Ajker Patrika

বাংলাদেশ-জার্মানির মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৯ আগস্ট ২০২৩, ২২: ৩৪
বাংলাদেশ-জার্মানির মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) এবং জার্মান ফেডারেল অ্যাসোসিয়েশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট অ্যান্ড ফরেন ট্রেডের (বিডব্লিউএ) মধ্যে দ্বিপক্ষীয় সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে। 

গত সোমবার বার্লিনে বিডব্লিউএ অফিসে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। 

বাংলাদেশের পক্ষে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ এবং বিডব্লিউএ বোর্ডের চেয়ারম্যান মাইকেল চুমানের উপস্থিতিতে জার্মানিতে বিডব্লিউএ-এর ফেডারেল ব্যবস্থাপনা পরিচালক আরর্স আনকাফ এবং বিকেএমইএর ভাইস প্রেসিডেন্ট ফজলে শামীম এহসান এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। 

তপন কান্তি ঘোষ জার্মানিতে সফররত প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। বিকেএমইএর পক্ষ থেকে প্রতিনিধিদলে নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেমসহ চার সহসভাপতি ফজলে শামীম এহসান, অমল পোদ্দার, মোহাম্মদ রাশেদ এবং মো. সামসুজ্জামান উপস্থিত আছেন। প্রতিনিধিদলটি অর্থনৈতিক সম্পর্ক বাড়াতে বিভিন্ন ফেডারেল মিনিস্ট্রির সঙ্গে একাধিক উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে অংশগ্রহণ করবে। 

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে সিনিয়র সচিব বৈঠকগুলোর ফলাফল সম্পর্কে তাঁর আশাবাদ ব্যক্ত করেন। দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ককে আরও এগিয়ে নিতে এবং অর্থনৈতিক সহযোগিতার জন্য নতুন দ্বার উন্মোচনের ক্ষেত্রে তিনি গুরুত্বারোপ করেন। আলোচনায় বাণিজ্য নীতি, বিনিয়োগের সম্ভাবনা এবং বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা বিনিময়সহ বিস্তৃত বিষয় অন্তর্ভুক্ত ছিল। 

বাণিজ্যসচিব বলেন, এই সফর এবং পরবর্তী চুক্তিগুলো বাংলাদেশ ও জার্মানির স্থায়ী ও ফলপ্রসূ সম্পর্ক গড়ে তোলার অঙ্গীকার প্রতিফলিত করে যা উভয় দেশের অগ্রগতি ও সমৃদ্ধিতে অবদান রাখবে। 

তপন কান্তি ঘোষ বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে গ্রাজুয়েশনসহ বাংলাদেশের সাম্প্রতিক উন্নয়নের কথা উল্লেখ করেন। বিদ্যমান ইইউ রেগুলেশনে বাংলাদেশ ২০২৬ সালে উন্নয়নশীল দেশ হিসেবে গ্র্যাজুয়েশন হওয়ার পর তিন বছরের জিএসপি উপভোগ করবে। তিনি বিদ্যমান জিএসপির মেয়াদ অন্তত ছয় বছরের জন্য বাড়ানোর অনুরোধ করেন। 

বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার (বাণিজ্যিক) সাইফুল ইসলাম বৈঠক ও চুক্তি স্বাক্ষর আনুষ্ঠানিকতার সমন্বয় করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত