Ajker Patrika

বিচারপতিদের অপসারণ: সংবিধানের ষোড়শ সংশোধনীর রিভিউ শুনানি অক্টোবরে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৫ আগস্ট ২০২৪, ১৫: ৫৯
বিচারপতিদের অপসারণ: সংবিধানের ষোড়শ সংশোধনীর রিভিউ শুনানি অক্টোবরে

বিচারপতিদের অপসারণ–সংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে আপিল বিভাগের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদনের শুনানি হবে সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটির পর। রিটকারী পক্ষ শুনানির জন্য আবেদন করলে আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। রিট আবেদনকারী পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ।

পরে মনজিল মোরসেদ বলেন, ‘সরকারের রিভিউ দীর্ঘদিন শুনানি হয়নি। এখন প্রধান বিচারপতি নবনিযুক্ত হয়েছেন। আমি এটা শুনানির জন্য মেনশন করেছি।’

অ্যাটর্নি জেনারেল বললেন, ‘ওনাদের একটু ইনস্ট্রাকশন দরকার আছে। পরে আদালত সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটির এক সপ্তাহ পর দিন ধার্য করেছেন।’

সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটি বলে জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিড়াল মনিবকে কেন মৃত প্রাণী ‘উপহার’ দেয়

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

বৃষ্টি অপেক্ষায় রেখেছে বাংলাদেশ-জিম্বাবুয়েকে

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

শেখ হাসিনার সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রত্যাহার করতে পারে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত