Ajker Patrika

ইউক্রেন থেকে বাংলাদেশিদের নিরাপদ স্থানে নিতে ভারতের সঙ্গে সমন্বয়: পররাষ্ট্রসচিব

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
ইউক্রেন থেকে বাংলাদেশিদের নিরাপদ স্থানে নিতে ভারতের সঙ্গে সমন্বয়: পররাষ্ট্রসচিব

ইউক্রেনে আটকে পড়া বাংলাদেশিদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে ভারতের সঙ্গে সমন্বয় করা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। বৃহস্পতিবার সন্ধ্যায় ইউক্রেন ইস্যুতে আন্তমন্ত্রণালয় বৈঠক করে পররাষ্ট্র মন্ত্রণালয়। বৈঠক শেষে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন এ কথা জানান। 

মাসুদ বিন মোমেন বলেন, ‘আমাদের ছাত্ররা, যারা বিভিন্ন জায়গায় রয়েছেন, বেশ কিছু ক্ষেত্রে কিছু জায়গায় বাংলাদেশিরা ও ভারতীয়রা এখনো রয়েছেন। বাংলাদেশের রাষ্ট্রদূতেরা ভারতের রাষ্ট্রদূতদের সঙ্গে সমন্বয় করে নাগরিকদের সরানোর কাজ করছেন। কারণ, সেখান থেকে বের হওয়ার খুব ছোট ছোট পকেট রয়েছে, যে তথ্যগুলো আমাদের কাছে নেই। এটি ভারতের সঙ্গে সমন্বয় করে করা হচ্ছে।’ 

পররাষ্ট্রসচিব বলেন, পোল্যান্ডে এখন মোট ৬০০ জন বাংলাদেশি আছেন। এর মধ্যে সেফ হাউসে আছেন ১০০ জন। যারা বাংলাদেশে ফেরত আসতে চায়, তাদের ফিরিয়ে আনা হবে। তবে বেশির ভাগ বাংলাদেশি সেখানেই স্থানীয়ভাবে ব্যবস্থা করে নিতে চায়। তিনি জানান, হাঙ্গেরির একটি বিশ্ববিদ্যালয় ইউক্রেন থেকে সেখানে যাওয়া বাংলাদেশি শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় পরিবর্তনের সুযোগ করে দেবে। সামনের দিনগুলোতে এ রকম আরও সুযোগ তৈরি হবে। 

রাশিয়ার ওপর যে নিষেধাজ্ঞাগুলো এসেছে, তাতে বাংলাদেশের ওপর প্রভাব নিয়ে বৈঠকটি ছিল বলে জানিয়েছেন পররাষ্ট্রসচিব। তিনি বলেন, ‘আমরা বেলারুশ, ইউক্রেন ও রাশিয়া থেকে অনেক কিছু আমদানি ও রপ্তানি করি। সুতরাং আমদানি-রপ্তানির কী হবে, ব্যাংকিং লেনদেনে কী হবে, বাংলাদেশের সঙ্গে রাশিয়ার বড় যে উদ্যোগগুলো ছিল, তার কী হবে, এর বিকল্প চিন্তা করে রাখা উচিত।’ 

এর আগে গত ২৭ ফেব্রুয়ারি ইউক্রেন ইস্যুতে হওয়া আন্তমন্ত্রণালয় বৈঠক শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে আজকের পত্রিকাকে জানিয়েছিলেন, ‘ইউক্রেন থেকে সীমান্ত পাড়ি দেওয়া বাংলাদেশিদের মধ্যে পোল্যান্ডে যাওয়ার আগ্রহ বেশি। এর পর হাঙ্গেরি। তাঁদের রোমানিয়া যাওয়ার আগ্রহ নেই বললেই চলে।’ 

এর কারণ ব্যাখ্যায় তিনি বলেন, ‘রোমানিয়া সেনজেনভুক্ত দেশ নয়। ফলে রোমানিয়া প্রবেশ করলে সেখান থেকে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে যাওয়া যাবে না। তাঁদের মধ্যে পোল্যান্ডে যাওয়ার প্রবণতা বেশি, কারণ সেখান থেকে ইউরোপের যে কোনো দেশে যাওয়া সহজ। এ কারণে পোল্যান্ডে যাওয়ার সংখ্যা এখনো বেশি, সামনে আরও বেশি দেখা যাবে। তবে এ বিষয়টি উদ্বেগেরও। কারণ বাংলাদেশিরা সেখান থেকে পালিয়ে গেলে ভবিষ্যতে কোনো দেশ থেকে কোনো ধরনের সুবিধা নিতে ঝামেলায় পড়তে হবে বাংলাদেশকে।’

আরো পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত