Ajker Patrika

আবিদ হত্যা মামলায় খালাস ছাত্রলীগের ১২ জনকে আত্মসমর্পণের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৯ এপ্রিল ২০২৫, ১৯: ২৮
ফাইল ছবি
ফাইল ছবি

চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) তৃতীয় বর্ষের শিক্ষার্থী আবিদুর রহমান আবিদকে ১৪ বছর আগে পিটিয়ে হত্যা মামলায় বিচারিক আদালতের রায়ে খালাস পাওয়া ১২ জনকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে ওই খালাসের রায় কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) বিচারপতি মো. জাকির হোসেন ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের হাইকোর্ট বেঞ্চ বাদীপক্ষের করা আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী অজি উল্লাহ, মোহাম্মদ শিশির মনির ও আইনজীবী আজিমুদ্দিন পাটোয়ারি।

আদেশের বিষয়ে আইনজীবী শিশির মনির বলেন, ছাত্রদল কর্মী আবিদকে তৎকালীন ছাত্রলীগের নেতা-কর্মীরা পিটিয়ে হত্যা করেছিল কলেজের হোস্টেলের মধ্যে। ওই ঘটনায় ২২ জনকে আসামি করে মামলা করেন আবিদের মামা। তবে প্রভাব খাটিয়ে ১০ জনকে চার্জশিট থেকে বাদ দেওয়া হয়। ২০১৯ সালে ১২ জনকেও খালাস দিয়ে দেওয়া হয়। বাদীকে সাক্ষ্য দিতে দেওয়া হয়নি। এমনকি বাদীকে চারটি রাজনৈতিক মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়। হাইকোর্ট রুল দিয়েছেন এবং আসামিদের আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছেন। রুলে বিচারিক আদালতের দেওয়া রায় কেন বাতিল করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে।

শিশির মনির বলেন, রুল যথাযথ হলে আসামিদের বিরুদ্ধে নতুন করে বিচার শুরু হবে।

নিহতের বড় ভাই লুৎফর রহমান বলেন, ‘আমি ন্যায়বিচার চাই। আসামিদের সর্বোচ্চ শাস্তি চাই।’

আত্মসমর্পণের নির্দেশ পাওয়া ১২ জন হলেন তৎকালীন ছাত্র সংসদের ভিপি মফিজুর রহমান জুম্মা, চমেক ছাত্রলীগের সভাপতি সোহেল পারভেজ সুমন, সাধারণ সম্পাদক বিজয় সরকার, সহসাধারণ সম্পাদক হিমেল চাকমা, ফেরদৌস রাসেল, শান্ত দেবনাথ, মাহাফুজুর রহমান ধীমান, নাসির উদ্দিন পাটোয়ারী, দেবাশীষ চক্রবর্তী, মোস্তফা কামাল, রাশেদুর রেজা সানি ও সালমান মাহমুদ রাফসান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত