কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ রামাদান বলেছেন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ পশ্চিমা দেশগুলোর সহযোগিতায় ইসরায়েল ফিলিস্তিনে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। এই দেশগুলোকেই এখন ফিলিস্তিন সংকটের সমাধান করতে হবে।
আজ বৃহস্পতিবার ঢাকায় জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘ডিক্যাব টক’ শীর্ষক এক আলোচনায় তিনি এ কথা বলেন।
রাষ্ট্রদূত বলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তাঁর ভোটের আগে ফিলিস্তিন সংকটের সমাধান খুঁজবেন বলে ওয়াদা করেছিলেন। তিনি সেই ওয়াদা অনুযায়ী কাজ করলে ৭ অক্টোবরের ঘটনা ঘটতো না।
ইউসেফ রামাদান মনে করেন, বছরের পর বছর প্রভাবশালী মুসলিম রাষ্ট্রগুলোর নিষ্ক্রিয়তায় সুযোগে ইসরায়েল আগ্রাসন চালিয়ে যেতে সাহস পেয়েছে।
ফিলিস্তিনের মানুষদের ওপর দেশটির আগ্রাসন বন্ধে প্রভাবশালী মুসলিম-প্রধান দেশগুলোকে সক্রিয় ভূমিকা পালনের তাগিদ দেন তিনি।
রাষ্ট্রদূত বলেন, গাজায় ইসরায়েলি সৈন্যরা হাজার হাজার শিশু ও নারী-পুরুষ খুন করার কারণে পশ্চিমারা বৈশ্বিক সমর্থন হারিয়ে ফেলায় যুক্তরাজ্য এখন ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথা বলছে।
এই যুক্তরাজ্যের কারণেই ফিলিস্তিনিরা বছরের পর বছর দুরবস্থায় রয়েছে—এমন মন্তব্য করে তিনি বলেন, অনেক দেরিতে হলেও পশ্চিমা দেশগুলো এখন বুঝেছে কী বীভৎস গণহত্যা ইসরায়েল চালিয়ে যাচ্ছে।
তবে মার্কিন প্রেসিডেন্ট চাইলে সহজেই সংকটের সমাধান হবে বলে মনে করেন রাষ্ট্রদূত।
ইউসেফ রামাদান বলেন, আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (আইসিজে) যুদ্ধবিরতি করাতে পারেনি। কারণ তাদের এ সক্ষমতা নেই। তারপরও ফিলিস্তিনিরা আইসিজের সিদ্ধান্তকে স্বাগত জানায়।
ইসরায়েলের বাধায় নিজে দেশে ফিরতে পারছেন না এমন তথ্য দিয়ে রাষ্ট্রদূত বলেন, স্বাধীন ফিলিস্তিনে যেতে না পারলে বাংলাদেশেই থেকে যাবেন তিনি।
ডিক্যাব সভাপতি নুরুল ইসলাম হাসিব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সংগঠনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান অনুষ্ঠানের আলোচনায় অংশ নেন।
ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ রামাদান বলেছেন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ পশ্চিমা দেশগুলোর সহযোগিতায় ইসরায়েল ফিলিস্তিনে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। এই দেশগুলোকেই এখন ফিলিস্তিন সংকটের সমাধান করতে হবে।
আজ বৃহস্পতিবার ঢাকায় জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘ডিক্যাব টক’ শীর্ষক এক আলোচনায় তিনি এ কথা বলেন।
রাষ্ট্রদূত বলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তাঁর ভোটের আগে ফিলিস্তিন সংকটের সমাধান খুঁজবেন বলে ওয়াদা করেছিলেন। তিনি সেই ওয়াদা অনুযায়ী কাজ করলে ৭ অক্টোবরের ঘটনা ঘটতো না।
ইউসেফ রামাদান মনে করেন, বছরের পর বছর প্রভাবশালী মুসলিম রাষ্ট্রগুলোর নিষ্ক্রিয়তায় সুযোগে ইসরায়েল আগ্রাসন চালিয়ে যেতে সাহস পেয়েছে।
ফিলিস্তিনের মানুষদের ওপর দেশটির আগ্রাসন বন্ধে প্রভাবশালী মুসলিম-প্রধান দেশগুলোকে সক্রিয় ভূমিকা পালনের তাগিদ দেন তিনি।
রাষ্ট্রদূত বলেন, গাজায় ইসরায়েলি সৈন্যরা হাজার হাজার শিশু ও নারী-পুরুষ খুন করার কারণে পশ্চিমারা বৈশ্বিক সমর্থন হারিয়ে ফেলায় যুক্তরাজ্য এখন ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথা বলছে।
এই যুক্তরাজ্যের কারণেই ফিলিস্তিনিরা বছরের পর বছর দুরবস্থায় রয়েছে—এমন মন্তব্য করে তিনি বলেন, অনেক দেরিতে হলেও পশ্চিমা দেশগুলো এখন বুঝেছে কী বীভৎস গণহত্যা ইসরায়েল চালিয়ে যাচ্ছে।
তবে মার্কিন প্রেসিডেন্ট চাইলে সহজেই সংকটের সমাধান হবে বলে মনে করেন রাষ্ট্রদূত।
ইউসেফ রামাদান বলেন, আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (আইসিজে) যুদ্ধবিরতি করাতে পারেনি। কারণ তাদের এ সক্ষমতা নেই। তারপরও ফিলিস্তিনিরা আইসিজের সিদ্ধান্তকে স্বাগত জানায়।
ইসরায়েলের বাধায় নিজে দেশে ফিরতে পারছেন না এমন তথ্য দিয়ে রাষ্ট্রদূত বলেন, স্বাধীন ফিলিস্তিনে যেতে না পারলে বাংলাদেশেই থেকে যাবেন তিনি।
ডিক্যাব সভাপতি নুরুল ইসলাম হাসিব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সংগঠনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান অনুষ্ঠানের আলোচনায় অংশ নেন।
চলতি শিক্ষাবর্ষের দুই মাস শেষ হলেও এখনো সব বই হাতে পায়নি স্কুল শিক্ষার্থীরা। অষ্টম ও নবম শ্রেণির এবং ইবতেদায়ি পর্যায়ের কিছু বই এখনো ছাপার অপেক্ষায়। সব মিলিয়ে ৩ কোটি পাঠ্যবই ছাপা বাকি আছে, যার অধিকাংশই মাধ্যমিক পর্যায়ের। আর বিতরণ বাকি সাড়ে ৩ কোটির বেশি পাঠ্যবই। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এ
১ ঘণ্টা আগেপ্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে শুরু হয়েছে পবিত্র রমজানের ছুটি। সব মিলিয়ে ৪০ দিনের মতো বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান। দীর্ঘ এই ছুটিতে বাসায় পড়ার জন্য শিক্ষার্থীদের নির্দেশনা দিয়েছে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান। কিন্তু তাদের হাতে এখনো সব বই পৌঁছায়নি, তাই বাড়ির পড়া নিয়ে চিন্তায় পড়েছে শিক্ষার্থীরা
২ ঘণ্টা আগেসড়ক পরিবহন আইন অনুযায়ী মোটরযান মেরামত কারখানা (ওয়ার্কশপ) চালাতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) লাইসেন্স থাকতে হবে। কিন্তু সারা দেশে ৩৫ হাজারের মতো এমন কারখানা চলছে ওই লাইসেন্স ছাড়াই। আইন অনুযায়ী অবৈধ এসব সারাইখানাকে বিআরটিএ লাইসেন্সের আওতায় আনার কার্যক্রম শুরু
৩ ঘণ্টা আগেশিল্পকলা একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ গত শুক্রবার একাডেমিতে একটি অনুষ্ঠান চলাকালীন একাডেমির সচিবের কাছে লিখিত পদত্যাগপত্র দাখিল করেন। বিষয়টি মন্ত্রণালয়ের নজরে এসেছে। জামিল আহমেদের উল্লিখিত কারণগুলোর মধ্যে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও অর্থ বিভাগের প্রতি কিছু অসত্য, বিভ্রান্তিকর তথ্য ব্যবহৃত হয়ে
৫ ঘণ্টা আগে