Ajker Patrika

ডোনাল্ড লু ঢাকায়

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৪ মে ২০২৪, ১২: ৫৪
ডোনাল্ড লু ঢাকায়

যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু দুই দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন।  আজ মঙ্গলবার বেলা ১১টার পর কলম্বো থেকে ঢাকায় এসেছেন ডোনাল্ড লু।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ডোনাল্ড লুকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা অনুবিভাগের মহাপরিচালক খন্দকার মাসুদুল আলম। এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। 

প্রসঙ্গত, বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথমবার ঢাকা সফরে এলেন যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ কোনো কর্মকর্তা।

জানা গেছে, ডোনাল্ড লু দ্বিপক্ষীয় মূল বৈঠকটি করবেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। এ দুটি বৈঠকে সরকারকে রাজনৈতিক বার্তা দেওয়ার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না স্থানীয় কূটনীতিকেরা।

সরকারের বাইরে নাগরিক সমাজ ও শ্রমিকের অধিকার নিয়ে কাজ করেন এমন বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে লু মতবিনিময় করবেন।

ডোনাল্ড লু তাঁর সফরে বাংলাদেশে চীনের ক্রমেই বাড়তে থাকা প্রভাব, দ্বিপক্ষীয় বাণিজ্য, মার্কিন বিনিয়োগ, প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা, শ্রমমান, মানবাধিকার ও নাগরিক সমাজের কাজের পরিসরসহ বিভিন্ন বিষয় তুলবেন—এমনটাই মনে করছে কূটনৈতিক সূত্রগুলো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

এক ছাতায় সব নাগরিক সেবা

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত