Ajker Patrika

রোহিঙ্গাদের নাগরিকত্ব যাচাইয়ের দেরির কারণ খুঁজতে প্রস্তুত ঢাকা-নেপিদো

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
রোহিঙ্গাদের নাগরিকত্ব যাচাইয়ের দেরির কারণ খুঁজতে প্রস্তুত ঢাকা-নেপিদো

মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতনের মুখে পালিয়ে বাংলাদেশে সাময়িকভাবে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নাগরিকত্ব যাচাই-বাছাই প্রক্রিয়ার দেরির কারণ খুঁজতে প্রস্তুত ঢাকা ও নেপিদো। বৃহস্পতিবার বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে নাগরিকত্ব যাচাই-বাছাই নিয়ে কারিগরি টাস্কফোর্স বৈঠকে এ প্রস্তুতের কথা জানায় দুই পক্ষ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, বৃহস্পতিবার রোহিঙ্গা নাগরিকত্ব যাচাই-বাছাই নিয়ে নতুন করে গঠন করা কারিগরি পর্যায়ের অ্যাডহক টাস্কফোর্সের প্রথম বৈঠক ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষে শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ রেজওয়ান হায়াত এবং মিয়ানমারের পক্ষে দেশটির অভিবাসন ও জনসংখ্যা বিষয়ক মন্ত্রণালয়ের উপ মহাপরিচালক ইয়ে তুন এতে নেতৃত্ব দেন। 

কারিগরি পর্যায়ের আলোচনায় দুই পক্ষই রোহিঙ্গাদের নাগরিকত্ব যাচাই-বাছাই প্রক্রিয়ার দেরির কারণ খুঁজতে প্রস্তুতির কথা জানান। বাংলাদেশের প্রচুর চ্যালেঞ্জ ও প্রতিবন্ধকতা থাকার পরও প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার বিষয়টি বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে তুলে ধরা হয়। পূর্বে মিয়ানমারের দ্বারা রোহিঙ্গাদের যাচাই-বাছাই প্রক্রিয়া ধীর গতির জন্য বাংলাদেশের অসন্তুষ্টির কথা বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে তুলে ধরা হয়। এ ছাড়া সই করা তিনটি দ্বিপক্ষীয় দলিলের আওতায় সকল ধরনের সহযোগিতার কথা জানানো হয়। সেই সঙ্গে যাচাই-বাছাই প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার জন্য বাংলাদেশের পক্ষ থেকে তাগাদা দেওয়া হয়। 

আগের যাচাই-বাছাইয়ের জন্য দেওয়া তালিকার দ্রুত সমাধান করতে পারলে টেকসই ও দ্রুত প্রত্যাবাসনে সহযোগিতা করবে। এর সঙ্গে রাখাইনে সহায়ক পরিবেশ ও রোহিঙ্গাদের মধ্যে আত্মবিশ্বাস বাড়ানোর বিষয়টি বাংলাদেশের পক্ষ থেকে বৈঠকে তুলে ধরা হয়। কারিগরি পর্যায়ের বাধাগুলো এবং তথ্যের ফারাকগুলো মিয়ানমারের পক্ষ থেকে বৈঠকে মিয়ানমারের পক্ষ থেকে তুলে ধরা হয়। সেই সঙ্গে পূর্বের যাচাই-বাছাই সম্পন্ন করার বিষয়টি মিয়ানমারের নিশ্চয়তা দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত