কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জাতিসংঘের সহযোগিতা নেওয়ার কোনো প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আজ সোমবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস সাক্ষাৎ করতে আসেন। সাক্ষাৎ শেষে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের কথা বলেন।
জাতিসংঘের কোনো সহযোগিতা আমাদের নেওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ আমরা যথেষ্ট পরিপক্ব—এ কথা উল্লেখ করে মন্ত্রী আব্দুল মোমেন বলেন, ‘সুন্দর, স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন কমিশনসহ যেসব প্রতিষ্ঠান দরকার, সেগুলো বাংলাদেশে মোটামুটি তৈরি করা হয়েছে। স্বচ্ছ ও বায়োমেট্রিক ভোটার তালিকা তৈরি করা হয়েছে, যাতে কোনো ভুয়া ভোট না হয়। তবে নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক নিয়ে সরকারের কোনো আপত্তি নেই।’
ঢাকায় একটি বিদেশি কূটনৈতিক সূত্র বলছে, আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশীদারত্বের ভিত্তিতে করার ওপর জোর দিয়ে ঢাকায় পশ্চিমা দেশগুলোর কূটনীতিকেরা ক্ষমতাসীন আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি এবং সরকারের বিভিন্ন মহলে কথা বলছেন। এই প্রেক্ষাপটে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের আবাসিক প্রতিনিধির বৈঠকটি গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
জাতিসংঘ আবাসিক প্রতিনিধির সঙ্গে আলোচনায় প্রথম আলোর সম্পাদকের বিরুদ্ধে মামলা এবং পত্রিকাটির এক সাংবাদিককে গ্রেপ্তারের প্রসঙ্গটিও আসে বলে কূটনৈতিক সূত্র জানায়।
পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল শনিবার এক বিবৃতিতে বলেছে, প্রতারণামূলক সংবাদে শিশুকে ব্যবহারের অভিযোগে প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামসকে গ্রেপ্তার করা হয়েছে। সাংবাদিকের বিরুদ্ধে ‘শিশুকে ব্যবহারের’ বিষয়টি কী করে এল—সাংবাদিকদের এমন প্রশ্নে আব্দুল মোমেন বলে, ‘প্রথম আলোয় প্রকাশিত ছবি দেখে।’
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যে সাংবাদিক গ্রেপ্তার হয়েছেন, তিনি বাংলাদেশের স্বাধীনতা নিয়ে তামাশা করেছেন। এটা জনগণ কখনো গ্রহণ করবে না। অপরাধ করে সাংবাদিক পরিচয় দিয়ে পার পাওয়া যাবে না। অপরাধ করলে শাস্তি পেতে হবে।’
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জাতিসংঘের সহযোগিতা নেওয়ার কোনো প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আজ সোমবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস সাক্ষাৎ করতে আসেন। সাক্ষাৎ শেষে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের কথা বলেন।
জাতিসংঘের কোনো সহযোগিতা আমাদের নেওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ আমরা যথেষ্ট পরিপক্ব—এ কথা উল্লেখ করে মন্ত্রী আব্দুল মোমেন বলেন, ‘সুন্দর, স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন কমিশনসহ যেসব প্রতিষ্ঠান দরকার, সেগুলো বাংলাদেশে মোটামুটি তৈরি করা হয়েছে। স্বচ্ছ ও বায়োমেট্রিক ভোটার তালিকা তৈরি করা হয়েছে, যাতে কোনো ভুয়া ভোট না হয়। তবে নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক নিয়ে সরকারের কোনো আপত্তি নেই।’
ঢাকায় একটি বিদেশি কূটনৈতিক সূত্র বলছে, আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশীদারত্বের ভিত্তিতে করার ওপর জোর দিয়ে ঢাকায় পশ্চিমা দেশগুলোর কূটনীতিকেরা ক্ষমতাসীন আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি এবং সরকারের বিভিন্ন মহলে কথা বলছেন। এই প্রেক্ষাপটে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের আবাসিক প্রতিনিধির বৈঠকটি গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
জাতিসংঘ আবাসিক প্রতিনিধির সঙ্গে আলোচনায় প্রথম আলোর সম্পাদকের বিরুদ্ধে মামলা এবং পত্রিকাটির এক সাংবাদিককে গ্রেপ্তারের প্রসঙ্গটিও আসে বলে কূটনৈতিক সূত্র জানায়।
পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল শনিবার এক বিবৃতিতে বলেছে, প্রতারণামূলক সংবাদে শিশুকে ব্যবহারের অভিযোগে প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামসকে গ্রেপ্তার করা হয়েছে। সাংবাদিকের বিরুদ্ধে ‘শিশুকে ব্যবহারের’ বিষয়টি কী করে এল—সাংবাদিকদের এমন প্রশ্নে আব্দুল মোমেন বলে, ‘প্রথম আলোয় প্রকাশিত ছবি দেখে।’
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যে সাংবাদিক গ্রেপ্তার হয়েছেন, তিনি বাংলাদেশের স্বাধীনতা নিয়ে তামাশা করেছেন। এটা জনগণ কখনো গ্রহণ করবে না। অপরাধ করে সাংবাদিক পরিচয় দিয়ে পার পাওয়া যাবে না। অপরাধ করলে শাস্তি পেতে হবে।’
দেশে বিদেশিদের কর্মসংস্থানে লাগাম টানতে চাইছে অন্তর্বর্তী সরকার। এ জন্য বাংলাদেশিরা করতে সক্ষম, এমন কাজে বিদেশিদের সুযোগ না দেওয়া, অন অ্যারাইভাল ভিসা সীমিত করা, বিদেশি কর্মীদের বিদ্যমান ওয়ার্ক পারমিটের মেয়াদ না বাড়ানো, ভিসার সঙ্গে কাজের অমিল এবং অপরাধের সঙ্গে জড়িত থাকলে কালো তালিকাভুক্ত করে...
৬ ঘণ্টা আগেআন্দোলনের মুখে কৃষি ডিপ্লোমাধারী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য শিক্ষা মন্ত্রণালয়ে স্বতন্ত্র একটি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনের প্রস্তাব পাঠিয়েছে কৃষি মন্ত্রণালয়। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এই প্রস্তাব পর্যালোচনা করে পদক্ষেপ নেবে।
৭ ঘণ্টা আগেবাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস কাতারি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। বুধবার (২৩ এপ্রিল) কাতার ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক বিনিয়োগ সম্ভাবনা নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
৮ ঘণ্টা আগেপোপ ফ্রান্সিসের মৃত্যুতে তিন দিন রাষ্ট্রীয় শোক পালন করবে বাংলাদেশ। ২৪ থেকে ২৬ এপ্রিল এই শোক পালন করা হবে। বুধবার (২৩ এপ্রিল) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে।
৯ ঘণ্টা আগে