Ajker Patrika

মনোনয়ন বাতিলে সতর্ক হতে বললেন সিইসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মনোনয়ন বাতিলে সতর্ক হতে বললেন সিইসি

নির্বাচনে কোনো প্রার্থীর মনোনয়ন বাতিলের ক্ষেত্রে রিটার্নিং কর্মকর্তাদের আরও যত্নশীল হয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। এতে নির্বাচন কমিশনের সহযোগিতা হবে বলে মনে করেন তিনি। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এসব কথা বলেন। 
 
সম্প্রতি পাঁচ সিটি করপোরেশনে ভোটের তফসিল ঘোষণা করে কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন কমিশন। এ উপলক্ষে ভোটের রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের প্রশিক্ষণের আয়োজন করে সাংবিধানিক এ সংস্থা। 

কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘রিটার্নিং কর্মকর্তারা যত্নসহকারে আরও সঠিক ও শুদ্ধভাবে মনোনয়নগুলো বাতিল করে থাকে তাহলে সেটা আমাদের জন্য সহযোগিতা হবে। আজ সিটি করপোরেশন নির্বাচনের ট্রেনিং ছিল। আমরা অভিজ্ঞতা থেকে দেখেছি যে, গৃহীত ও প্রত্যাখ্যাত মনোনয়নপত্রের পরে আমাদের কাছে আপিল করা হয়। কিছু কিছু কর্মকর্তা আরেকটু সুচারুভাবে অর্ডার করলে আমাদের পক্ষে সিদ্ধান্ত দিতে সুবিধা হয়।’ 
 
নির্বাচন কমিশন চূড়ান্ত কর্তৃপক্ষ নয় জানিয়ে সিইসি বলেন, ‘আমাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আবার উচ্চ আদালতে আপিল হয়। কাজেই আমরা যে আপিলটা শুনব, আমাদের রিটার্নিং কর্মকর্তারা যে সিদ্ধান্ত দেন তা যদি সঠিক ও শুদ্ধ হয় সেটা উচ্চ আদালতেও সমর্থিত হবে। এটি আমাদের সকলের জন্যই ইতিবাচক। সে জন্য রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা বিশেষ করে নমিনেশন রিজেক্ট করার সময় কোন কোন কারণে করবেন এবং অর্ডারটা কিভাবে লিখবেন সেই বিষয়ে তাদের প্রশিক্ষণ দেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত