Ajker Patrika

আন্দোলনের নাটাই এখন স্বাধীনতাবিরোধী প্রভুদের হাতে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৭ জুলাই ২০২৪, ১৬: ৪৯
Thumbnail image

শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের নাটাই এখন স্বাধীনতাবিরোধী অপশক্তির প্রভুদের হাতে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেন, ‘নাটাই আর আন্দোলনকারীদের হাতে নেই, স্বাধীনতাবিরোধীদের হাতে চলে গেছে এবং তাদের প্রভুদের হাতে, যারা একাত্তরে সপ্তম নৌবহর পাঠিয়েছিল।’ 

আজ বুধবার (১৭ জুলাই) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে কোটা সংস্কার আন্দোলনের নামে স্বাধীনতাবিরোধী অপশক্তির উত্থানের বিরুদ্ধে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনের আয়োজন করে মুক্তিযোদ্ধা শ্রমিক কর্মচারী পেশাজীবী সমন্বয় পরিষদ। 

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, ‘স্বাধীনতাবিরোধী অপশক্তি ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। আন্দোলনে তারা চেয়েছিল লাশ। যখন কোনো লোক আহত হয়নি। তাদের লাশ দরকার ছিল। তিনি দিন আগে আমেরিকার যিনি ব্রিফিং করেন, তিনি বলেছেন দুইটা লাশের কথা, অথচ তখন একজনও আহত পর্যন্ত হয়নি। গতকাল তারা কীভাবে ছাত্রলীগের মিছিলে হামলা করেছে। পরে ছাত্রলীগ আত্মরক্ষার চেষ্টা করেছে। আজকে জামায়াত-শিবির ও বিএনপি রাস্তায় নেমেছে।’  

প্রধানমন্ত্রীর বক্তব্যের ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে জানিয়ে আ ক ম মোজাম্মেল হক আরও বলেন, ‘এক সাংবাদিকের প্রশ্নের জবাবে রাজাকার ইস্যুতে প্রধানমন্ত্রী কথা বলেছেন। কাউকে তিনি রাজাকার বলেননি। এখন প্রধানমন্ত্রীর বক্তব্যের ভুল ব্যাখ্যা দাঁড় করানো হয়েছে। যত দিন আমাদের কোমলমতি শিক্ষার্থীরা আন্দোলন করছেন। তাঁদের কেউ বাধা দেয়নি। তাঁরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করেছেন। তারপর দেখলেন, বহিরাগতরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকে কী তাণ্ডব চালিয়েছে।’ 

মুক্তিযোদ্ধা শ্রমিক কর্মচারী পেশাজীবী সমন্বয় পরিষদের আহ্বায়ক ও সাবেক নৌপরিবহন মন্ত্রী মো. শাজাহান খান লিখিত বক্তব্যে বলেন, ‘আমরা আমাদের প্রিয় কোমলমতি ছাত্র-ছাত্রীদের দেশের সর্বোচ্চ আদালতের প্রতি আস্থা রেখে ঘরে ফেরার আহ্বান জানাচ্ছি। তাঁদের মনে রাখতে হবে, একটি বিশেষ মহল এই আন্দোলনের ওপর ভর করে রাজনৈতিক ফয়দা লুটবার চেষ্টা করছে। তাঁদের অসৎ উদ্দেশ্য যেন সফল না হয়।’ 

সংবাদ সম্মেলনে জানানো হয়, কোটাবিরোধী আন্দোলনের আড়ালে মুক্তিযুদ্ধের চেতনার মূলে আঘাত প্রতিহত করা এবং হত্যা, নাশকতা, অরাজকতা, অগ্নিসংযোগ প্রতিহত করার লক্ষ্যে স্বাধীনতার সপক্ষের সব শ্রেণি-পেশার জনগণকে ঐক্যবদ্ধ করে তাঁদের প্রতিহত করার লক্ষ্যে আগামীকাল বৃহস্পতিবার (১৮ জুলাই) বেলা ৩টায় মুক্তিযোদ্ধা শ্রমিক কর্মচারী পেশাজীবী সমন্বয় পরিষদের উদ্যোগে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তান, শ্রমিক কর্মচারী পেশাজীবী বুদ্ধিজীবীসহ মুক্তিযুদ্ধের চেতনাধারী জনগণের এক সমাবেশ অনুষ্ঠিত হবে। 

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বেনজির আহমেদ, প্রবীণ আওয়ামী লীগ নেতা ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত