Ajker Patrika

রাশিয়া থেকে খাদ্যপণ্য আমদানি করতে চায় বাংলাদেশ: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাশিয়া থেকে খাদ্যপণ্য আমদানি করতে চায় বাংলাদেশ: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘বাংলাদেশ রাশিয়া থেকে খাদ্যপণ্য আমদানি করতে চায়। রাশিয়ার সঙ্গে লেনদেনে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা থাকলেও খাদ্যপণ্য আমদানিতে কোনো বাধা নেই।’ আজ বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। 

বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগে দেশের খাদ্য আমদানি ও মজুত এবং ইউক্রেন-রাশিয়া থেকে আমদানির সমস্যা নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, প্রধানমন্ত্রীর বেসরকারি বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান ও দেশের বিভিন্ন খাতের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাণিজ্যমন্ত্রী রাশিয়া থেকে খাদ্যপণ্য আমদানির প্রসঙ্গটি জানান।

টিপু মুনশি বলেন, ‘রাশিয়া ও ইউক্রেন থেকে খাদ্য আমদানিতে সমস্যা এবং দেশের সার্বিক খাদ্য পরিস্থিতি নিয়ে আজকের বৈঠকে আলোচনা হয়েছে। আমরা সবাইকে জানাতে চাই যে, রাশিয়া ও ইউক্রেন থেকে খাদ্য আমদানিতে কোনো সমস্যা নেই। অতএব ভয় পাওয়ার কোনো কারণ নেই।’ 

রাশিয়ার সঙ্গে আমদানি ব্যয় মেটানোর ব্যাপারে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বিশ্বের ২৪টি ব্যাংকের সঙ্গে রাশিয়ার লেনদেন রয়েছে। সেসব ব্যাংকের মাধ্যমে রাশিয়া থেকে আমদানি করা খাদ্যের অর্থ ডলারে পরিশোধ করা যাবে।’ 

অন্যদিকে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘আমরা আজ স্বস্তিদায়ক আমদানি ও স্বস্তিদায়ক পরিশোধ ব্যবস্থা নিয়ে আলোচনা করেছি। ধারাবাহিকভাবে দেশে গম, চাল আসতে থাকবে।’ 

চালের দাম নিয়ে সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘আগামী ১ সেপ্টেম্বর থেকে সারা দেশে ব্যাপক পরিসরে ওএমএসসহ খাদ্যবান্ধব বিভিন্ন কর্মসূচি শুরু হচ্ছে। এসব কর্মসূচির আওতায় টিসিবির কার্ডধারীরাও ১০ কেজি করে সুলভ মূল্যে চাল কিনতে পারবেন। খাদ্যবান্ধব এসব কর্মসূচির কারণে শিগগিরই চালের দাম কবে আসবে এবং বাজার স্থিতিশীল হয়ে যাবে।’ 

জ্বালানি তেল ও সার আমদানি
প্রধানমন্ত্রীর বেসরকারি বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, ‘সরকার যেখান তেল পাবে, সেখান থেকে আমদানি করবে। রাশিয়া থেকে খাদ্য, সার আমদানির ওপর নিষেধাজ্ঞা নেই। তাই ডলারে এসব পণ্য আমদানি-রপ্তানিতে সমস্যা নেই।’ 

রাশিয়ায় ওষুধ রপ্তানির সম্ভাবনা নিয়ে সালমান এফ রহমান বলেন, ‘নিষেধাজ্ঞার কারণে রাশিয়ায় ওষুধ সংকট দেখা দিয়েছে। সেখানে ওষুধ রপ্তানি নিয়ে আলোচনা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত