যাতনের শিকার মেয়েটিও ঢাকার মগবাজার এই এলাকায় থাকেন।
পুলিশের দাবি, এটি একটি আন্তর্জাতিক নারী পাচারকারী চক্রের সদস্য। রিফাদুল ইসলাম হৃদয় এ চক্রের অন্যতম সদস্য। বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে এ চক্রের নেটওয়ার্ক বিস্তৃত রয়েছে। পুলিশ সদর দপ্তরের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোর (এনসিবি) মাধ্যমে তাঁদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে।
স্বপ্ন দেখানো ‘বঙ্গবন্ধু মহাকাশ অবলোকন কেন্দ্র প্রকল্প’ নিজেই আলোর মুখ দেখছে না। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নেওয়া প্রকল্পটি পরিকল্পনায় ঘাটতি ও অপ্রয়োজনীয় বিবেচনায় বাতিলের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। আড়াই বছরে প্রকল্পের ভৌতিক কাজ হয়েছে ১৫ শতাংশ, আর্থিক কাজ মাত্র ৪ শতাংশ।
২ ঘণ্টা আগেনির্বাচিত সরকারের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তুলে দিতে অগ্রসর হচ্ছে অন্তর্বর্তী সরকার। এ কথা জানিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘আমরা এবার একটি নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া শুরু করব। আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাব, যেন নির্বাচন কমিশন...
৩ ঘণ্টা আগেমেঘে ঢাকা আকাশ। থেমে থেমে বৃষ্টি। দিনভর এমন অস্বস্তিকর আবহাওয়ায়ও আটকে থাকেনি ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস ২০২৫’ উদ্যাপন। জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা’য় গতকাল মঙ্গলবার (৫ আগস্ট) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে মানুষের ঢল নামে।
৩ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার ও ভবিষ্যতে নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করবে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানের সঙ্গে এক বৈঠকে যুক্তরাষ্ট্রে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এলিসন হুকার এ কথা বলেন।
৪ ঘণ্টা আগে