বিশেষ প্রতিনিধি, ঢাকা
জাহাজ ও কনটেইনার সংকটে তৈরি পোশাক রপ্তানি নিয়ে অচলাবস্থায় উদ্বেগ প্রকাশ করেছেন পোশাক খাতের উদ্যোক্তারা। তাঁরা জাহাজ ও কনটেইনারের বৈশ্বিক সংকট কাটাতে সম্ভাব্য করণীয় নিয়ে নিজেরা আলোচনা করেছেন এবং সরকারকেও বেশ কিছু প্রস্তাব দেবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। সমস্যার দ্রুত সমাধানে তাঁরা চট্টগ্রাম বন্দরে ১০টির বদলে ১২টি জাহাজের পণ্য খালাসের সুযোগ চান।
একই সঙ্গে বেসরকারি আইসিডিতে পোশাকবোঝাই কনটেইনারের একটি অংশ আপাতত চট্টগ্রাম বন্দরে রাখার সুযোগও চান। পোশাকমালিকদের সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ ও এর সঙ্গে জড়িত কয়েকটি ব্যবসায়ী ও সেবাদাতা প্রতিষ্ঠানের নেতারা গতকাল মঙ্গলবার বিকেলে গুলশানে বিজিএমইএর অস্থায়ী কার্যালয়ে জরুরি বৈঠকে বসেন। আজ বুধবার সকালে নৌপরিবহন মন্ত্রণালয়ে আয়োজিত আরেকটি জরুরি বৈঠকে এসব প্রস্তাব আনুষ্ঠানিকভাবে তুলে ধরা হবে বলে বৈঠক সূত্র জানায়।
এ ব্যাপারে বিকেএমইএর সিনিয়র সহসভাপতি মোহাম্মদ হাতেম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা নিজেরা বসেছি এবং আলোচনা করেছি। আসলে এটা বৈশ্বিক সমস্যা। তারপরও নিজেরা যতটুকু সম্ভব এ সমস্যার সমাধানে কী করা যায়, তা নিয়ে কথা বলেছি।’ তিনি জানান, ‘একদিকে কনটেইনার ও জাহাজ সংকটে পণ্য পাঠানো যাচ্ছে না, অন্যদিকে ভাড়া বেড়ে গেছে কয়েক গুণ। আগে আমেরিকাতে ৪০ ফুটের একটি কনটেইনার পাঠাতে খরচ হতো সর্বোচ্চ ৩ হাজার ডলার। আর এখন তা লাগছে ১২ থেকে ১৫ হাজার ডলার। আর ইউরোপে তা লাগছে ১০ থেকে ১২ হাজার ডলার।’
মোহাম্মদ হাতেম বলেন, বর্তমানে ৪০ ফুটের কনটেইনারের বেশি সংকট চলছে। সাধারণত এসব কনটেইনারেই পোশাক রপ্তানি করা হয়। আমাদের প্রায় ১৪ হাজার পোশাকবোঝাই কনটেইনার এ মুহূর্তে বেসরকারি আইসিডিতে পড়ে রয়েছে। সেখানে ঢোকানোর জায়গা নেই।
এদিকে, জাহাজ ও কনটেইনার সংকটে রপ্তানি অচলাবস্থার বিষয়ে আজ সকালে জরুরি বৈঠক ডেকেছে নৌপরিবহন মন্ত্রণালয়। জাহাজ ও কনটেইনার সংকটে তৈরি পোশাক রপ্তানি নিয়ে অচলাবস্থায় উদ্বেগ প্রকাশ করেছেন পোশাক খাতের উদ্যোক্তারা। তাঁরা জাহাজ ও কনটেইনারের বৈশ্বিক সংকট কাটাতে সম্ভাব্য করণীয় নিয়ে নিজেরা আলোচনা করেছেন এবং সরকারকেও বেশ কিছু প্রস্তাব দেবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। সমস্যার দ্রুত সমাধানে তাঁরা চট্টগ্রাম বন্দরে ১০টির বদলে ১২টি জাহাজের পণ্য খালাসের সুযোগ চান
জাহাজ ও কনটেইনার সংকটে তৈরি পোশাক রপ্তানি নিয়ে অচলাবস্থায় উদ্বেগ প্রকাশ করেছেন পোশাক খাতের উদ্যোক্তারা। তাঁরা জাহাজ ও কনটেইনারের বৈশ্বিক সংকট কাটাতে সম্ভাব্য করণীয় নিয়ে নিজেরা আলোচনা করেছেন এবং সরকারকেও বেশ কিছু প্রস্তাব দেবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। সমস্যার দ্রুত সমাধানে তাঁরা চট্টগ্রাম বন্দরে ১০টির বদলে ১২টি জাহাজের পণ্য খালাসের সুযোগ চান।
একই সঙ্গে বেসরকারি আইসিডিতে পোশাকবোঝাই কনটেইনারের একটি অংশ আপাতত চট্টগ্রাম বন্দরে রাখার সুযোগও চান। পোশাকমালিকদের সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ ও এর সঙ্গে জড়িত কয়েকটি ব্যবসায়ী ও সেবাদাতা প্রতিষ্ঠানের নেতারা গতকাল মঙ্গলবার বিকেলে গুলশানে বিজিএমইএর অস্থায়ী কার্যালয়ে জরুরি বৈঠকে বসেন। আজ বুধবার সকালে নৌপরিবহন মন্ত্রণালয়ে আয়োজিত আরেকটি জরুরি বৈঠকে এসব প্রস্তাব আনুষ্ঠানিকভাবে তুলে ধরা হবে বলে বৈঠক সূত্র জানায়।
এ ব্যাপারে বিকেএমইএর সিনিয়র সহসভাপতি মোহাম্মদ হাতেম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা নিজেরা বসেছি এবং আলোচনা করেছি। আসলে এটা বৈশ্বিক সমস্যা। তারপরও নিজেরা যতটুকু সম্ভব এ সমস্যার সমাধানে কী করা যায়, তা নিয়ে কথা বলেছি।’ তিনি জানান, ‘একদিকে কনটেইনার ও জাহাজ সংকটে পণ্য পাঠানো যাচ্ছে না, অন্যদিকে ভাড়া বেড়ে গেছে কয়েক গুণ। আগে আমেরিকাতে ৪০ ফুটের একটি কনটেইনার পাঠাতে খরচ হতো সর্বোচ্চ ৩ হাজার ডলার। আর এখন তা লাগছে ১২ থেকে ১৫ হাজার ডলার। আর ইউরোপে তা লাগছে ১০ থেকে ১২ হাজার ডলার।’
মোহাম্মদ হাতেম বলেন, বর্তমানে ৪০ ফুটের কনটেইনারের বেশি সংকট চলছে। সাধারণত এসব কনটেইনারেই পোশাক রপ্তানি করা হয়। আমাদের প্রায় ১৪ হাজার পোশাকবোঝাই কনটেইনার এ মুহূর্তে বেসরকারি আইসিডিতে পড়ে রয়েছে। সেখানে ঢোকানোর জায়গা নেই।
এদিকে, জাহাজ ও কনটেইনার সংকটে রপ্তানি অচলাবস্থার বিষয়ে আজ সকালে জরুরি বৈঠক ডেকেছে নৌপরিবহন মন্ত্রণালয়। জাহাজ ও কনটেইনার সংকটে তৈরি পোশাক রপ্তানি নিয়ে অচলাবস্থায় উদ্বেগ প্রকাশ করেছেন পোশাক খাতের উদ্যোক্তারা। তাঁরা জাহাজ ও কনটেইনারের বৈশ্বিক সংকট কাটাতে সম্ভাব্য করণীয় নিয়ে নিজেরা আলোচনা করেছেন এবং সরকারকেও বেশ কিছু প্রস্তাব দেবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। সমস্যার দ্রুত সমাধানে তাঁরা চট্টগ্রাম বন্দরে ১০টির বদলে ১২টি জাহাজের পণ্য খালাসের সুযোগ চান
সেন্টমার্টিনে যে কোনো প্রকার পর্যটক যাতায়াতে নিষেধাজ্ঞা আজ শনিবার থেকে কার্যকর হয়েছে। দেশের একমাত্র প্রবাল সমৃদ্ধ দ্বীপ সেন্টমার্টিনে আগামী ৯ মাস কোনো পর্যটক যেতে পারবেন না। পর্যটকবাহী জাহাজ চলাচলও বন্ধ থাকবে...
১০ মিনিট আগেকুমিল্লায় আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে যুবদল নেতা মো. তৌহিদুর রহমানের মৃত্যুর ঘটনা সংশ্লিষ্ট ক্যাম্পের কমান্ডারকে প্রত্যাহার করেছে সেনাবাহিনী। আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
৩০ মিনিট আগেকৃষি খাতে রাষ্ট্রীয় ভর্তুকি বিতরণে স্বচ্ছতার জন্য কৃষকদের স্মার্ট কার্ডের আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। এর জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) ইতিমধ্যে পার্টনার প্রকল্পের আওতায় ‘কৃষক স্মার্ট কার্ড নীতিমালা, ২০২৫’-এর খসড়া তৈরি করেছে। গত ৩০ জানুয়ারি ছিল এ বিষয়ে অংশীজনদের মতামত জানানোর শেষ দিন।
৫ ঘণ্টা আগেহাবিব হোটেল ইন্টারন্যাশনাল ও মরিয়ম কনস্ট্রাকশনের নামে তিন ব্যাংক থেকে ঋণ নিয়েছেন আলম আহমেদ। সেই টাকায় রাজধানীর তেজগাঁওয়ে গড়ে তুলেছেন তারকা হোটেল ‘হলিডে ইন’। বছরের পর বছর হোটেল ব্যবসাও করছে, কিন্তু ব্যাংকের ঋণের টাকা পরিশোধ করেননি। তিন ব্যাংকের প্রায় দেড় হাজার কোটি টাকা পরিশোধ না করে পাড়ি...
৫ ঘণ্টা আগে