নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ, ভোটাধিকার পুনরুদ্ধার, বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার এবং বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে পদযাত্রা করেছেন বিএনপিপন্থী আইনজীবীরা।
আজ মঙ্গলবার ঢাকা আইনজীবী সমিতির সামনে থেকে এই পদযাত্রা শুরু হয়। রায়সাহেব বাজার জনসন রোডের সামনে এগোতে চাইলে পুলিশ বাধা দেয়। তাঁদের সরিয়ে দেওয়া হয়। বিএনপিপন্থী আইনজীবীদের দাবি, তাঁদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ।
পরে বিএনপিপন্থী আইনজীবীরা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের প্রধান ফটকে অবস্থান নেন।
বিএনপিপন্থী আইনজীবীরা বলছেন, পুলিশের লাঠিচার্জে বেশ কয়েকজন আহত হয়েছেন।
আইনজীবী মো. আমিনুল হক আজকের পত্রিকাকে বলেন, তাঁকে লাঠি দিয়ে পিটিয়েছে পুলিশ। তিনি পায়ে আঘাত পেয়েছেন। এ ছাড়া বেশ কয়েকজন আইনজীবী আহত হয়েছেন।
পদযাত্রা শেষে ঢাকা আইনজীবী সমিতির সামনে সমাবেশ করেন বিএনপিপন্থী আইনজীবীরা। সুপ্রিম কোর্টের আইনজীবী জয়নাল আবেদীন, ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মহসিন মিয়া, খোরশেদ আলম, ইকবাল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক খুরশিদ মিয়া আলম, অ্যাডভোকেট নুরুজ্জামান তপনসহ অনেক আইনজীবী সমাবেশে বক্তব্য দেন। তাঁরা অভিযোগ করেন, শান্তিপূর্ণ পদযাত্রায় কোনো ধরনের উসকানি ছাড়াই পুলিশ লাঠিচার্জ করেছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর বলেন, ‘আইনজীবীদের ওপর কোনো লাঠিচার্জ হয়নি। আইনজীবীরা পুলিশের ওপর হামলা করেছেন। তাঁরা আদালতের সামনে জনসন রোড অবরোধ করে গাড়ি চলাচল বন্ধের চেষ্টা করেন। আইনশৃঙ্খলা রক্ষায় বিএনপিপন্থী আইনজীবীদের রাস্তা থেকে সরে যেতে অনুরোধ করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে আইনজীবীরা পুলিশকে মারধর করেন। এ সময় তাঁদের হামলায় চার-পাঁচজন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ, ভোটাধিকার পুনরুদ্ধার, বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার এবং বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে পদযাত্রা করেছেন বিএনপিপন্থী আইনজীবীরা।
আজ মঙ্গলবার ঢাকা আইনজীবী সমিতির সামনে থেকে এই পদযাত্রা শুরু হয়। রায়সাহেব বাজার জনসন রোডের সামনে এগোতে চাইলে পুলিশ বাধা দেয়। তাঁদের সরিয়ে দেওয়া হয়। বিএনপিপন্থী আইনজীবীদের দাবি, তাঁদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ।
পরে বিএনপিপন্থী আইনজীবীরা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের প্রধান ফটকে অবস্থান নেন।
বিএনপিপন্থী আইনজীবীরা বলছেন, পুলিশের লাঠিচার্জে বেশ কয়েকজন আহত হয়েছেন।
আইনজীবী মো. আমিনুল হক আজকের পত্রিকাকে বলেন, তাঁকে লাঠি দিয়ে পিটিয়েছে পুলিশ। তিনি পায়ে আঘাত পেয়েছেন। এ ছাড়া বেশ কয়েকজন আইনজীবী আহত হয়েছেন।
পদযাত্রা শেষে ঢাকা আইনজীবী সমিতির সামনে সমাবেশ করেন বিএনপিপন্থী আইনজীবীরা। সুপ্রিম কোর্টের আইনজীবী জয়নাল আবেদীন, ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মহসিন মিয়া, খোরশেদ আলম, ইকবাল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক খুরশিদ মিয়া আলম, অ্যাডভোকেট নুরুজ্জামান তপনসহ অনেক আইনজীবী সমাবেশে বক্তব্য দেন। তাঁরা অভিযোগ করেন, শান্তিপূর্ণ পদযাত্রায় কোনো ধরনের উসকানি ছাড়াই পুলিশ লাঠিচার্জ করেছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর বলেন, ‘আইনজীবীদের ওপর কোনো লাঠিচার্জ হয়নি। আইনজীবীরা পুলিশের ওপর হামলা করেছেন। তাঁরা আদালতের সামনে জনসন রোড অবরোধ করে গাড়ি চলাচল বন্ধের চেষ্টা করেন। আইনশৃঙ্খলা রক্ষায় বিএনপিপন্থী আইনজীবীদের রাস্তা থেকে সরে যেতে অনুরোধ করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে আইনজীবীরা পুলিশকে মারধর করেন। এ সময় তাঁদের হামলায় চার-পাঁচজন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।’
সমালোচনার মুখে আগের অবস্থান থেকে সরে এসেছে অন্তর্বর্তী সরকার। সরাসরি যাঁরা মুক্তিযুদ্ধে অংশ নেননি, তাঁদের মুক্তিযুদ্ধে সহযোগী হিসেবে রাখার সিদ্ধান্ত নেওয়া হলেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মুজিবনগর সরকারের মন্ত্রিসভার সদস্যদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বহাল রাখছে সরকার।
৫ ঘণ্টা আগেজাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনে নাগরিকের ভোগান্তি কমাতে আবেদন নিষ্পত্তির জন্য বিশেষ কার্যক্রম (ক্র্যাশ প্রোগ্রাম) হাতে নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই প্রক্রিয়ায় জটিল সংশোধনীর আবেদন নিষ্পত্তির ক্ষমতা সিনিয়র জেলা ও জেলা নির্বাচন কর্মকর্তাদের হাতে দেওয়া হলেও প্রচারের অভাবে তা জানতে পারছেন না...
১০ ঘণ্টা আগেসরকারি অর্থায়নে সারা দেশে ৫৬০টি মডেল মসজিদ প্রকল্পের কাজ কোথাও শেষ, আবার কোথাও চলমান রয়েছে। এই প্রকল্পের অধীনে কেনা হবে ২০ পদের আসবাব। যেগুলোর মধ্যে রয়েছে কাঠের তৈরি জানালা, মুর্দা বহনের খাটিয়া, কোরআন শরিফ রাখার রেহাল, টেবিল ও চেয়ার। কাঁঠাল বা সেগুন কাঠের তৈরি এসব আসবাব সরবরাহের দরপত্রে অংশ...
১০ ঘণ্টা আগেজাহাজ কিনে গভীর সমুদ্র থেকে টুনা মাছ আহরণ করতে ২০২০ সালের জুনে পাইলট প্রকল্প নিয়েছিল মৎস্য অধিদপ্তর। একবার সময় বাড়ানোর পর আগামী জুনে প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা। কিন্তু চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত প্রকল্পের অগ্রগতি হয়েছে মাত্র ৬ দশমিক ৮৫ শতাংশ। প্রকল্পের মেয়াদ আবার দুই বছর বাড়ানোর...
১০ ঘণ্টা আগে