Ajker Patrika

যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যকে ফিলিস্তিন সংকট মেটাতে হবে: ফিলিস্তিনের রাষ্ট্রদূত

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যকে ফিলিস্তিন সংকট মেটাতে হবে: ফিলিস্তিনের রাষ্ট্রদূত

ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ রামাদান বলেছেন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ পশ্চিমা দেশগুলোর সহযোগিতায় ইসরায়েল ফিলিস্তিনে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। এই দেশগুলোকেই এখন ফিলিস্তিন সংকটের সমাধান করতে হবে। 

আজ বৃহস্পতিবার ঢাকায় জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘ডিক্যাব টক’ শীর্ষক এক আলোচনায় তিনি এ কথা বলেন। 

রাষ্ট্রদূত বলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তাঁর ভোটের আগে ফিলিস্তিন সংকটের সমাধান খুঁজবেন বলে ওয়াদা করেছিলেন। তিনি সেই ওয়াদা অনুযায়ী কাজ করলে ৭ অক্টোবরের ঘটনা ঘটতো না। 

ইউসেফ রামাদান মনে করেন, বছরের পর বছর প্রভাবশালী মুসলিম রাষ্ট্রগুলোর নিষ্ক্রিয়তায় সুযোগে ইসরায়েল আগ্রাসন চালিয়ে যেতে সাহস পেয়েছে। 

ফিলিস্তিনের মানুষদের ওপর দেশটির আগ্রাসন বন্ধে প্রভাবশালী মুসলিম-প্রধান দেশগুলোকে সক্রিয় ভূমিকা পালনের তাগিদ দেন তিনি। 

রাষ্ট্রদূত বলেন, গাজায় ইসরায়েলি সৈন্যরা হাজার হাজার শিশু ও নারী-পুরুষ খুন করার কারণে পশ্চিমারা বৈশ্বিক সমর্থন হারিয়ে ফেলায় যুক্তরাজ্য এখন ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথা বলছে। 

এই যুক্তরাজ্যের কারণেই ফিলিস্তিনিরা বছরের পর বছর দুরবস্থায় রয়েছে—এমন মন্তব্য করে তিনি বলেন, অনেক দেরিতে হলেও পশ্চিমা দেশগুলো এখন বুঝেছে কী বীভৎস গণহত্যা ইসরায়েল চালিয়ে যাচ্ছে। 

তবে মার্কিন প্রেসিডেন্ট চাইলে সহজেই সংকটের সমাধান হবে বলে মনে করেন রাষ্ট্রদূত। 

ইউসেফ রামাদান বলেন, আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (আইসিজে) যুদ্ধবিরতি করাতে পারেনি। কারণ তাদের এ সক্ষমতা নেই। তারপরও ফিলিস্তিনিরা আইসিজের সিদ্ধান্তকে স্বাগত জানায়। 

ইসরায়েলের বাধায় নিজে দেশে ফিরতে পারছেন না এমন তথ্য দিয়ে রাষ্ট্রদূত বলেন, স্বাধীন ফিলিস্তিনে যেতে না পারলে বাংলাদেশেই থেকে যাবেন তিনি। 

ডিক্যাব সভাপতি নুরুল ইসলাম হাসিব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সংগঠনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান অনুষ্ঠানের আলোচনায় অংশ নেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত