নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ভূমি জরিপে অনিয়মের কারণে সারা দেশে মানুষের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। অনেকের অভিযোগ কাগজপত্র থাকার পরেও জমি খাস খতিয়ানে তালিকাভুক্ত হয়। তবে, ভুক্তভোগী হিসাবে অভিযোগ করেছেন ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মকবুল হোসেন। তাঁর দাবি জমির সঠিক কাগজপত্র থাকার পরেও অর্ধেক জমি খাস হয়ে গেছে।
ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির কার্যবিবরণী সূত্রে এ তথ্য জানা গেছে। গত ৪ আগস্ট অনুষ্ঠিত কমিটির বৈঠকের কার্যবিবরণী বৃহস্পতিবার অনুষ্ঠিত বৈঠকে অনুমোদন দেওয়া হয়।
ওই বৈঠকে কমিটির সভাপতি ও পাবনা-৩ আসনের সরকার দলীয় সংসদ সদস্য মকবুল হোসেন বলেন, ভূমি জরিপে অনিয়মের কারণে সারা দেশের মানুষ নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছে।
কমিটির সভাপতি বলেন, ‘আমার নিজের জমির কাগজপত্র সঠিক থাকা সত্ত্বেও অর্ধেক জমি খাস হয়ে গেছে। জেলা প্রশাসকের কার্যালয়ে সিএস ও এসএ রেকর্ডের সার্টিফাইড কপি নিতে গেলে জানানো হয় আমার কাগজ ছেঁড়া। এসি (ল্যান্ড) অফিসে নব নিয়োগকৃত কর্মকর্তা দুটি উপজেলার দায়িত্ব নিয়ে কাজ করছেন।’
মকবুল হোসেন বলেন, কাউকে যেন ভবিষ্যতে এ ধরনের সমস্যার সম্মুখীন না হতে হয় সেটা নিশ্চিত করা দরকার। ডিজিটাল জরিপ হলে দুর্নীতির মাধ্যমে সৃষ্ট সমস্যাগুলো ভবিষ্যতে হবে না। তবে যাতে কোনো যান্ত্রিক ত্রুটি না থাকে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।
বৈঠকে ভূমি মন্ত্রণালয়ের সচিব বলেন, সারা দেশের ৮টি বিভাগের মৌজা ম্যাপ ডিজিটাইজ করার উদ্যোগ ইতিমধ্যে নেওয়া হয়েছে। এ জন্য দুটি স্যাটেলাইট ইমেজ কেনার চুক্তি করা হয়েছে। আগামী দুই-তিন মাসের মধ্যে একটি ইমেজ পাওয়া যাবে। মৌজা ম্যাপগুলো ডিজিটাইজ হওয়ার পরে ইমেজ স্থাপন করা হলে ঘরে বসেই সারা দেশের ভূমির শ্রেণি দেখা যাবে। পরবর্তী সময়ে একটি আপডেটেড ইমেজ মৌজা ম্যাপ স্থাপন করলে কোন জমির কী কী পরিবর্তন ঘটেছে, সে-বিষয়ে সিস্টেম থেকে স্বয়ংক্রিয়ভাবে নোটিশ পাওয়া যাবে। পটুয়াখালীতে একটি পাইলট প্রকল্প ভূমিমন্ত্রী উদ্বোধন করছেন বলেও জানান তিনি।
ভূমি মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়নাধীন ‘ভূমি ব্যবস্থাপনা অটোমেশন শীর্ষক প্রকল্প’ এর অগ্রগতি পর্যালোচনা। বৈঠকে ২০২০-২১ হতে ২০২২-২৩ অর্থ বছরে অগ্রগতির প্রতিবেদন উপস্থাপন করা হয়।
সেখানে বলা হয় উপযুক্ত আইটি পরামর্শক না পাওয়ায় নিয়োগ দেওয়া সম্ভব হয়নি। তবে, পরিকল্পনা কমিশনের অনুমতি সাপেক্ষ আইটি পরামর্শক ফার্ম নিয়োগের বিষয়টি সম্পন্ন হয়েছে।
সংসদ সচিবালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে ভূমি সংক্রান্ত যাবতীয় জটিলতা নিরসন করে আধুনিক সেবা নিশ্চিত করার জন্য ভূমি মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়নাধীন ‘ভূমি ব্যবস্থাপনা অটোমেশন শীর্ষক প্রকল্প’ এর মাধ্যমে সারা দেশে ভূমির প্রকৃত মালিকানা নির্ধারণ, ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে মৌজা ভিত্তিক শ্রেণি বৈষম্য দূরীকরণে মূল্য পুণনির্ধারণ, দেবোত্তর সম্পত্তির যথাযথ নিশ্চয়তা বিধান, রেজিস্ট্রেশন, খারিজ-খাজনা, নামজারি ইত্যাদি ক্ষেত্রে সচেতনতা অবলম্বন করে সাধারণ মানুষের জন্য সহজ সেবামূলক কার্যক্রম গ্রহণের সুপারিশ করা হয়।
সাব-কমিটির প্রতিবেদনের প্রেক্ষিতে সড়ক জনপথ বিভাগের অধিকাংশ জমি গাজীপুর জেলার কতিপয় ব্যক্তি অনিয়মিতভাবে ভোগ-দখল ও রেজিস্ট্রি-নামজারির সঙ্গে জড়িতদের নামের তালিকা পরবর্তী বৈঠকে পেশ করার জন্য মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়। বৈঠকে ভূমি সংক্রান্ত কাজে নিয়োজিত প্রকল্পসমূহের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে মিতব্যয়ী হওয়ার অনুরোধ করা হয়।
কমিটির সভাপতি মকবুল হোসেনের সভাপতিত্বে বৈঠকে আরও অংশগ্রহণ করেন কমিটি সদস্য ও ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, মনোরঞ্জন শীল গোপাল, শাহজাহান মিয়া, আনোয়ারুল আজীম (আনার), উম্মে ফাতেমা নাজমা বেগম, আমিনুল ইসলাম এবং খান আহমেদ শুভ।
ভূমি জরিপে অনিয়মের কারণে সারা দেশে মানুষের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। অনেকের অভিযোগ কাগজপত্র থাকার পরেও জমি খাস খতিয়ানে তালিকাভুক্ত হয়। তবে, ভুক্তভোগী হিসাবে অভিযোগ করেছেন ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মকবুল হোসেন। তাঁর দাবি জমির সঠিক কাগজপত্র থাকার পরেও অর্ধেক জমি খাস হয়ে গেছে।
ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির কার্যবিবরণী সূত্রে এ তথ্য জানা গেছে। গত ৪ আগস্ট অনুষ্ঠিত কমিটির বৈঠকের কার্যবিবরণী বৃহস্পতিবার অনুষ্ঠিত বৈঠকে অনুমোদন দেওয়া হয়।
ওই বৈঠকে কমিটির সভাপতি ও পাবনা-৩ আসনের সরকার দলীয় সংসদ সদস্য মকবুল হোসেন বলেন, ভূমি জরিপে অনিয়মের কারণে সারা দেশের মানুষ নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছে।
কমিটির সভাপতি বলেন, ‘আমার নিজের জমির কাগজপত্র সঠিক থাকা সত্ত্বেও অর্ধেক জমি খাস হয়ে গেছে। জেলা প্রশাসকের কার্যালয়ে সিএস ও এসএ রেকর্ডের সার্টিফাইড কপি নিতে গেলে জানানো হয় আমার কাগজ ছেঁড়া। এসি (ল্যান্ড) অফিসে নব নিয়োগকৃত কর্মকর্তা দুটি উপজেলার দায়িত্ব নিয়ে কাজ করছেন।’
মকবুল হোসেন বলেন, কাউকে যেন ভবিষ্যতে এ ধরনের সমস্যার সম্মুখীন না হতে হয় সেটা নিশ্চিত করা দরকার। ডিজিটাল জরিপ হলে দুর্নীতির মাধ্যমে সৃষ্ট সমস্যাগুলো ভবিষ্যতে হবে না। তবে যাতে কোনো যান্ত্রিক ত্রুটি না থাকে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।
বৈঠকে ভূমি মন্ত্রণালয়ের সচিব বলেন, সারা দেশের ৮টি বিভাগের মৌজা ম্যাপ ডিজিটাইজ করার উদ্যোগ ইতিমধ্যে নেওয়া হয়েছে। এ জন্য দুটি স্যাটেলাইট ইমেজ কেনার চুক্তি করা হয়েছে। আগামী দুই-তিন মাসের মধ্যে একটি ইমেজ পাওয়া যাবে। মৌজা ম্যাপগুলো ডিজিটাইজ হওয়ার পরে ইমেজ স্থাপন করা হলে ঘরে বসেই সারা দেশের ভূমির শ্রেণি দেখা যাবে। পরবর্তী সময়ে একটি আপডেটেড ইমেজ মৌজা ম্যাপ স্থাপন করলে কোন জমির কী কী পরিবর্তন ঘটেছে, সে-বিষয়ে সিস্টেম থেকে স্বয়ংক্রিয়ভাবে নোটিশ পাওয়া যাবে। পটুয়াখালীতে একটি পাইলট প্রকল্প ভূমিমন্ত্রী উদ্বোধন করছেন বলেও জানান তিনি।
ভূমি মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়নাধীন ‘ভূমি ব্যবস্থাপনা অটোমেশন শীর্ষক প্রকল্প’ এর অগ্রগতি পর্যালোচনা। বৈঠকে ২০২০-২১ হতে ২০২২-২৩ অর্থ বছরে অগ্রগতির প্রতিবেদন উপস্থাপন করা হয়।
সেখানে বলা হয় উপযুক্ত আইটি পরামর্শক না পাওয়ায় নিয়োগ দেওয়া সম্ভব হয়নি। তবে, পরিকল্পনা কমিশনের অনুমতি সাপেক্ষ আইটি পরামর্শক ফার্ম নিয়োগের বিষয়টি সম্পন্ন হয়েছে।
সংসদ সচিবালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে ভূমি সংক্রান্ত যাবতীয় জটিলতা নিরসন করে আধুনিক সেবা নিশ্চিত করার জন্য ভূমি মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়নাধীন ‘ভূমি ব্যবস্থাপনা অটোমেশন শীর্ষক প্রকল্প’ এর মাধ্যমে সারা দেশে ভূমির প্রকৃত মালিকানা নির্ধারণ, ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে মৌজা ভিত্তিক শ্রেণি বৈষম্য দূরীকরণে মূল্য পুণনির্ধারণ, দেবোত্তর সম্পত্তির যথাযথ নিশ্চয়তা বিধান, রেজিস্ট্রেশন, খারিজ-খাজনা, নামজারি ইত্যাদি ক্ষেত্রে সচেতনতা অবলম্বন করে সাধারণ মানুষের জন্য সহজ সেবামূলক কার্যক্রম গ্রহণের সুপারিশ করা হয়।
সাব-কমিটির প্রতিবেদনের প্রেক্ষিতে সড়ক জনপথ বিভাগের অধিকাংশ জমি গাজীপুর জেলার কতিপয় ব্যক্তি অনিয়মিতভাবে ভোগ-দখল ও রেজিস্ট্রি-নামজারির সঙ্গে জড়িতদের নামের তালিকা পরবর্তী বৈঠকে পেশ করার জন্য মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়। বৈঠকে ভূমি সংক্রান্ত কাজে নিয়োজিত প্রকল্পসমূহের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে মিতব্যয়ী হওয়ার অনুরোধ করা হয়।
কমিটির সভাপতি মকবুল হোসেনের সভাপতিত্বে বৈঠকে আরও অংশগ্রহণ করেন কমিটি সদস্য ও ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, মনোরঞ্জন শীল গোপাল, শাহজাহান মিয়া, আনোয়ারুল আজীম (আনার), উম্মে ফাতেমা নাজমা বেগম, আমিনুল ইসলাম এবং খান আহমেদ শুভ।
কৃষি খাতে রাষ্ট্রীয় ভর্তুকি বিতরণে স্বচ্ছতার জন্য কৃষকদের স্মার্ট কার্ডের আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। এর জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) ইতিমধ্যে পার্টনার প্রকল্পের আওতায় ‘কৃষক স্মার্ট কার্ড নীতিমালা, ২০২৫’-এর খসড়া তৈরি করেছে। গত ৩০ জানুয়ারি ছিল এ বিষয়ে অংশীজনদের মতামত জানানোর শেষ দিন।
২ ঘণ্টা আগেহাবিব হোটেল ইন্টারন্যাশনাল ও মরিয়ম কনস্ট্রাকশনের নামে তিন ব্যাংক থেকে ঋণ নিয়েছেন আলম আহমেদ। সেই টাকায় রাজধানীর তেজগাঁওয়ে গড়ে তুলেছেন তারকা হোটেল ‘হলিডে ইন’। বছরের পর বছর হোটেল ব্যবসাও করছে, কিন্তু ব্যাংকের ঋণের টাকা পরিশোধ করেননি। তিন ব্যাংকের প্রায় দেড় হাজার কোটি টাকা পরিশোধ না করে পাড়ি...
২ ঘণ্টা আগেগতকাল শুক্রবার ছিল ছুটির দিন। তাই রাজধানীর বাংলাবাজারের সৃজনশীল প্রকাশনীগুলো বন্ধ থাকার কথা। কিন্তু পরদিন থেকে বইমেলার শুরু; এ কারণে প্রকাশকদের ব্যস্ততার শেষ নেই। পিকআপ ও ভ্যানে ওঠানো হচ্ছে নতুন বই। ছাপা, বাঁধাইয়ের কর্মী, শ্রমিক সবাই ব্যস্ত প্রথম দিনে নতুন বই পাঠকের সামনে তুলে ধরার কাজে। গতকাল রাতভ
৭ ঘণ্টা আগেজ্বালানি তেলের দাম লিটারে এক টাকা বেড়েছে। ১ ফেব্রুয়ারি থেকে নতুন এই দাম কার্যকর হবে বলে জানিয়েছে জ্বালানি বিভাগ। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ১ টাকা বেড়ে ১০৫ টাকা, কেরোসিন ১০৪ টাকা থেকে ১০৫ টাকা এবং অকটেন ১২৬ টাকা ও পেট্রল ১২২ টাকায় পুনর্নির্ধারণ করা হয়েছে...
১৩ ঘণ্টা আগে