Ajker Patrika

র‍্যাব নিয়ে ডয়চে ভেলের প্রতিবেদন: অভিযোগ খতিয়ে দেখবে যুক্তরাষ্ট্র

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
র‍্যাব নিয়ে ডয়চে ভেলের প্রতিবেদন: অভিযোগ খতিয়ে দেখবে যুক্তরাষ্ট্র

জার্মান গণমাধ্যম ডয়চে ভেলে ও নেত্র নিউজের একটি ভিডিও তথ্যচিত্রে বাংলাদেশের র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) নিয়ে তোলা অভিযোগ খতিয়ে দেখবে যুক্তরাষ্ট্র। 

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগের উপ-প্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল ওয়াশিংটনে গত বৃহস্পতিবার এক প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এ কথা জানান। যুক্তরাষ্ট্র সরকার ‘অত্যন্ত সাবধানতার’ সঙ্গে এসব অভিযোগ খতিয়ে দেখবে বলে উল্লেখ করেন তিনি। 

বেদান্তকে প্রশ্ন করা হয়েছিল, অনুসন্ধানের ভিত্তিতে তৈরি করা ওই তথ্যচিত্র অনুযায়ী র‍্যাব দ্বারা বিচারবহির্ভূত হত্যার অনুমোদনের সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সরকারের ওপর মহল জড়িত। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওপর যুক্তরাষ্ট্র কোনো নিষেধাজ্ঞা আরোপ করবে কি না? 

জবাবে বেদান্ত প্যাটেল বলেন, ‘আমরা এই ভিডিওতে থাকা অভিযোগ অত্যন্ত সাবধানতার সঙ্গে খতিয়ে দেখব।’ 

বাংলাদেশ সরকারও অভিযোগগুলো তদন্ত করবে, এমন আশাবাদ ব্যক্ত করে বেদান্ত প্যাটেল বলেন, ‘মানবাধিকার লঙ্ঘনকারীদের অবশ্যই জবাবদিহি করতে হবে।’ 

র‍্যাবের বিরুদ্ধে বিচারবহির্ভূত হত্যায় জড়ানোর অভিযোগ তুলে ধরা হয়েছে তথ্যচিত্রটিতে। এতে দাবি করা হয়, এই বাহিনীতে কাজ করা দুই সাবেক কমান্ডার বাহিনীটির ভেতরের কর্মকাণ্ডের বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়েছেন।

মানবাধিকারের গুরুতর লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্র ২০২১ সালের ১০ ডিসেম্বর র‍্যাব এবং বাহিনীতে ওই সময় কর্মরত ও সাবেক ছয় কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত