অনলাইন ডেস্ক
জুলাই-আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলামকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ বুধবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন।
একই সঙ্গে সাবেক এই দুই মন্ত্রীকে ১৭ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানিতে অন্য আসামিদের সঙ্গে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।
গতকাল সকাল ১০টার পর আমির হোসেন আমু এবং কামরুল ইসলামকে কারাগার থেকে প্রিজন ভ্যানে করে ট্রাইব্যুনালে নিয়ে প্রথমে হাজতখানায় রাখা হয়। বেলা ১১টা ৪০ মিনিটে এজলাসকক্ষে নিয়ে কাঠগড়ায় চেয়ারে বসানো হয়। পৌনে ১২ টির দিকে শুরু হয় ট্রাইব্যুনালের কার্যক্রম। শুনানির সময় দুজনই চুপচাপ বসে ছিলেন।
সাবেক এই দুই মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ তুলে ধরেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম ও বি এম সুলতান মাহমুদ। গাজী তামিম বলেন, আমির হোসেন আমু ১৪ দলীয় জোটের সমন্বয়ক হিসেবে গণভবনে জোটের বৈঠকে অংশ নেন। সেখানে তিনি ছিলেন একজন নেতৃস্থানীয় ব্যক্তি। বৈঠকে কারফিউ জারি এবং দেখামাত্র গুলির সিদ্ধান্ত হয়। পরে সারা দেশে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নির্বিচার গুলি চালিয়ে হত্যা করা হয়। চিরতরে পঙ্গু, অন্ধ করা হয় অনেককে। ওই আন্দোলনে ২ হাজারের বেশি নিহত ও ৩০ হাজারের বেশি আহত হয়েছে। তাঁরা দুজন এই অপরাধের দায় এড়াতে পারেন না।
এরপর কামরুল ইসলামের বিষয়ে অভিযোগ তুলে ধরেন প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ। তিনি বলেন, তদন্ত সংস্থার প্রতিবেদন অনুযায়ী কামরুল ইসলামের নির্দেশে শাহবাগ, নিউমার্কেট, কলাবাগান, কামরাঙ্গীরচর এলাকায় আন্দোলনকারীদের ওপর হামলা চালানো হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ তাদের দলের গুন্ডাবাহিনী নিরীহ ছাত্র-জনতার ওপর অস্ত্র নিয়ে হামলায় অংশ নেয়।
যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসানকেও জুলাই-আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। আদেশের আগে যাত্রাবাড়ী এলাকায় চালানো গণহত্যার বিষয়ে আবুল হাসানের সম্পৃক্ততা তুলে ধরেন প্রসিকিউটর গাজী তামিম। উপস্থিত ছিলেন প্রসিকিউটর শাইখ মাহদী ও তারেক আব্দুল্লাহ।
জুলাই-আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলামকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ বুধবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন।
একই সঙ্গে সাবেক এই দুই মন্ত্রীকে ১৭ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানিতে অন্য আসামিদের সঙ্গে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।
গতকাল সকাল ১০টার পর আমির হোসেন আমু এবং কামরুল ইসলামকে কারাগার থেকে প্রিজন ভ্যানে করে ট্রাইব্যুনালে নিয়ে প্রথমে হাজতখানায় রাখা হয়। বেলা ১১টা ৪০ মিনিটে এজলাসকক্ষে নিয়ে কাঠগড়ায় চেয়ারে বসানো হয়। পৌনে ১২ টির দিকে শুরু হয় ট্রাইব্যুনালের কার্যক্রম। শুনানির সময় দুজনই চুপচাপ বসে ছিলেন।
সাবেক এই দুই মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ তুলে ধরেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম ও বি এম সুলতান মাহমুদ। গাজী তামিম বলেন, আমির হোসেন আমু ১৪ দলীয় জোটের সমন্বয়ক হিসেবে গণভবনে জোটের বৈঠকে অংশ নেন। সেখানে তিনি ছিলেন একজন নেতৃস্থানীয় ব্যক্তি। বৈঠকে কারফিউ জারি এবং দেখামাত্র গুলির সিদ্ধান্ত হয়। পরে সারা দেশে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নির্বিচার গুলি চালিয়ে হত্যা করা হয়। চিরতরে পঙ্গু, অন্ধ করা হয় অনেককে। ওই আন্দোলনে ২ হাজারের বেশি নিহত ও ৩০ হাজারের বেশি আহত হয়েছে। তাঁরা দুজন এই অপরাধের দায় এড়াতে পারেন না।
এরপর কামরুল ইসলামের বিষয়ে অভিযোগ তুলে ধরেন প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ। তিনি বলেন, তদন্ত সংস্থার প্রতিবেদন অনুযায়ী কামরুল ইসলামের নির্দেশে শাহবাগ, নিউমার্কেট, কলাবাগান, কামরাঙ্গীরচর এলাকায় আন্দোলনকারীদের ওপর হামলা চালানো হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ তাদের দলের গুন্ডাবাহিনী নিরীহ ছাত্র-জনতার ওপর অস্ত্র নিয়ে হামলায় অংশ নেয়।
যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসানকেও জুলাই-আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। আদেশের আগে যাত্রাবাড়ী এলাকায় চালানো গণহত্যার বিষয়ে আবুল হাসানের সম্পৃক্ততা তুলে ধরেন প্রসিকিউটর গাজী তামিম। উপস্থিত ছিলেন প্রসিকিউটর শাইখ মাহদী ও তারেক আব্দুল্লাহ।
সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৪০৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৯০০ জন এবং বিভিন্ন অপরাধে জড়িত অন্য ৫০৫ জন রয়েছেন।
২ মিনিট আগেমিয়ানমারে চলমান গৃহযুদ্ধ ও নিরাপত্তাহীনতার প্রেক্ষাপটে রোহিঙ্গা প্রত্যাবাসনের সম্ভাবনা ক্ষীণ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, শুধু দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে এই দীর্ঘদিনের সংকটের সমাধান সম্ভব নয় এবং রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য নিরাপত্তা ও পূর্ণ নাগরিকত্বের নিশ্চয়তা
১৩ মিনিট আগেদুই দেশের মধ্যে টানা কূটনৈতিক তৎপরতার ফলে বাংলাদেশিদের জন্য ভিসা ইস্যু পুনরায় শুরুর ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি এসেছে। ঢাকায় তাদের দূতাবাস বর্তমানে প্রতিদিন ৩০ থেকে ৫০টি ভিজিট ভিসা ইস্যু করছে। এছাড়াও ৫০০ নিরাপত্তাকর্মীর ভিসা এরই মধ্যে ইস্যু হয়েছে এবং আরও ১০০০ ভিসা অনুমোদিত হয়ে শিগগিরই ইস্যু করা হবে
১৮ মিনিট আগেদ্বৈত নাগরিকত্বের আবেদনে আর নথিপত্রের হার্ড কপি (ছাপা কাগজ) গ্রহণ করবে না সরকার। ১৬ মে থেকে সব নথিপত্র অনলাইনে আপলোড করতে হবে। এ নিয়ে আজ রোববার (৪ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে।
১৮ মিনিট আগে