Ajker Patrika

খালেদা জিয়া সুস্থ আছেন, জানালেন ব্যক্তিগত চিকিৎসক 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
খালেদা জিয়া সুস্থ আছেন, জানালেন ব্যক্তিগত চিকিৎসক 

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সুস্থ আছেন। বিষয়টি নিশ্চিত করেছেন খালেদা জিয়া ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. জাহিদ হোসেন। 

বুধবার রাতে গণমাধ্যমকে জাহিদ হোসেন বলেন, বুধবার দুপুর থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বেশ অসুস্থতা বোধ করেন। এ অবস্থায় সন্ধ্যায় ইফতারের পর মেডিকেল বোর্ডের চিকিৎসকেরা তাঁর কিছু পরীক্ষা নিরীক্ষা করেন। তারা খালেদা জিয়াকে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নেন। 

তবে প্রয়োজন হলে যে কোন সময় হাসপাতালে নিয়ে যাওয়া লাগতে পারে বলে জানান জাহিদ হোসেন।

বর্তমানে আগের চেয়ে খালেদা জিয়া  সুস্থতা বোধ করছেন বলেও জানান জাহিদ।

উল্লেখ্য, মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, খালেদা জিয়াকে ১৩ মার্চ এভারকেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। শারীরিক কিছু পরীক্ষা-নিরীক্ষা শেষে ১৪ মার্চ গুলশানের বাসভবন ফিরোজায় ফেরেন তিনি।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর থেকে তাঁর অসুস্থতা বাড়া-কমার মধ্যে রয়েছে। করোনা মহামারির সময় ২০২০ সালের ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে শর্ত সাপেক্ষে মুক্তি পেয়ে বাসায় ফেরেন তিনি। এরপর বেশ কয়েকবার হাসপাতালে যান। সবশেষ গত বছরের মাঝামাঝি সময়ে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

অতিরিক্ত ফি দাবি করায় বিমানবন্দর স্টাফের চোয়াল ভেঙে দিলেন যাত্রী

সখীপুরে সন্তানদের সামনেই ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত