নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঈদযাত্রায় ফিটনেসবিহীন বাস-লঞ্চ চলাচল বন্ধে ও ভাড়া নৈরাজ্য কমানোর দাবি করেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তাঁরা। এ সময় বক্তারা বলেন, ভয়াবহ যাত্রী দুর্ভোগ, ভাড়া নৈরাজ্য ও সড়ক দুর্ঘটনা কমাতে ছুটি ব্যবস্থাপনা ঠিক করে ঈদুল আজহার আগে ছুটি বাড়ানোর কথা বলা হয়।
মোট ১১টি দাবি সুপারিশ করে সংবাদ সম্মেলনে সংগঠনটির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, ঈদযাত্রায় ফিটনেসবিহীন লক্কড়-ঝক্কড় বাস ও লঞ্চ চলাচল বন্ধে অন্তর্বর্তীকালীন সরকারকে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। পরিবহন সংকটকে পুঁজি করে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে ঈদের পরের ছুটি কমিয়ে ঈদের আগে ৩ ও ৪ জুন ২ দিনের ছুটি বাড়াতে হবে। জাতীয় মহাসড়কে ব্যাটারিচালিত রিকশা, সিএনজিচালিত অটোরিকশা ও নসিমন-করিমন চলাচল কঠোরভাবে বন্ধ করার উদ্যোগ গ্রহণ করতে হবে।
তিনি বলেন, কালবৈশাখী মৌসুম হওয়ায় নৌ-পথে ফিটনেসবিহীন লঞ্চ চলাচল বন্ধ, অতিরিক্ত ভাড়া ও সড়কে চাঁদাবাজি বন্ধ করতে হবে। এ ছাড়া সড়কে ডাকাতি, পথে পথে ছিনতাই বন্ধে গোয়েন্দা নজরদারি বাড়ানোসহ প্রতিটি জাতীয় মহাসড়ক সড়ক নিরাপত্তা অডিট নিশ্চিত করারও দাবি জানানো হয়।
পরিবহন মালিক সমিতি থেকে মহাসড়কে সিসি ক্যামেরা লাগানোর বিষয়ে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অনেক মহাসড়কে সিসি ক্যামেরা সচল নেই। রাস্তায় দিনে বেলায় ছিনতাই ও ডাকাতি হলে পুলিশও কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ বা নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। তাহলে যাত্রীরা রাত ১২-১টায় গন্তব্যস্থলে নামলে তাদের মনের অবস্থা কি হবে?
যাত্রীদের নিরাপত্তা দিতে সার্বিক বিষয়টি নিয়ে সরকারকে কার্যকর ভূমিকা নিতে হবে বলে জানান সমিতির মহাসচিব।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোজাম্মেল হক চৌধুরী বলেন, কোনো সমীক্ষা ছাড়াই অন্তর্বর্তীকালীন সরকার ঈদুল আজহায় যে ১০ দিনের ছুটির ঘোষণা দিয়েছে তাতে যাত্রীদের বাড়ি ফিরতে ভয়াবহ দুর্ভোগে পড়তে হবে। ঈদের পরের ১১ ও ১২ জুনের ছুটি বাতিল করে ৩ ও ৪ জুন ছুটি নিশ্চিত করা গেলে দেশের মানুষজন ধাপে ধাপে বাড়ি যাওয়ার সুযোগ পাবে। এতে ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে। এমনকি সড়কে দুর্ঘটনা, প্রাণহানি ও মানুষের যাতায়াতের ভোগান্তি কমবে। পরিবহন সংকটকে পুঁজি করে যে অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য তা বন্ধ হবে। ইতিমধ্যে বিষয়টি সরকারের সড়ক পরিবহন উপদেষ্টা, স্থানীয় সরকার উপদেষ্টাসহ সংশ্লিষ্টদের জানানো হলেও তেমন কোনো সাড়া মেলেনি।
মো. মোজাম্মেল হক চৌধুরী অন্তর্বর্তীকালীন সরকারের প্রশংসা করে বলেন, বিগত ২৫ বছরের মধ্যে বিদায়ী পবিত্র ঈদুল ফিতরে স্বস্তিদায়ক ঈদযাত্রার পেছনে মূলত তিনটি কারণ ছিল। ১. ঈদের আগে ও দিনের লম্বা ছুটি ২. সড়ক পরিবহন মালিক সমিতি ও শ্রমিক ফেডারেশনের প্রভাবশালী মাফিয়া নেতারা পালিয়ে যাওয়ায় সড়কে মাস্তানিতন্ত্রের অবসান। ৩. সেনাবাহিনী, পুলিশ, বিআরটিএ, ভোক্তা অধিদপ্তরসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত আন্তরিক প্রচেষ্টার কারণে মানুষ ভোগান্তিমুক্ত যাতায়াত নিশ্চিত করা গেছে।
সড়ক দুর্ঘটনা ২১.০৫ শতাংশ, নিহত ২০.৮৮ শতাংশ, আহত ৪০.৯১ শতাংশ কমেছে বলে দাবি যাত্রী কল্যাণ সমিতির।
মোজাম্মেল হক আরও বলেন, ঈদুল আজহার লম্বা ছুটির কারণে এবারের ঈদে বেশি মানুষ গ্রামের বাড়ি যেতে পারে। ঢাকা ও আশপাশের জেলা থেকে প্রায় দেড়কোটি মানুষ এবার ঈদ যাত্রা করবে। এত মানুষ গ্রামের বাড়ি পাঠানোর মতো সড়ক, রেল বা নৌ পথের যানবাহনের সক্ষমতা আমাদের দেশে নেই। এমনিতেই ঈদুল আজহায় সড়কের পাশে পশুরহাট ও পশুবাহী ট্রাক চলাচলের কারণে যানজট অব্যাহত থাকবে, ফলে রাস্তায় ভয়াবহ দুর্ভোগ তৈরি হতে পারে।
এ জন্য অন্তর্বর্তী সরকার নির্বাহী আদেশে দেওয়া ১১ ও ১২ জুন ২ দিনের ছুটি বিন্যাস করে ঈদের আগে ৩ ও ৪ জুন মঙ্গল ও বুধবার এগিয়ে আনার আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন— সংগঠনের চেয়ারম্যান সাবেক নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত সচিব ড. মোহাম্মদ জকরিয়া, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সম্পাদক অপর্ণা রায় দাশ, সংগঠনের অর্থ সম্পাদক মাহমুদুল হাসান রাসেল, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ রফিকা আফরোজ ও মো. আরিফ।
ঈদযাত্রায় ফিটনেসবিহীন বাস-লঞ্চ চলাচল বন্ধে ও ভাড়া নৈরাজ্য কমানোর দাবি করেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তাঁরা। এ সময় বক্তারা বলেন, ভয়াবহ যাত্রী দুর্ভোগ, ভাড়া নৈরাজ্য ও সড়ক দুর্ঘটনা কমাতে ছুটি ব্যবস্থাপনা ঠিক করে ঈদুল আজহার আগে ছুটি বাড়ানোর কথা বলা হয়।
মোট ১১টি দাবি সুপারিশ করে সংবাদ সম্মেলনে সংগঠনটির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, ঈদযাত্রায় ফিটনেসবিহীন লক্কড়-ঝক্কড় বাস ও লঞ্চ চলাচল বন্ধে অন্তর্বর্তীকালীন সরকারকে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। পরিবহন সংকটকে পুঁজি করে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে ঈদের পরের ছুটি কমিয়ে ঈদের আগে ৩ ও ৪ জুন ২ দিনের ছুটি বাড়াতে হবে। জাতীয় মহাসড়কে ব্যাটারিচালিত রিকশা, সিএনজিচালিত অটোরিকশা ও নসিমন-করিমন চলাচল কঠোরভাবে বন্ধ করার উদ্যোগ গ্রহণ করতে হবে।
তিনি বলেন, কালবৈশাখী মৌসুম হওয়ায় নৌ-পথে ফিটনেসবিহীন লঞ্চ চলাচল বন্ধ, অতিরিক্ত ভাড়া ও সড়কে চাঁদাবাজি বন্ধ করতে হবে। এ ছাড়া সড়কে ডাকাতি, পথে পথে ছিনতাই বন্ধে গোয়েন্দা নজরদারি বাড়ানোসহ প্রতিটি জাতীয় মহাসড়ক সড়ক নিরাপত্তা অডিট নিশ্চিত করারও দাবি জানানো হয়।
পরিবহন মালিক সমিতি থেকে মহাসড়কে সিসি ক্যামেরা লাগানোর বিষয়ে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অনেক মহাসড়কে সিসি ক্যামেরা সচল নেই। রাস্তায় দিনে বেলায় ছিনতাই ও ডাকাতি হলে পুলিশও কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ বা নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। তাহলে যাত্রীরা রাত ১২-১টায় গন্তব্যস্থলে নামলে তাদের মনের অবস্থা কি হবে?
যাত্রীদের নিরাপত্তা দিতে সার্বিক বিষয়টি নিয়ে সরকারকে কার্যকর ভূমিকা নিতে হবে বলে জানান সমিতির মহাসচিব।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোজাম্মেল হক চৌধুরী বলেন, কোনো সমীক্ষা ছাড়াই অন্তর্বর্তীকালীন সরকার ঈদুল আজহায় যে ১০ দিনের ছুটির ঘোষণা দিয়েছে তাতে যাত্রীদের বাড়ি ফিরতে ভয়াবহ দুর্ভোগে পড়তে হবে। ঈদের পরের ১১ ও ১২ জুনের ছুটি বাতিল করে ৩ ও ৪ জুন ছুটি নিশ্চিত করা গেলে দেশের মানুষজন ধাপে ধাপে বাড়ি যাওয়ার সুযোগ পাবে। এতে ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে। এমনকি সড়কে দুর্ঘটনা, প্রাণহানি ও মানুষের যাতায়াতের ভোগান্তি কমবে। পরিবহন সংকটকে পুঁজি করে যে অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য তা বন্ধ হবে। ইতিমধ্যে বিষয়টি সরকারের সড়ক পরিবহন উপদেষ্টা, স্থানীয় সরকার উপদেষ্টাসহ সংশ্লিষ্টদের জানানো হলেও তেমন কোনো সাড়া মেলেনি।
মো. মোজাম্মেল হক চৌধুরী অন্তর্বর্তীকালীন সরকারের প্রশংসা করে বলেন, বিগত ২৫ বছরের মধ্যে বিদায়ী পবিত্র ঈদুল ফিতরে স্বস্তিদায়ক ঈদযাত্রার পেছনে মূলত তিনটি কারণ ছিল। ১. ঈদের আগে ও দিনের লম্বা ছুটি ২. সড়ক পরিবহন মালিক সমিতি ও শ্রমিক ফেডারেশনের প্রভাবশালী মাফিয়া নেতারা পালিয়ে যাওয়ায় সড়কে মাস্তানিতন্ত্রের অবসান। ৩. সেনাবাহিনী, পুলিশ, বিআরটিএ, ভোক্তা অধিদপ্তরসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত আন্তরিক প্রচেষ্টার কারণে মানুষ ভোগান্তিমুক্ত যাতায়াত নিশ্চিত করা গেছে।
সড়ক দুর্ঘটনা ২১.০৫ শতাংশ, নিহত ২০.৮৮ শতাংশ, আহত ৪০.৯১ শতাংশ কমেছে বলে দাবি যাত্রী কল্যাণ সমিতির।
মোজাম্মেল হক আরও বলেন, ঈদুল আজহার লম্বা ছুটির কারণে এবারের ঈদে বেশি মানুষ গ্রামের বাড়ি যেতে পারে। ঢাকা ও আশপাশের জেলা থেকে প্রায় দেড়কোটি মানুষ এবার ঈদ যাত্রা করবে। এত মানুষ গ্রামের বাড়ি পাঠানোর মতো সড়ক, রেল বা নৌ পথের যানবাহনের সক্ষমতা আমাদের দেশে নেই। এমনিতেই ঈদুল আজহায় সড়কের পাশে পশুরহাট ও পশুবাহী ট্রাক চলাচলের কারণে যানজট অব্যাহত থাকবে, ফলে রাস্তায় ভয়াবহ দুর্ভোগ তৈরি হতে পারে।
এ জন্য অন্তর্বর্তী সরকার নির্বাহী আদেশে দেওয়া ১১ ও ১২ জুন ২ দিনের ছুটি বিন্যাস করে ঈদের আগে ৩ ও ৪ জুন মঙ্গল ও বুধবার এগিয়ে আনার আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন— সংগঠনের চেয়ারম্যান সাবেক নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত সচিব ড. মোহাম্মদ জকরিয়া, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সম্পাদক অপর্ণা রায় দাশ, সংগঠনের অর্থ সম্পাদক মাহমুদুল হাসান রাসেল, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ রফিকা আফরোজ ও মো. আরিফ।
চলতি জুলাই মাসের মধ্যেই জাতীয় সনদ চূড়ান্ত করতে চায় জাতীয় ঐকমত্য কমিশন। কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, ‘জুলাই মাসের মধ্যে জাতীয় সনদ চূড়ান্ত করতে চাই। এটা আপনারাও (রাজনৈতিক দল) নিঃসন্দেহে চান। তাই আমাদের পক্ষে অগ্রসর হওয়া সম্ভব হচ্ছে।
৩১ মিনিট আগেক্ষমতাচ্যুত আওয়ামী লীগের আমলে দশম জাতীয় সংসদ নির্বাচনে অর্ধেকের বেশি সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছিলেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বা বিনা ভোটে। ২০১৪ সালের ৫ জানুয়ারি ভোট গ্রহণের আগেই তাঁদের বিজয় নিশ্চিত করেছিল আওয়ামী লীগের ক্ষমতায় বহাল থাকা। বিনা ভোটে এমপি হওয়ার সুযোগ আর রাখতে চায় না বর্তমান...
১০ ঘণ্টা আগেদেশের থানাগুলোতে ৫ মাস ধরে প্রতি মাসে ১ হাজার ৮০০-এর বেশি নারী ও শিশু নির্যাতনের মামলা হয়েছে। সেই হিসাবে দিনে ৬০টি এবং প্রতি ২৪ মিনিটে একটি মামলা হয়েছে। নারী ও শিশু নির্যাতনের অনেক ঘটনায়ই মামলা হয় না—এই বাস্তবতা বিবেচনায় নিলে অপরাধের প্রকৃত মাত্রা সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া যায়।
১০ ঘণ্টা আগেগোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচি ঘিরে হতাহতের ঘটনায় নিন্দা এবং সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন শিক্ষক, আইনজীবী, মানবাধিকারকর্মীসহ ২১ বিশিষ্ট নাগরিক। আজ শনিবার (১৯ জুলাই) গণমাধ্যমে এই বিবৃতি পাঠানো হয়।
১৫ ঘণ্টা আগে