Ajker Patrika

ঐক্য, সংস্কার ও নির্বাচন নিয়ে জাতীয় সংলাপ শুরু

অনলাইন ডেস্ক
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

‘ঐক্য, সংস্কার ও নির্বাচন’ স্লোগানে জাতীয় ঐক্যের লক্ষ্যে শুরু হয়েছে দুই দিনব্যাপী জাতীয় সংলাপ।

আজ শুক্রবার সকালে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজের (এফবিএস) উদ্যোগে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে শুরু হয়।

সকালে জুলাই গণ–অভ্যুত্থানে ফার্মগেট নিহত নাফিসের বাবা গোলাম রহমান এ সংলাপের উদ্বোধন করেন। সংলাপে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

এর আগে মঞ্চে জুলাই গণ–অভ্যুত্থানে নিহতদের স্বজন ও আহতদের মঞ্চে আমন্ত্রণ জানানো হয়। পরে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

জাতীয় সংলাপের শুরুতে কথা বলেন জুলাই গণ–অভ্যুত্থানে গুলিবিদ্ধ ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী আবু বকর, নিহত ইমাম হোসেনের ভাই রবিউল ইসলাম, সংগঠক মনিশা মাহরুফা, নিহত শাহরিয়ার হাসান আলভীর বাবা আবুল হাসান।

জাতীয় সংলাপের শুরুতে ধারণাপত্র পাঠ করেন এফবিএসের সদস্য মনির হায়দার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত