Ajker Patrika

গাইবান্ধার মতো রংপুরে নির্বাচন চায় না কমিশন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৫ নভেম্বর ২০২২, ১৭: ২৬
গাইবান্ধার মতো রংপুরে নির্বাচন চায় না কমিশন

গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে ঘটে যাওয়া অনিয়মের পুনরাবৃত্তি রংপুর সিটি করপোরেশনের ভোটে দেখতে চায় না নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা আজ মঙ্গলবার নিজ দপ্তরে এমন মন্তব্য করেছেন।

নির্বাচন কমিশনার বলেছেন, গাইবান্ধার ঘটনাটি বিচ্ছিন্ন। এমনটা রংপুর সিটি করপোরেশনের ভোটে ঘটবে না বলে আশা প্রকাশ করেন তিনি। 

রাশেদা সুলতানা বলেন, ‘রংপুরের রিটার্নিং কর্মকর্তা, সহকারি রিটার্নিং কর্মকর্তা যার সঙ্গেই কথা হচ্ছে সবাইকে বলেছি আমরা এমন নির্বাচন দেখতে চাই না।’ 

মাঠ প্রশাসনের ভূমিকা প্রসঙ্গে জানতে চাইলে রাশেদা সুলতানা বলেন, মাঠ প্রশাসন নির্বাচনে সহযোগিতা করবে না এটা আমরা বিশ্বাস করি না। কারণ ফরিদপুর-২, জেলা পরিষদসহ কয়েকটি নির্বাচন খুব সুন্দর হয়েছে। মাঠ প্রশাসন আমাদের ভালোভাবেই সহযোগিতা করেছে।

সংবাদ সম্মেলনে গাইবান্ধা-৫ আসনের ভোটে অনিয়মের তদন্ত প্রতিবেদন প্রস্তুত হয়েছে বলে জানান রাশেদা সুলতানা। তবে এ বিষয়ে এখনো কমিশন আলোচনা করেনি। 

রাশেদা সুলতানা বলেন, তদন্ত কমিটি এরই মধ্যে প্রধান নির্বাচন কমিশনারের কাছে প্রতিবেদন জমা দিয়েছে। এখনো জানি না প্রতিবেদনে কি আছে। 

আগামী এক সপ্তাহের মধ্যেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান রাশেদা সুলতানা। 

গাইবান্ধার ঘটনায় অনিয়মের সঙ্গে জড়িতদের কি শাস্তি দেওয়া হবে জানতে চাইলে এই নির্বাচন কমিশনার বলেন, আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

অতিরিক্ত ফি দাবি করায় বিমানবন্দর স্টাফের চোয়াল ভেঙে দিলেন যাত্রী

সখীপুরে সন্তানদের সামনেই ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত