আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ আজ বৃহস্পতিবার বলেছেন, তাঁর দেশ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায় এবং দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে চায়। কপ-২৯ গ্লোবাল ক্লাইমেট কনফারেন্সে দেশটির রাজধানী বাকুতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে প্রেসিডেন্ট আলিয়েভ এ মন্তব্য করেন।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
আজারবাইজানের প্রেসিডেন্ট জানান, আগামী বছরের শুরুর দিকে আজারবাইজানের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল বাংলাদেশ সফরে আসবে। এই সফরে উভয় দেশের মধ্যে ব্যাপক পরিসরে সম্পর্ক স্থাপনের সম্ভাবনাগুলো খতিয়ে দেখা যায়। আলিয়েভ বলেন, তাঁর দেশ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী এবং ঢাকা শহরে একটি স্থায়ী দূতাবাস খোলার বিষয়ে ভাবছে। কারণ, উভয় দেশের মধ্যে বাণিজ্য এবং আন্তর্জাতিক সহযোগিতার সুযোগ বৃদ্ধি পাচ্ছে।
প্রেসিডেন্ট আলিয়েভ বাংলাদেশে জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের প্রশংসা করে বলেন, তিনি গত কয়েক মাস ধরে বাংলাদেশের ঘটনাবলি পর্যবেক্ষণ করছেন। তিনি উল্লেখ করেন, আজারবাইজানে যুবকদের জন্য একটি আত্ম-কর্মসংস্থান কর্মসূচি চলছে, যা ড. ইউনূসের ধারণা থেকে অনুপ্রাণিত।
এ সময় আজারবাইজানের প্রেসিডেন্ট ড. ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানিয়ে বলেন, তাঁর নেতৃত্বে বাংলাদেশ উন্নতি করবে। তিনি বলেন, ‘আপনার কাজটি অত্যন্ত চ্যালেঞ্জিং, তবে আমি জানি, আপনি সেই ব্যক্তি যিনি এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবেন।’ প্রেসিডেন্ট আলিয়েভ জানান, তাঁর দেশ দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে ডিজিটাল সেবা চালু করেছে এবং তাদের ডিজিটালাইজেশনের অভিজ্ঞতা বাংলাদেশকে জানাতে আগ্রহী।
সাক্ষাতে প্রধান উপদেষ্টা দুই দেশের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী করার আহ্বান জানান। তিনি বলেন, ‘দ্বিপক্ষীয় বাণিজ্য, জনগণের মধ্যে আন্তঃসম্পর্ক এবং বড় আন্তর্জাতিক ফোরামে সহযোগিতা বাড়লে উভয় দেশই সমৃদ্ধি লাভ করতে পারে।’
অধ্যাপক ইউনূস বলেন, ‘মধ্য এশিয়ার তেলসমৃদ্ধ দেশগুলোতে আরও বেশি বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হওয়া উচিত। সাম্প্রতিক বছরগুলোতে শত শত বাংলাদেশি আজারবাইজানের জাহাজ নির্মাণ শিল্পে কাজের সুযোগ পেয়েছেন।’
বৈঠকে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুফতে সিদ্দিকী, এসডিজি বিষয়ক সিনিয়র সচিব এবং প্রধান সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং তুরস্ক ও আজারবাইজানে বাংলাদেশের রাষ্ট্রদূত এম. আমানুল হক উপস্থিত ছিলেন।
আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ আজ বৃহস্পতিবার বলেছেন, তাঁর দেশ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায় এবং দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে চায়। কপ-২৯ গ্লোবাল ক্লাইমেট কনফারেন্সে দেশটির রাজধানী বাকুতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে প্রেসিডেন্ট আলিয়েভ এ মন্তব্য করেন।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
আজারবাইজানের প্রেসিডেন্ট জানান, আগামী বছরের শুরুর দিকে আজারবাইজানের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল বাংলাদেশ সফরে আসবে। এই সফরে উভয় দেশের মধ্যে ব্যাপক পরিসরে সম্পর্ক স্থাপনের সম্ভাবনাগুলো খতিয়ে দেখা যায়। আলিয়েভ বলেন, তাঁর দেশ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী এবং ঢাকা শহরে একটি স্থায়ী দূতাবাস খোলার বিষয়ে ভাবছে। কারণ, উভয় দেশের মধ্যে বাণিজ্য এবং আন্তর্জাতিক সহযোগিতার সুযোগ বৃদ্ধি পাচ্ছে।
প্রেসিডেন্ট আলিয়েভ বাংলাদেশে জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের প্রশংসা করে বলেন, তিনি গত কয়েক মাস ধরে বাংলাদেশের ঘটনাবলি পর্যবেক্ষণ করছেন। তিনি উল্লেখ করেন, আজারবাইজানে যুবকদের জন্য একটি আত্ম-কর্মসংস্থান কর্মসূচি চলছে, যা ড. ইউনূসের ধারণা থেকে অনুপ্রাণিত।
এ সময় আজারবাইজানের প্রেসিডেন্ট ড. ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানিয়ে বলেন, তাঁর নেতৃত্বে বাংলাদেশ উন্নতি করবে। তিনি বলেন, ‘আপনার কাজটি অত্যন্ত চ্যালেঞ্জিং, তবে আমি জানি, আপনি সেই ব্যক্তি যিনি এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবেন।’ প্রেসিডেন্ট আলিয়েভ জানান, তাঁর দেশ দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে ডিজিটাল সেবা চালু করেছে এবং তাদের ডিজিটালাইজেশনের অভিজ্ঞতা বাংলাদেশকে জানাতে আগ্রহী।
সাক্ষাতে প্রধান উপদেষ্টা দুই দেশের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী করার আহ্বান জানান। তিনি বলেন, ‘দ্বিপক্ষীয় বাণিজ্য, জনগণের মধ্যে আন্তঃসম্পর্ক এবং বড় আন্তর্জাতিক ফোরামে সহযোগিতা বাড়লে উভয় দেশই সমৃদ্ধি লাভ করতে পারে।’
অধ্যাপক ইউনূস বলেন, ‘মধ্য এশিয়ার তেলসমৃদ্ধ দেশগুলোতে আরও বেশি বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হওয়া উচিত। সাম্প্রতিক বছরগুলোতে শত শত বাংলাদেশি আজারবাইজানের জাহাজ নির্মাণ শিল্পে কাজের সুযোগ পেয়েছেন।’
বৈঠকে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুফতে সিদ্দিকী, এসডিজি বিষয়ক সিনিয়র সচিব এবং প্রধান সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং তুরস্ক ও আজারবাইজানে বাংলাদেশের রাষ্ট্রদূত এম. আমানুল হক উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এটি বাংলাদেশ রেলওয়ের বাণিজ্যিক সিদ্ধান্ত, যার সঙ্গে দলীয় রাজনীতির কোনো সংশ্লিষ্টতা নেই। ভাড়া বাবদ প্রায় ৩২ লাখ টাকা অগ্রিম পরিশোধ করেছে সংশ্লিষ্ট রাজনৈতিক দল, যা রেলের আয় বাড়িয়েছে। তা ছাড়া আগামীকাল শনিবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় এদিন যাত্রী চাহিদা তুলনামূলক কম থাকে...
২৯ মিনিট আগেমানবাধিকারের প্রচার ও সুরক্ষায় সহায়তা করার লক্ষ্যে জাতিসংঘ মানবাধিকার কার্যালয় (ওএইচসিএইচআর) ও বাংলাদেশ সরকার সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। এই চুক্তির মাধ্যমে বাংলাদেশে জাতিসংঘের একটি মানবাধিকার মিশন খোলা হবে।
৫ ঘণ্টা আগেবাংলাদেশে স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিংকের কার্যক্রম চালু করতে সরকার যে দক্ষতা ও সমন্বিত প্রচেষ্টা দেখিয়েছে, তা নজিরবিহীন বলে মন্তব্য করেছেন স্পেসএক্স-এর ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার।
৫ ঘণ্টা আগেবাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুরের প্রথম ইউনিটের কমিশনিং প্রক্রিয়ার পরবর্তী ধাপ হিসেবে ‘হট টেস্টিং’ বা বাষ্প নির্গমন পরীক্ষা শুরু হয়েছে। এই পরীক্ষা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্ভরযোগ্যতা যাচাইয়ের একটি গুরুত্বপূর্ণ ধাপ। ওয়ার্ল্ড নিউক্লিয়ার নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
৭ ঘণ্টা আগে