কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
ইউক্রেনে আটকে পড়া বাংলাদেশিদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে ভারতের সঙ্গে সমন্বয় করা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। বৃহস্পতিবার সন্ধ্যায় ইউক্রেন ইস্যুতে আন্তমন্ত্রণালয় বৈঠক করে পররাষ্ট্র মন্ত্রণালয়। বৈঠক শেষে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন এ কথা জানান।
মাসুদ বিন মোমেন বলেন, ‘আমাদের ছাত্ররা, যারা বিভিন্ন জায়গায় রয়েছেন, বেশ কিছু ক্ষেত্রে কিছু জায়গায় বাংলাদেশিরা ও ভারতীয়রা এখনো রয়েছেন। বাংলাদেশের রাষ্ট্রদূতেরা ভারতের রাষ্ট্রদূতদের সঙ্গে সমন্বয় করে নাগরিকদের সরানোর কাজ করছেন। কারণ, সেখান থেকে বের হওয়ার খুব ছোট ছোট পকেট রয়েছে, যে তথ্যগুলো আমাদের কাছে নেই। এটি ভারতের সঙ্গে সমন্বয় করে করা হচ্ছে।’
পররাষ্ট্রসচিব বলেন, পোল্যান্ডে এখন মোট ৬০০ জন বাংলাদেশি আছেন। এর মধ্যে সেফ হাউসে আছেন ১০০ জন। যারা বাংলাদেশে ফেরত আসতে চায়, তাদের ফিরিয়ে আনা হবে। তবে বেশির ভাগ বাংলাদেশি সেখানেই স্থানীয়ভাবে ব্যবস্থা করে নিতে চায়। তিনি জানান, হাঙ্গেরির একটি বিশ্ববিদ্যালয় ইউক্রেন থেকে সেখানে যাওয়া বাংলাদেশি শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় পরিবর্তনের সুযোগ করে দেবে। সামনের দিনগুলোতে এ রকম আরও সুযোগ তৈরি হবে।
রাশিয়ার ওপর যে নিষেধাজ্ঞাগুলো এসেছে, তাতে বাংলাদেশের ওপর প্রভাব নিয়ে বৈঠকটি ছিল বলে জানিয়েছেন পররাষ্ট্রসচিব। তিনি বলেন, ‘আমরা বেলারুশ, ইউক্রেন ও রাশিয়া থেকে অনেক কিছু আমদানি ও রপ্তানি করি। সুতরাং আমদানি-রপ্তানির কী হবে, ব্যাংকিং লেনদেনে কী হবে, বাংলাদেশের সঙ্গে রাশিয়ার বড় যে উদ্যোগগুলো ছিল, তার কী হবে, এর বিকল্প চিন্তা করে রাখা উচিত।’
এর আগে গত ২৭ ফেব্রুয়ারি ইউক্রেন ইস্যুতে হওয়া আন্তমন্ত্রণালয় বৈঠক শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে আজকের পত্রিকাকে জানিয়েছিলেন, ‘ইউক্রেন থেকে সীমান্ত পাড়ি দেওয়া বাংলাদেশিদের মধ্যে পোল্যান্ডে যাওয়ার আগ্রহ বেশি। এর পর হাঙ্গেরি। তাঁদের রোমানিয়া যাওয়ার আগ্রহ নেই বললেই চলে।’
এর কারণ ব্যাখ্যায় তিনি বলেন, ‘রোমানিয়া সেনজেনভুক্ত দেশ নয়। ফলে রোমানিয়া প্রবেশ করলে সেখান থেকে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে যাওয়া যাবে না। তাঁদের মধ্যে পোল্যান্ডে যাওয়ার প্রবণতা বেশি, কারণ সেখান থেকে ইউরোপের যে কোনো দেশে যাওয়া সহজ। এ কারণে পোল্যান্ডে যাওয়ার সংখ্যা এখনো বেশি, সামনে আরও বেশি দেখা যাবে। তবে এ বিষয়টি উদ্বেগেরও। কারণ বাংলাদেশিরা সেখান থেকে পালিয়ে গেলে ভবিষ্যতে কোনো দেশ থেকে কোনো ধরনের সুবিধা নিতে ঝামেলায় পড়তে হবে বাংলাদেশকে।’
আরো পড়ুন:
ইউক্রেনে আটকে পড়া বাংলাদেশিদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে ভারতের সঙ্গে সমন্বয় করা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। বৃহস্পতিবার সন্ধ্যায় ইউক্রেন ইস্যুতে আন্তমন্ত্রণালয় বৈঠক করে পররাষ্ট্র মন্ত্রণালয়। বৈঠক শেষে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন এ কথা জানান।
মাসুদ বিন মোমেন বলেন, ‘আমাদের ছাত্ররা, যারা বিভিন্ন জায়গায় রয়েছেন, বেশ কিছু ক্ষেত্রে কিছু জায়গায় বাংলাদেশিরা ও ভারতীয়রা এখনো রয়েছেন। বাংলাদেশের রাষ্ট্রদূতেরা ভারতের রাষ্ট্রদূতদের সঙ্গে সমন্বয় করে নাগরিকদের সরানোর কাজ করছেন। কারণ, সেখান থেকে বের হওয়ার খুব ছোট ছোট পকেট রয়েছে, যে তথ্যগুলো আমাদের কাছে নেই। এটি ভারতের সঙ্গে সমন্বয় করে করা হচ্ছে।’
পররাষ্ট্রসচিব বলেন, পোল্যান্ডে এখন মোট ৬০০ জন বাংলাদেশি আছেন। এর মধ্যে সেফ হাউসে আছেন ১০০ জন। যারা বাংলাদেশে ফেরত আসতে চায়, তাদের ফিরিয়ে আনা হবে। তবে বেশির ভাগ বাংলাদেশি সেখানেই স্থানীয়ভাবে ব্যবস্থা করে নিতে চায়। তিনি জানান, হাঙ্গেরির একটি বিশ্ববিদ্যালয় ইউক্রেন থেকে সেখানে যাওয়া বাংলাদেশি শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় পরিবর্তনের সুযোগ করে দেবে। সামনের দিনগুলোতে এ রকম আরও সুযোগ তৈরি হবে।
রাশিয়ার ওপর যে নিষেধাজ্ঞাগুলো এসেছে, তাতে বাংলাদেশের ওপর প্রভাব নিয়ে বৈঠকটি ছিল বলে জানিয়েছেন পররাষ্ট্রসচিব। তিনি বলেন, ‘আমরা বেলারুশ, ইউক্রেন ও রাশিয়া থেকে অনেক কিছু আমদানি ও রপ্তানি করি। সুতরাং আমদানি-রপ্তানির কী হবে, ব্যাংকিং লেনদেনে কী হবে, বাংলাদেশের সঙ্গে রাশিয়ার বড় যে উদ্যোগগুলো ছিল, তার কী হবে, এর বিকল্প চিন্তা করে রাখা উচিত।’
এর আগে গত ২৭ ফেব্রুয়ারি ইউক্রেন ইস্যুতে হওয়া আন্তমন্ত্রণালয় বৈঠক শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে আজকের পত্রিকাকে জানিয়েছিলেন, ‘ইউক্রেন থেকে সীমান্ত পাড়ি দেওয়া বাংলাদেশিদের মধ্যে পোল্যান্ডে যাওয়ার আগ্রহ বেশি। এর পর হাঙ্গেরি। তাঁদের রোমানিয়া যাওয়ার আগ্রহ নেই বললেই চলে।’
এর কারণ ব্যাখ্যায় তিনি বলেন, ‘রোমানিয়া সেনজেনভুক্ত দেশ নয়। ফলে রোমানিয়া প্রবেশ করলে সেখান থেকে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে যাওয়া যাবে না। তাঁদের মধ্যে পোল্যান্ডে যাওয়ার প্রবণতা বেশি, কারণ সেখান থেকে ইউরোপের যে কোনো দেশে যাওয়া সহজ। এ কারণে পোল্যান্ডে যাওয়ার সংখ্যা এখনো বেশি, সামনে আরও বেশি দেখা যাবে। তবে এ বিষয়টি উদ্বেগেরও। কারণ বাংলাদেশিরা সেখান থেকে পালিয়ে গেলে ভবিষ্যতে কোনো দেশ থেকে কোনো ধরনের সুবিধা নিতে ঝামেলায় পড়তে হবে বাংলাদেশকে।’
আরো পড়ুন:
আপাতত পরিবেশ মন্ত্রণালয়ের ছাড়পত্র ছাড়াই ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ স্থাপন’ প্রকল্প অনুমোদন করেছে সরকার। আজ রোববার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় পরিবেশ ছাড়পত্র নেওয়ার শর্তে সিরাজগঞ্জের ৫১৯ কোটি টাকা ব্যয়সাপেক্ষ প্রকল্পটি অনুমোদিত হয়।
১ ঘণ্টা আগেকক্সবাজার থেকে অসুস্থ হয়ে ঢাকায় ফেরার পরদিন রাজধানী স্কয়ার হাসপাতালে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর অ্যাপেন্ডিক্সের অস্ত্রোপচার করা হয়েছে। আজ রোববার (১৭ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন স্কয়ার হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা ইউসুফ সিদ্দিক।
২ ঘণ্টা আগেমিয়ানমারের রাখাইনে যুদ্ধ পরিস্থিতির অবনতি হওয়ায় প্রায় ৫০ হাজার রোহিঙ্গা বাংলাদেশ সীমান্তসংলগ্ন এলাকায় আশ্রয় নিয়েছে। পরিস্থিতি আরও খারাপ হলে তারা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে ঢুকে পড়তে পারে বলে স্থানীয় কর্মকর্তারা আশঙ্কা করছেন। রোহিঙ্গাবিষয়ক জাতীয় টাস্কফোর্সের (এনটিএফ) এক সভায় বিষয়টি জানানো হয়।
৩ ঘণ্টা আগেঅর্থনীতিবিদ ড. আবুল বারকাতের মুক্তির দাবিতে বিবৃতি দিয়েছেন মানবাধিকারকর্মী, শিক্ষক, আইনজীবীসহ ১২২ জন নাগরিক। তাঁরা মনে করেন, আবুল বারকাতকে বিচারপ্রক্রিয়া শুরু হওয়ার আগেই অন্যায়ভাবে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। আজ রোববার সংবাদমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ কথা জানান তাঁরা।
৩ ঘণ্টা আগে