Ajker Patrika

বদলির আদেশ ছিঁড়ে বরখাস্ত এনবিআরের আরও এক কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৬ জুলাই ২০২৫, ২২: ০৬
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রধান কার্যালয়, আগারগাঁও, ঢাকা। ফাইল ছবি
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রধান কার্যালয়, আগারগাঁও, ঢাকা। ফাইল ছবি

বদলির আদেশ ছিঁড়ে ফেলায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আরও এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ বুধবার (১৬ জুলাই) অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) সচিব ও এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের সই করা প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মো. জিল্লুর রহমান কেন্দ্রীয় গোয়েন্দা সেলের (সিআইসি) উপপরিচালক (উপ-কর কমিশনার) এনবিআর সংস্কার ঐক্য পরিষদের আন্দোলন চলাকালে বদলির আদেশ ছিঁড়ে ফেলেন। প্রকাশ্যে বদলির আদেশ ছিঁড়ে তিনি ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছেন। এই অভিযোগে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়।

এর আগে একই অভিযোগে আজ সকালে সাতজন কর্মকর্তা-কর্মচারীর সাময়িক বরখাস্তের আদেশ ও গতকাল মঙ্গলবার বিকেলে ১৪ জন কর্মকর্তার সাময়িক বরখাস্তের প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। আর এনবিআর চেয়ারম্যানের বিরুদ্ধে কটূক্তি করায় গতকাল রাতে একজন কর্মচারীকে বরখাস্ত করা হয়।

এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ জারির পর শুরু হওয়া আন্দোলনে অংশগ্রহণের কারণে এখন পর্যন্ত চার কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরসহ ২৪ জন কর্মকর্তা ও কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হলো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত