Ajker Patrika

বিআরটিএর অভিযানে ৯ দিনে ২ হাজার মামলা ও ৪৭ লাখ জরিমানা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিআরটিএর অভিযানে ৯ দিনে ২ হাজার মামলা ও ৪৭ লাখ জরিমানা

মেয়াদোত্তীর্ণ যানবাহন, সড়ক নিরাপত্তা ও পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টে ৯ দিনে সারা দেশে ২ হাজার ৩টি মামলা হয়েছে। জরিমানা আদায় করা হয়েছে ৪৭ লাখ ৩১ হাজার ৮৫০ টাকা।

আজ সোমবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এক প্রতিবেদনে অভিযানের এই তথ্য জানিয়েছে। গত ২০ জুলাই থেকে ২৭ জুলাই পর্যন্ত এই অভিযান চালায় বিআরটিএ।

বিআরটিএর নিজের পরিচালিত অভিযানে সবচেয়ে বেশি মামলা হয়েছে। বিআরটিএর নিজস্বভাবে পরিচালিত মোবাইল কোর্টে ৯২৯টি মামলা হয় এবং ২৪ লাখ ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এর বাইরে ঢাকা বিভাগে ১৭৯টি মামলা ও ৩ লাখ ৭৪ হাজার টাকা জরিমানা, চট্টগ্রাম বিভাগে ১৬৮টি মামলা ও ৩ লাখ ৩০ হাজার টাকা জরিমানা, রাজশাহী বিভাগে ১৪০টি মামলা ও ২ লাখ ৭৯ হাজার ৭০০ টাকা জরিমানা, খুলনা বিভাগে ২০৫টি মামলা ও ৩ লাখ ১৮ হাজার ৫০০ টাকা জরিমানা, বরিশাল বিভাগে ৬৮টি মামলা ও ১ লাখ ৬৯ হাজার টাকা জরিমানা, সিলেট বিভাগে ৬৯টি মামলা ও ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা, রংপুর বিভাগে ১৭১টি মামলা ও ৪ লাখ ১৯ হাজার ৫০০ টাকা জরিমানা এবং ময়মনসিংহ বিভাগে ৭৪টি মামলা ও ২ লাখ ৬৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এ ছাড়া এই অভিযানে মোট ৪৮টি যানবাহন ডাম্পিং করা হয়েছে। তবে কোনো চালক বা মালিককে কারাদণ্ড দেওয়া হয়নি।

মেয়াদোত্তীর্ণ যানবাহন, ফিটনেস ও কাগজপত্রবিহীন যানবাহনের বিরুদ্ধে চলমান এই অভিযান আরও জোরালো করা হবে বলে জানিয়েছেন বিআরটিএ সংশ্লিষ্টরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যাংকিংয়ের নামে কারসাজি, ফাঁসছে ফার্স্ট সিকিউরিটি

‘আমার নিরপরাধ ছেলেডারে ডাইক্যা নিয়া ওসি স্যার জেলে ডুকাইয়া দিল’

রাঙামাটির হোটেল থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, ম্যানেজার আটক

চাঁদাবাজদের কথিত তালিকা নিয়ে রাজশাহীতে তোলপাড়, বিএনপি-জামায়াত নেতাদের নাম

নয়া ন্যাটো গঠনের ছক কষছে ইরান, সঙ্গে আছে চীন-রাশিয়া

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত