Ajker Patrika

‘সন্ত্রাসী’ অভিহিত না হয়ে মতপ্রকাশ মানুষের অধিকার, বললেন জাতিসংঘ বিশেষজ্ঞ

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
‘সন্ত্রাসী’ অভিহিত না হয়ে মতপ্রকাশ মানুষের অধিকার, বললেন জাতিসংঘ বিশেষজ্ঞ

কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের বিরোধিতাকারী ও জলবায়ু সংরক্ষণ আন্দোলনের কর্মীদের ডিজিটাল সিকিউরিটি আইনে অভিযুক্ত করা ‘মারাত্মক রকম বাড়াবাড়ি’ বলে উল্লেখ করেছেন জাতিসংঘের এক বিশেষজ্ঞ। চলতি মাসের শুরুতে বাংলাদেশে ১০ দিন সফর শেষে জাতিসংঘের জলবায়ু পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত মানবাধিকার বিষয়ক বিশেষজ্ঞ আয়ান ফ্রাই বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। 

সফরকালে জলবায়ু সংরক্ষণ আন্দোলনের কর্মীদের সঙ্গে আলাপের সূত্রে সংবাদ সম্মেলনে আয়ান ফ্রাই বলেন, ‘কয়লাভিত্তিক নতুন বিদ্যুৎ কেন্দ্রের বিরোধিতাকারীদের বিরুদ্ধে সরকার মামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে বোঝা যায়, জলবায়ু আন্দোলনের কর্মীদের কণ্ঠরোধ করতে সরকার ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট (ডিএসএ) ব্যবহার করছে। এটা বাড়াবাড়ি। ‘সন্ত্রাসী’ হিসেবে অভিহিত না হয়ে নিজের মতপ্রকাশ করার অধিকার মানুষের আছে।’ 

আয়ান ফ্রাই বলেন, তিনি নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর সদস্যদের সঙ্গেও কথা বলেছেন, যাঁরা নিজেদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন। বন কাটা, জমি দখল ও পানীয় জলের অভাবে তাঁদের প্রথাগত জীবনযাত্রা হুমকির সম্মুখীন বলেও তাঁরা জাতিসংঘ বিশেষজ্ঞকে জানান। এসব জনগোষ্ঠীর মানুষকে সরকার ‘আদিবাসী’ হিসেবে মেনে নিতে অস্বীকার করায় তাঁদের অধিকারগুলোও অবহেলিত রয়ে গেছে। 

জলবায়ু পরিবর্তনের পরিণামে লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে দুর্ভোগে পড়েছে উল্লেখ করে জাতিসংঘের এ বিশেষজ্ঞ বলেন, ‘মানুষ গ্রাম ছেড়ে শহরে চলে যাচ্ছে। আশ্রয় নিচ্ছে বস্তিতে, যেখানে নিজেদের মৌলিক অধিকারগুলো থেকে তাঁরা বঞ্চিত হচ্ছে। নারী ও শিশুরা এ ক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতির শিকার হচ্ছে।’ 

জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি কাটাতে বাংলাদেশের আন্তর্জাতিক তহবিল দরকার বলে উল্লেখ করে আয়ান ফ্রাই বলেন, ‘আবহাওয়ার বিরূপ প্রতিক্রিয়ার ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতির বোঝা বাংলাদেশ একা বয়ে বেড়াতে বাধ্য হওয়া সমীচীন নয়। এ ক্ষেত্রে আন্তর্জাতিক তহবিল গঠন করা দরকার।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত