Ajker Patrika

গুম-খুনের সঙ্গে জড়িতদের বিচারের দাবি জানাল মায়ের ডাক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৪ আগস্ট ২০২৪, ২২: ২৬
গুম-খুনের সঙ্গে জড়িতদের বিচারের দাবি জানাল মায়ের ডাক

চাকরি থেকে অব্যাহতি পাওয়া মেজর জেনারেল জিয়াউল আহসান, মেজর জেনারেল (অব.) তারেক সিদ্দিকীসহ আওয়ামী সরকারের আমলে গুম-খুনের সঙ্গে জড়িত কর্মকর্তাদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছে বিভিন্ন সময়ে গুম হওয়া ব্যক্তিদের সমন্বয়ে গঠিত মানবাধিকার সংগঠন মায়ের ডাক।

আজ বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘মায়ের ডাক’ আয়োজিত মানববন্ধনে এ দাবি জানান সংগঠনের সমন্বয়ক সানজিদা ইসলাম।

সানজিদা ইসলাম বলেন, ‘আগামী ২৪ ঘণ্টার মধ্যে জিয়াউল আহসান, তারেক সিদ্দিকীর মতো যারা গুম খুনের সঙ্গে জড়িত, তাদের গ্রেপ্তার করে জবানবন্দি নিতে হবে, বিচারের আওতায় আনতে হবে। আয়নাঘরের মতো গুম করে রাখার যতগুলো ঘর আছে সেখানে বন্দী, আমাদের যত ভাইয়েরা বেঁচে আছেন, তাঁদের ফেরত দিতে হবে।’

তিনি আরও বলেন, ‘এসব আয়নাঘরকে ভেঙে দিতে হবে। এ রকম আয়নাঘর আর থাকবে না বাংলাদেশে। আমাদের এই দেশে গুম–খুনের মতো এতো বড় মানবাধিকার লঙ্ঘন আমরা আর সহ্য করব না।’

গতকাল মঙ্গলবার প্রধান উপদেষ্টার সঙ্গে মায়ের ডাকের বৈঠকে ওই ব্যক্তিদের গ্রেপ্তারের আশ্বাস দেওয়া হয়েছে।

মানববন্ধনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ‘মাঝখানে যখন পেগাসাস আনা হয়েছিল, সেটা নিয়ে প্রচুর কথা হয়েছিল। সেটা নিয়ে রাজনৈতিক নেতা–কর্মীসহ সমাজকর্মীদের যেভাবে নজরদারি করা হয়েছিল, এখন পর্যন্ত এই সরকার সেখানে হাত দিতে পারেনি। তবে আমি বিশ্বাস করি, এখন যারা ক্ষমতায় আছেন—তাঁরা ছাত্র-জনতার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার সঙ্গে এখন পর্যন্ত আছেন।’

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে মান্না বলেন, ‘আমরা চাই, পুরো বাংলাদেশের খোলস পাল্টে যতখানি পারেন, সাজিয়ে গড়ে তোলেন। যারা গুম–খুনের সঙ্গে জড়িত, তাদের বিচারের আওতায় আনতে হবে। মায়েয় ডাক মানে মায়ের আকুতি, এই আকুতি শুনতে হবে।’

গুম-খুনের সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন। ছবি: আজকের পত্রিকাবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তারেক রেজা বলেন, ‘এই সরকার আমাদের আশ্বাস দিয়েছে, যারা গ্রেপ্তার আছেন, তাদের মুক্তি দেওয়া হবে। কিন্তু আজকে ছয় দিন হয়ে গেলেও তাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে না কেন? তাদেরকে কি খুন করা হয়েছে? যদি তা–ই হয়, তাহলে খুনিরা কই?’

জাতীয় মুক্তি কাউন্সিলের সাধারণ সম্পাদক ফয়জুল হাকিম লালা বলেন, ‘গত ১৫ বছরে শেখ হাসিনার সরকার যাদের গুম করেছে, তাদের বিচার করতে হবে। জড়িত সেনা কর্মকর্তাদেরও বিচার করতে হবে। আশা করব, এই সরকার এসবের বিচার দ্রুত করবেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

১৯৪৭ থেকে ২০২৫: ভারত-পাকিস্তান যুদ্ধ ও ফলাফল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত