Ajker Patrika

এসএমএস না পেলেও দেওয়া যাবে বুস্টার ডোজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৬ মার্চ ২০২২, ১৫: ৫৯
এসএমএস না পেলেও দেওয়া যাবে বুস্টার ডোজ

বুস্টার ডোজ নেওয়ার সময়সীমা কমিয়ে আনা হয়েছে। এত দিন বুস্টার ডোজ নিতে ছয় মাস লাগলেও এখন থেকে দুই ডোজ নেওয়ার সময় চার মাস হলেই নেওয়া যাবে। এমনকি কেউ যদি এসএমএস না পায়, তার পরও কেন্দ্রে এলেই বুস্টার ডোজ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। 

আজ বুধবার রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মন্ত্রী। 

করোনা নিয়ন্ত্রণে টিকাদানের ভূমিকার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘সংক্রমণ কমার পাশাপাশি গতকাল কেউ মারা যায়নি। আমরা এখন খুবই ভালো অবস্থানে আছি। আমাদের চিকিৎসার কোনো অভাব নেই। শয্যা, আইসিইউ ও অক্সিজেনের কোনো ঘাটতি নেই। ভ্যাকসিন দিতে পেরেছি বিধায় মৃত্যু শূন্যে নামার পাশাপাশি স্কুল-কলেজে পাঠদান চলছে। সবকিছু স্বাভাবিক রয়েছে। ভ্যাকসিন গ্রহণে আমাদের দেশের মানুষের কোনো অনাগ্রহ নেই।’ 

পরিস্থিতি ধরে রাখতে সতর্ক থাকার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা দেখছি, ভারত, চীনসহ বিভিন্ন দেশে আবারও সংক্রমণ বাড়ছে। এ জন্য আমাদের সতর্ক থাকতে হবে। মাস্ক পরতে হবে। দেশে কমলেও বিদেশ থেকে যারা আসছেন তাদের নিয়ে শঙ্কা বাড়ছে। তাঁরা যেন সতর্ক থাকে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত