Ajker Patrika

নির্ধারিত সময়ে কাজ শেষ করতে কমিশন দৃঢ় প্রতিজ্ঞ: ইইউ রাষ্ট্রদূতকে আলী রীয়াজ

অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে সংবিধান সংস্কার কমিশন দৃঢ় প্রতিজ্ঞ বলে জানিয়েছেন কমিশন প্রধান অধ্যাপক আলী রীয়াজ। আজ মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে কমিশনের কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার সাক্ষাতে এলে এ কথা জানান সংবিধান সংস্কার কমিশন প্রধান অধ্যাপক আলী রীয়াজ।

অধ্যাপক আলী রীয়াজকে প্রধান করে সংবিধান সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ তালিকার প্রজ্ঞাপন গত ৭ অক্টোবর জারি করা। সেখানে বলা হয় ৬ অক্টোবর থেকে ৯০ দিনের মধ্যে মতামত প্রতিবেদন দেওয়ার জন্য। সেই হিসেবে আগামী ৬ জানুয়ারির মধ্যে সংবিধান সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার কথা।

কমিশনের প্রধান সংবিধান সংস্কার বিষয়ক চলমান কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারকে অবহিত করেন। তিনি বলেন, ‘নির্ধারিত সময়ের মধ্যে সংস্কার কাজ সম্পন্ন করতে সংবিধান সংস্কার কমিশন দৃঢ় প্রতিজ্ঞ।’

এ সময় ইইউ রাষ্ট্রদূত সংবিধান সংস্কার কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে বলেন, বর্তমান সংস্কার কার্যক্রমে ইউরোপিয়ান ইউনিয়নের পূর্ণ সমর্থন রয়েছে। সংবিধান সংস্কার বিষয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাসও দেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত