অনলাইন ডেস্ক
প্রথম আলো পত্রিকার সাভারের নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামানের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে সাংবাদিকদের অধিকার রক্ষায় সোচ্চার আন্তর্জাতিক সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। সংগঠনটি শামসুজ্জামানের প্রতিবেদনসংক্রান্ত সব তদন্ত বন্ধ রাখারও দাবি জানিয়েছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার নিউইয়র্কভিত্তিক এই সংগঠন ওয়েবসাইটে দেওয়া এক বিবৃবিতে এ দাবি জানায়। একই সঙ্গে সিপিজে প্রথম আলোর কর্মীদের অবাধে তাঁদের পেশাগত কাজ করতে দেওয়ার আহ্বান জানিয়েছে।
শামসের গ্রেপ্তার হওয়া নিয়ে সিপিজে বলেছে, বুধবার (২৯ মার্চ) ভোরে প্রথম আলোর প্রতিবেদক শামসুজ্জামান শামসকে ২৬ মার্চ একটি ‘ভুয়া খবর’ ছড়ানোর অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার করে।
বুধবার রাতে ঢাকার রমনা থানায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান, এক অজ্ঞাত ক্যামেরাপার্সনসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে আরেকটি মামলার তদন্ত শুরু করে কর্তৃপক্ষ।
বিবৃতিতে সিপিজে দাবি করেছে, শামসের গ্রেপ্তারের বিষয়ে ঢাকা মহানগর পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।
সিপিজের প্রোগ্রাম ডিরেক্টর কার্লোস মার্টিনেজ দে লা সেরনা বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইনে শামসুজ্জামানকে গ্রেপ্তার ও হয়রানি ভীতির সঞ্চার করছে। অবিলম্বে শামসুজ্জামানকে মুক্তি দিতে হবে। ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিকদের হয়রানি বন্ধ করতে হবে।’
পুলিশ ডিজিটাল নিরাপত্তা আইনের তিনটি ধারার আওতায় শামসের বিরুদ্ধে অভিযোগ তদন্ত করছে বলে বিবৃতে বলেছে সিপিজে। এই ধারাগুলো আপত্তিকর, মিথ্যা বা হুমকিমূলক তথ্য প্রচার বা প্রকাশ; আইনশৃঙ্খলার অবনতি ঘটায়—এমন তথ্য প্রকাশ বা প্রচার এবং প্ররোচনার সঙ্গে সম্পর্কিত।
প্রথম আলো পত্রিকার সাভারের নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামানের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে সাংবাদিকদের অধিকার রক্ষায় সোচ্চার আন্তর্জাতিক সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। সংগঠনটি শামসুজ্জামানের প্রতিবেদনসংক্রান্ত সব তদন্ত বন্ধ রাখারও দাবি জানিয়েছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার নিউইয়র্কভিত্তিক এই সংগঠন ওয়েবসাইটে দেওয়া এক বিবৃবিতে এ দাবি জানায়। একই সঙ্গে সিপিজে প্রথম আলোর কর্মীদের অবাধে তাঁদের পেশাগত কাজ করতে দেওয়ার আহ্বান জানিয়েছে।
শামসের গ্রেপ্তার হওয়া নিয়ে সিপিজে বলেছে, বুধবার (২৯ মার্চ) ভোরে প্রথম আলোর প্রতিবেদক শামসুজ্জামান শামসকে ২৬ মার্চ একটি ‘ভুয়া খবর’ ছড়ানোর অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার করে।
বুধবার রাতে ঢাকার রমনা থানায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান, এক অজ্ঞাত ক্যামেরাপার্সনসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে আরেকটি মামলার তদন্ত শুরু করে কর্তৃপক্ষ।
বিবৃতিতে সিপিজে দাবি করেছে, শামসের গ্রেপ্তারের বিষয়ে ঢাকা মহানগর পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।
সিপিজের প্রোগ্রাম ডিরেক্টর কার্লোস মার্টিনেজ দে লা সেরনা বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইনে শামসুজ্জামানকে গ্রেপ্তার ও হয়রানি ভীতির সঞ্চার করছে। অবিলম্বে শামসুজ্জামানকে মুক্তি দিতে হবে। ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিকদের হয়রানি বন্ধ করতে হবে।’
পুলিশ ডিজিটাল নিরাপত্তা আইনের তিনটি ধারার আওতায় শামসের বিরুদ্ধে অভিযোগ তদন্ত করছে বলে বিবৃতে বলেছে সিপিজে। এই ধারাগুলো আপত্তিকর, মিথ্যা বা হুমকিমূলক তথ্য প্রচার বা প্রকাশ; আইনশৃঙ্খলার অবনতি ঘটায়—এমন তথ্য প্রকাশ বা প্রচার এবং প্ররোচনার সঙ্গে সম্পর্কিত।
দুই দিনব্যাপী জাতীয় কবিতা উৎসবের উদ্বোধন হলো। আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি চত্বরে উৎসবের উদ্বোধন করেন শহীদ আবু সাঈদের মা মনোয়ারা বেগম। ‘স্বাধীনতা সাম্য সম্প্রীতির জন্য কবিতা’ স্লোগানে শুরু হলো কবিদের এই মিলনমেলা।
৫ মিনিট আগেশনিবার বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতকরণসহ বিচার সেবা প্রদানে দক্ষতা বৃদ্ধিতে করণীয় নিয়ে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্ট থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
২৭ মিনিট আগেকুমিল্লায় যৌথবাহিনীর হেফাজতে বিএনপি নেতা নিহতের অভিযোগের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে গুম ও হত্যাকাণ্ডের শিকার পরিবারদের সংগঠন মায়ের ডাক। সেই সঙ্গে যৌথবাহিনীর নামে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সংস্কৃতি সম্পূর্ণরূপে বন্ধ করাসহ ৪টি দাবি তুলে ধরেছে সংগঠনটি। আজ শনিবার সংগঠনটির অফিশিয়াল ফেসবুক..
১ ঘণ্টা আগেকুমিল্লায় যৌথবাহিনীর অভিযানে যুবদল নেতাকে আটকের পর মৃত্যুর ঘটনায় জরুরি তদন্তের নির্দেশ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। আজ শনিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যেকোনো ধরনের হেফাজতে নির্যাতন ও হত্যার কঠোর নিন্দা জানিয়েছেন।
১ ঘণ্টা আগে