Ajker Patrika

অবসরের পর ৩ বছর পর্যন্ত নির্বাচনের দুয়ার বন্ধই থাকল সরকারি কর্মকর্তাদের 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অবসরের পর ৩ বছর পর্যন্ত নির্বাচনের দুয়ার বন্ধই থাকল সরকারি কর্মকর্তাদের 

সরকারি চাকরি থেকে অবসর নেওয়ার তিন বছর পর সংসদ নির্বাচনে অংশগ্রহণের বিধান প্রশ্নে জারি করা রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের বেঞ্চ এ রায় দেন।

এর ফলে সরকারি কর্মকর্তাদের চাকরি থেকে অবসরের পর তিন বছর পার না হওয়া পর্যন্ত নির্বাচনে অংশ গ্রহণের সুযোগ বন্ধই থাকল বলে জানিয়েছেন আইনজীবীরা। এর আগে গত বুধবার শুনানি শেষে রায় ঘোষণার জন্য অপেক্ষমাণ রাখা হয়। 

আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী প্রবীর নিয়োগী, তানিয়া আমীর ও মোহাম্মদ সাঈদ আহমেদ রাজা। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত। আর নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন আইনজীবী খান মোহাম্মদ শামীম আজিজ।

গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ, ১২(১) চ ধারা অনুযায়ী সরকারি চাকরি থেকে অবসরের পর তিন বছর পার না হলে কেউ সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে না। এই বিধান চ্যালেঞ্জ করে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. শামীম কামালসহ কয়েকজন হাইকোর্টে রিট করেছিলেন। রিটের পরিপ্রেক্ষিতে চলতি বছরের ১৯ জানুয়ারি হাইকোর্ট রুল জারি করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টেলিগ্রামে সংগঠিত হচ্ছে আ.লীগ, হাসিনার সঙ্গে কথা বলতে টাকা নিচ্ছেন ওবায়দুল কাদের

আগামী ১১ দিন নৈরাজ্যের আশঙ্কা, ঠেকাতে এসপিদের এসবির চিঠি

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি বিজ্ঞপ্তি কাল, পরীক্ষা তিন ইউনিটে

ম্যানহোলে পড়ে নারী নিখোঁজ: ‘‎মব’ তৈরি করে হামলার চেষ্টা, উদ্ধার কার্যক্রম বন্ধ

প্রাথমিকে পাঠদান: বাইরের ২০ কাজের চাপে শিক্ষক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত