Ajker Patrika

ঠিকমতো ভোট না হলে কেন্দ্র বন্ধ হবে, আবার নির্বাচন হবে: সিইসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৬ অক্টোবর ২০২৩, ১৫: ০৩
ঠিকমতো ভোট না হলে কেন্দ্র বন্ধ হবে, আবার নির্বাচন হবে: সিইসি

ঠিকমতো ভোট না হলে সংশ্লিষ্ট কেন্দ্র বন্ধ করে দিয়ে আবার নির্বাচনের আয়োজন করতে হবে। এজন্য সাহসী হওয়ার প্রত্যয় জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।   

আজ বৃহস্পতিবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন: গণমাধ্যমের ভূমিকা, জাতির প্রত্যাশা’ শীর্ষক কর্মশালায় এ কথা বলেন সিইসি। 

অনুষ্ঠানের শেষের দিকে দি ডেইলি অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী সিইসির বক্তব্যের প্রেক্ষিতে জানতে চান—‘আপনি প্রিসাইডিং অফিসারকে বলেছেন যে, যদি নির্বাচন ঠিকমতো না হয়, তাহলে লিভ ইট।’

সারা দেশে যদি নির্বাচন ঠিকমতো না হয়, তাহলে আপনি কী করবেন—এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘না হলে নির্বাচন হবে না। পুরো দেশের নির্বাচন বন্ধ হয়ে যাবে, আবার হবে। ওই সেন্টারে বন্ধ হয়ে যাবে, আবার করবেন। উই হ্যাভ টু বি ক্যারিজিয়াজ, উই হ্যাভ টু ডু দ্যাট।’ 

এর আগে সিইসি তাঁর বক্তব্যে বলেন, ‘ভোটকেন্দ্রে সিইসি হচ্ছেন প্রিসাইডিং অফিসার। তাকে বলা হয়েছে যে নির্বাচনে অনিয়ম হলে তা প্রতিহত করার উদ্যোগ নেবে। না পারলে বাইরে গিয়ে ম্যাজিস্ট্রেট ও আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নেবে। তারপরও তা প্রতিহত করতে না পারলে সেখান থেকে চলে যাবে। ওই কেন্দ্রের ভোট বন্ধ করে দেওয়া হবে। পরে সেখানে আবার ভোট হবে।’ 

গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে অনুষ্ঠিত কর্মশালায় সিইসির সঙ্গে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান, বেগম রাশেদা সুলতানা, মো. আলমগীরসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সঠিক সময়ে নির্বাচন না হলে দেশে মার্শাল ল হবে: নাগরিক ঐক্যের মান্না

হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের আগেই বের হয়ে যেতে বলা হয় জেলেনস্কিকে

‘আমাদের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করলে থানা ঘেরাও করব’, সরকারি কর্মকর্তার বক্তব্য ভাইরাল

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

সৈয়দ জামিলের অভিযোগের জবাবে যা লিখলেন সংস্কৃতি উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত