Ajker Patrika

রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে জাপা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ১৮: ৩২
রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে জাপা

‌নির্বাচন ক‌মিশন (ইসি) গঠ‌ন নি‌য়ে রাষ্ট্রপ‌তি মো. আবদুল হা‌মি‌দের সঙ্গে সংলা‌পে ব‌সে‌ছে জাতীয় পা‌র্টির প্রতি‌নি‌ধিদল। 

আজ সোমবার বি‌কে‌লে বঙ্গবভ‌নে দল‌টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কা‌দেরের নেতৃত্বে আট সদ‌স্যের এক‌টি প্র‌তি‌নি‌ধিদল রাষ্ট্রপ‌তির স‌ঙ্গে আলোচনায় ব‌সে। 

সংলা‌পে অংশ নেওয়া অন্য সদস্যরা হ‌লেন জাপার  সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ,  মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার, কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন বাবলা, কো-চেয়ারম্যান সালমা ইসলাম ও বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা।

আইন না থাকায় বর্তমান ইসি গঠনের পথেই হাঁটছে সরকার। নতুন ইসি গঠনে সংসদে বিরোধী দল জাতীয় পার্টির সঙ্গে আজ সোমবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংলাপে বসেছেন। পর্যায়ক্রমে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবেন রাষ্ট্রপতি। যদিও রাষ্ট্রপতির এই সংলাপকে নিয়মরক্ষার সংলাপ বলে মনে করছেন কেউ কেউ।

কেএম নূরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ আগামী ১৪ ফেব্রুয়ারি শেষ হবে। এই কমিশন গঠনের আগে ২০১৬ সালে ৩১টি দলের সঙ্গে সংলাপ করেছিলেন রাষ্ট্রপতি। এক মাস সংলাপ শেষে সার্চ কমিটি করে ইসি গঠন করে দিয়েছিলেন রাষ্ট্রপতি। প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার পর সার্চ কমিটি গঠনের মাধ্যমে ইসি নিয়োগ দেওয়ার প্রক্রিয়া শুরু করেছিলেন। বর্তমান ইসি গঠনে আবদুল হামিদও সেই প্রক্রিয়া অনুসরণ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

গঙ্গাচড়ায় হিন্দুপল্লিতে হামলাকারীদের উসকানি, স্থানীয় সাংবাদিক গ্রেপ্তার

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

অতিরিক্ত ফি দাবি করায় বিমানবন্দর স্টাফের চোয়াল ভেঙে দিলেন যাত্রী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত