Ajker Patrika

৩৩ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
৩৩ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ৩৩ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে গতকাল সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব আবু সাঈদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। 

বদলি হওয়া পুলিশ কর্মকর্তারা হলেন—সম্রাট মোহাম্মদ আবু সুফিয়ান, শাহেন শাহ, সাত্যকি কবিরাজ ঝুলন, মো. মোনতাছির রহমান, গোবিন্দ চন্দ্র পাল, মো. হাফিজ আল ফারুক, মাহমুদা আফরোজ লাকী, হাসান আরাফাত, জুয়েল রানা, মো. কামরুল ইসলাম, হাসানুজ্জামান মোল্যা, মো. রহমত উল্লাহ চৌধুরী, মো. সাকিবুল ইসলাম খান, মো. শফিকুর রহমান, মো. শফিকুল আলম, মো. মনিরুজ্জামান, রাজীব দাস, মোহাম্মদ নূরুল আমীন, মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল, মো. তরিকুর রহমান, মো. যায়েদ শাহরীয়ার, মো. আহমেদুল ইসলাম, মো. খোরশেদ আলম, আমীনুল ইসলাম, সাজেদুর রহমান, চাইলাউ মারমা, মো. গোলাম রব্বানী শেখ, মৌসুমী মন্ডল, মো. রেজাউল করিম, মো. আব্দুল আউয়াল, লিপি সাহা, নুসরাত জাহান মুক্তা। 

বদলি করা এসব কর্মকর্তাদের পুলিশে বিশেষ শাখা (এসবি), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), শিল্পাঞ্চল পুলিশ, সারদা পুলিশ একাডেমি, ট্যুরিস্ট পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন, ডিএমপি ও এন্টি টেরোরিজম ইউনিটে বদলি করা হয়েছে। বদলি হওয়া এসব কর্মকর্তারা সুপারনিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত