নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জাতীয় সনদের খসড়া চূড়ান্ত করার জন্য আগামী দুই-তিন দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেছেন, অংশগ্রহণকারী দলগুলোর সহযোগিতা অব্যাহত থাকলে এই সময়ের মধ্যেই ঐতিহাসিক একটি দলিল প্রণয়ন সম্ভব হবে।
আজ সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান সংলাপের দ্বিতীয় পর্যায়ের ২০তম দিনের সূচনালগ্নে তিনি এ কথা বলেন।
আলী রীয়াজ বলেন, ‘গত কিছুদিনের মধ্যে বিশেষ করে গতকাল আমরা উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করতে পেরেছি। আজকেও জাতীয় সনদের প্রেক্ষাপট ও ভূমিকা নিয়ে আলোচনার মাধ্যমে একটি ভাষা চূড়ান্ত করার চেষ্টা করছি। যদিও রাষ্ট্রপতির ক্ষমতা নিয়ে আলোচনা এখনও শুরু হয়নি, তবে বাকি বিষয়গুলো নিয়ে ধারাবাহিক আলোচনা অব্যাহত থাকবে।’
কমিশনের সহসভাপতি জানান, কমিশন ইতিমধ্যে ১২টি গুরুত্বপূর্ণ বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে একমত হয়েছে। তবে আরও দুটি গুরুত্বপূর্ণ ইস্যু আছে যেগুলো নিয়ে এখনো মতানৈক্য রয়েছে। বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি।
তিনি বলেন, ‘কমিশনের প্রস্তাবগুলো কোনোভাবে চূড়ান্ত নয়। আলোচনা ও সংশোধনের মধ্য দিয়ে এসব প্রস্তাব বারবার পরিবর্তন করা হয়েছে যাতে সবাই একমত হতে পারেন। কমিশনের অবস্থান এককভাবে চাপিয়ে দেওয়ার নয়, বরং সমন্বিতভাবে একটি জাতীয় ঐক্যমতের ভিত্তিতে অগ্রসর হওয়ার।’
নারীর প্রতিনিধিত্ব, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর নিয়োগ প্রক্রিয়া, নির্বাচন ও জনপ্রশাসন সংস্কারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে আরও আলোচনা প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি।
আলী রীয়াজ আরও জানান, এই আলোচনা শেষ করে জাতীয় সনদের খসড়া প্রস্তুত করে তা জনসমক্ষে উপস্থাপন এবং রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরের মাধ্যমে একটি ঐতিহাসিক দলিল রূপে পেশ করার লক্ষ্য নিয়েই কমিশনের কাজ চলছে।
আলী রীয়াজ বলেন, ‘আমরা চাই, এই দলিলটি ভবিষ্যতের বাংলাদেশের জন্য একটি দিকনির্দেশনা হোক। রাজনৈতিক দলগুলো যে আন্তরিকতা ও সহযোগিতা দেখাচ্ছে, তাতে আমরা আশাবাদী আগামী কয়েক দিনের মধ্যেই ঐক্যমতের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যাবে।’
সংলাপের শুরুতেই তিনি অংশগ্রহণকারী দলগুলোর প্রতিনিধিদের ধন্যবাদ জানান এবং সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।
জাতীয় সনদের খসড়া চূড়ান্ত করার জন্য আগামী দুই-তিন দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেছেন, অংশগ্রহণকারী দলগুলোর সহযোগিতা অব্যাহত থাকলে এই সময়ের মধ্যেই ঐতিহাসিক একটি দলিল প্রণয়ন সম্ভব হবে।
আজ সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান সংলাপের দ্বিতীয় পর্যায়ের ২০তম দিনের সূচনালগ্নে তিনি এ কথা বলেন।
আলী রীয়াজ বলেন, ‘গত কিছুদিনের মধ্যে বিশেষ করে গতকাল আমরা উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করতে পেরেছি। আজকেও জাতীয় সনদের প্রেক্ষাপট ও ভূমিকা নিয়ে আলোচনার মাধ্যমে একটি ভাষা চূড়ান্ত করার চেষ্টা করছি। যদিও রাষ্ট্রপতির ক্ষমতা নিয়ে আলোচনা এখনও শুরু হয়নি, তবে বাকি বিষয়গুলো নিয়ে ধারাবাহিক আলোচনা অব্যাহত থাকবে।’
কমিশনের সহসভাপতি জানান, কমিশন ইতিমধ্যে ১২টি গুরুত্বপূর্ণ বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে একমত হয়েছে। তবে আরও দুটি গুরুত্বপূর্ণ ইস্যু আছে যেগুলো নিয়ে এখনো মতানৈক্য রয়েছে। বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি।
তিনি বলেন, ‘কমিশনের প্রস্তাবগুলো কোনোভাবে চূড়ান্ত নয়। আলোচনা ও সংশোধনের মধ্য দিয়ে এসব প্রস্তাব বারবার পরিবর্তন করা হয়েছে যাতে সবাই একমত হতে পারেন। কমিশনের অবস্থান এককভাবে চাপিয়ে দেওয়ার নয়, বরং সমন্বিতভাবে একটি জাতীয় ঐক্যমতের ভিত্তিতে অগ্রসর হওয়ার।’
নারীর প্রতিনিধিত্ব, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর নিয়োগ প্রক্রিয়া, নির্বাচন ও জনপ্রশাসন সংস্কারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে আরও আলোচনা প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি।
আলী রীয়াজ আরও জানান, এই আলোচনা শেষ করে জাতীয় সনদের খসড়া প্রস্তুত করে তা জনসমক্ষে উপস্থাপন এবং রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরের মাধ্যমে একটি ঐতিহাসিক দলিল রূপে পেশ করার লক্ষ্য নিয়েই কমিশনের কাজ চলছে।
আলী রীয়াজ বলেন, ‘আমরা চাই, এই দলিলটি ভবিষ্যতের বাংলাদেশের জন্য একটি দিকনির্দেশনা হোক। রাজনৈতিক দলগুলো যে আন্তরিকতা ও সহযোগিতা দেখাচ্ছে, তাতে আমরা আশাবাদী আগামী কয়েক দিনের মধ্যেই ঐক্যমতের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যাবে।’
সংলাপের শুরুতেই তিনি অংশগ্রহণকারী দলগুলোর প্রতিনিধিদের ধন্যবাদ জানান এবং সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।
বাংলাদেশ পুলিশের চারজন ডিআইজিকে বাধ্যতামূলক অবসর পাঠিয়েছে অন্তর্বর্তী সরকার। আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
২৯ মিনিট আগেজাতীয় সনদে থাকা সুপারিশগুলো পরবর্তী দুই বছরের মধ্যে বাস্তবায়ন নিশ্চিত করার জন্য রাজনৈতিক দলগুলোর কাছে থেকে অঙ্গীকার নেওয়া হবে। জুলাই সনদের অংশবিশেষের খসড়া আজ সোমবার রাজনৈতিক দলগুলোর কাছে পাঠিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন...
৩৩ মিনিট আগেজাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগস্ট মাস থেকে পুলিশের প্রশিক্ষণ শুরু হবে। আজ সোমবার আইনশৃঙ্খলাসংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী এই মন্তব্য করেন।
১ ঘণ্টা আগেবাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজি আবু হাসান মুহাম্মদ তারিককে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। তিনি পুলিশ স্টাফ কলেজের রেক্টর।
১ ঘণ্টা আগে