Ajker Patrika

পেনশনের প্রত্যয় স্কিম নিয়ে মন্তব্য করতে চান না শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৯ জুলাই ২০২৪, ২০: ২৫
পেনশনের প্রত্যয় স্কিম নিয়ে মন্তব্য করতে চান না শিক্ষামন্ত্রী

সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আন্দোলন প্রসঙ্গে কোনো মন্তব্য করতে রাজি নন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। তিনি বলেছেন, ‘এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনা রয়েছে। এটিই সরকারের সার্বিক নির্দেশনা। তাই এ বিষয়ে আলাদা মন্তব্য করা যাবে না। কারণ, এটি সরকারের নীতিনির্ধারণী বিষয়।’

আজ মঙ্গলবার বিকেলে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাতীয় পাঠ্যক্রম পোর্টাল উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ মন্তব্য করেন।

মহিবুল হাসান চৌধুরী বলেন, ‘১ জুলাইয়ের পর যেসব শিক্ষক বিশ্ববিদ্যালয়গুলোতে যোগ দেবেন এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অন্য কর্মকর্তারাও যেখানে যোগ দেবেন, সে বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের একটি নির্দেশনা আছে। অবশ্যই সেটি সরকারের সার্বিক একটি নির্দেশনা। শিক্ষা মন্ত্রণালয় সরকারের গুরুত্বপূর্ণ অংশ, তবে সর্বজনীন পেনশনের বিষয়ে আলাদা মন্তব্য করা যাবে না। কারণ, এটি সরকারের নীতিনির্ধারণী বিষয়।’

পাবলিক বিশ্ববিদ্যালয়ের চলমান আন্দোলন নিয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে শিক্ষামন্ত্রী বলেন, ‘পেনশন কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি দিয়ে কিছু বিষয় পরিষ্কার করেছে। এর বাইরে কোনো বিষয়ে বক্তব্য দিতে চাই না। অচলাবস্থার কথা বলা হচ্ছে। আমরা দেখেছি, এর আগে অনেক সরকারের সময় বিশ্ববিদ্যালয়গুলো মাসের পর মাস বন্ধ ছিল। তখন তো আমরা এভাবে বলিনি যে, অচলাবস্থার সৃষ্টি হয়েছে। শিক্ষকেরা কিছু কর্মসূচি দিচ্ছেন। তবে অর্থ মন্ত্রণালয়ের স্পষ্টীকরণের পর এ বিষয়ে বক্তব্য দেওয়া আমার পক্ষে সম্ভব নয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত