কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জাতিসংঘের সহযোগিতা নেওয়ার কোনো প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আজ সোমবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস সাক্ষাৎ করতে আসেন। সাক্ষাৎ শেষে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের কথা বলেন।
জাতিসংঘের কোনো সহযোগিতা আমাদের নেওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ আমরা যথেষ্ট পরিপক্ব—এ কথা উল্লেখ করে মন্ত্রী আব্দুল মোমেন বলেন, ‘সুন্দর, স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন কমিশনসহ যেসব প্রতিষ্ঠান দরকার, সেগুলো বাংলাদেশে মোটামুটি তৈরি করা হয়েছে। স্বচ্ছ ও বায়োমেট্রিক ভোটার তালিকা তৈরি করা হয়েছে, যাতে কোনো ভুয়া ভোট না হয়। তবে নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক নিয়ে সরকারের কোনো আপত্তি নেই।’
ঢাকায় একটি বিদেশি কূটনৈতিক সূত্র বলছে, আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশীদারত্বের ভিত্তিতে করার ওপর জোর দিয়ে ঢাকায় পশ্চিমা দেশগুলোর কূটনীতিকেরা ক্ষমতাসীন আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি এবং সরকারের বিভিন্ন মহলে কথা বলছেন। এই প্রেক্ষাপটে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের আবাসিক প্রতিনিধির বৈঠকটি গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
জাতিসংঘ আবাসিক প্রতিনিধির সঙ্গে আলোচনায় প্রথম আলোর সম্পাদকের বিরুদ্ধে মামলা এবং পত্রিকাটির এক সাংবাদিককে গ্রেপ্তারের প্রসঙ্গটিও আসে বলে কূটনৈতিক সূত্র জানায়।
পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল শনিবার এক বিবৃতিতে বলেছে, প্রতারণামূলক সংবাদে শিশুকে ব্যবহারের অভিযোগে প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামসকে গ্রেপ্তার করা হয়েছে। সাংবাদিকের বিরুদ্ধে ‘শিশুকে ব্যবহারের’ বিষয়টি কী করে এল—সাংবাদিকদের এমন প্রশ্নে আব্দুল মোমেন বলে, ‘প্রথম আলোয় প্রকাশিত ছবি দেখে।’
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যে সাংবাদিক গ্রেপ্তার হয়েছেন, তিনি বাংলাদেশের স্বাধীনতা নিয়ে তামাশা করেছেন। এটা জনগণ কখনো গ্রহণ করবে না। অপরাধ করে সাংবাদিক পরিচয় দিয়ে পার পাওয়া যাবে না। অপরাধ করলে শাস্তি পেতে হবে।’
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জাতিসংঘের সহযোগিতা নেওয়ার কোনো প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আজ সোমবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস সাক্ষাৎ করতে আসেন। সাক্ষাৎ শেষে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের কথা বলেন।
জাতিসংঘের কোনো সহযোগিতা আমাদের নেওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ আমরা যথেষ্ট পরিপক্ব—এ কথা উল্লেখ করে মন্ত্রী আব্দুল মোমেন বলেন, ‘সুন্দর, স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন কমিশনসহ যেসব প্রতিষ্ঠান দরকার, সেগুলো বাংলাদেশে মোটামুটি তৈরি করা হয়েছে। স্বচ্ছ ও বায়োমেট্রিক ভোটার তালিকা তৈরি করা হয়েছে, যাতে কোনো ভুয়া ভোট না হয়। তবে নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক নিয়ে সরকারের কোনো আপত্তি নেই।’
ঢাকায় একটি বিদেশি কূটনৈতিক সূত্র বলছে, আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশীদারত্বের ভিত্তিতে করার ওপর জোর দিয়ে ঢাকায় পশ্চিমা দেশগুলোর কূটনীতিকেরা ক্ষমতাসীন আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি এবং সরকারের বিভিন্ন মহলে কথা বলছেন। এই প্রেক্ষাপটে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের আবাসিক প্রতিনিধির বৈঠকটি গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
জাতিসংঘ আবাসিক প্রতিনিধির সঙ্গে আলোচনায় প্রথম আলোর সম্পাদকের বিরুদ্ধে মামলা এবং পত্রিকাটির এক সাংবাদিককে গ্রেপ্তারের প্রসঙ্গটিও আসে বলে কূটনৈতিক সূত্র জানায়।
পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল শনিবার এক বিবৃতিতে বলেছে, প্রতারণামূলক সংবাদে শিশুকে ব্যবহারের অভিযোগে প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামসকে গ্রেপ্তার করা হয়েছে। সাংবাদিকের বিরুদ্ধে ‘শিশুকে ব্যবহারের’ বিষয়টি কী করে এল—সাংবাদিকদের এমন প্রশ্নে আব্দুল মোমেন বলে, ‘প্রথম আলোয় প্রকাশিত ছবি দেখে।’
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যে সাংবাদিক গ্রেপ্তার হয়েছেন, তিনি বাংলাদেশের স্বাধীনতা নিয়ে তামাশা করেছেন। এটা জনগণ কখনো গ্রহণ করবে না। অপরাধ করে সাংবাদিক পরিচয় দিয়ে পার পাওয়া যাবে না। অপরাধ করলে শাস্তি পেতে হবে।’
অমর একুশে বইমেলা ২০২৫ উদ্বোধন করা হয়েছে গতকাল শনিবার বিকেল ৩টায়। প্রধান উপদেষ্টা মেলা দেখে যেতে যেতে সাড়ে ৪টা। কিন্তু দর্শনার্থী আর পাঠক আগেই হাজির মেলা ফটকে। নতুন বইয়ের গন্ধ নিতে আর যেন তর সইছিল না। অনুমতি মিলতেই হুড়মুড় করে ঢুকে পড়লেন সবাই।
৬ ঘণ্টা আগেপ্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ বিকেলে অমর একুশে বইমেলা-২০২৫-এর উদ্বোধন করেছেন। এ উপলক্ষে ঢাকায় বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে অর্জিত বিজয় নিয়ে এসেছে ‘নতুন বাংলাদেশ’ গড়ার ইস্পাত-কঠোর প্রতিজ্ঞা। তাই মহান আত্মত্যাগের মাধ্যমে
১০ ঘণ্টা আগে৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের কয়েক ঘণ্টা আগে ঢাকা মহানগরীর চানখাঁরপুল এলাকায় পুলিশের গুলিতে শাহাদাতবরণ করে দশম শ্রেণির ছাত্র শাহরিয়ার খান আনাস। একটি বুলেট তার বুকের বাঁ পাশ দিয়ে ঢুকে পিঠ ভেদ করে বেরিয়ে যায়। আনাস সেদিন সকালে ঘুম থেকে উঠে গোসল করে পড়ার টেবিলে মাকে উদ্দেশ করে একটি চিঠি লেখে বাসা থেকে
১১ ঘণ্টা আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত রোগীদের চিকিৎসায় বিদেশ থেকে চিকিৎসক আনা হচ্ছে। এ জন্য নির্দিষ্ট বরাদ্দ দিয়েছে সরকার। বরাদ্দের সিংহভাগ অর্থ যাতে চিকিৎসার কাজে ব্যয় করা যায়, তার জন্য বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের কর মওকুফ চায় সরকার। গত ২৮ জানুয়ারি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে এ দাবি জানিয়েছে মুক্তি
১৩ ঘণ্টা আগে