Ajker Patrika

সংসদে প্রবেশ করেছেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০১ জুন ২০২৩, ১৫: ৪০
সংসদে প্রবেশ করেছেন রাষ্ট্রপতি

শপথ নেওয়ার পর প্রথমবারের মতো জাতীয় সংসদ ভবনে এসেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বেলা আড়াইটার পর সংসদ ভবনে প্রবেশ করেন তিনি। জাতীয় সংসদের চিফ হুইপ নুর-ই আলম চৌধুরী সংসদ ভবনে রাষ্ট্রপতিকে স্বাগত জানান। পরে তিনি সপ্তম তলায় অবস্থিত রাষ্ট্রপতির চেম্বারে অবস্থান করেন।  

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এর আগেও সংসদ ভবনে প্রবেশ করলেও এবারই প্রথম তিনি রাষ্ট্রপতি হিসেবে সংসদ ভবনে এলেন। এর আগে তিনি সরকারি কর্মকর্তা ও বিশিষ্ট নাগরিক হিসেবে বিভিন্ন অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নিয়েছেন। সর্বশেষ গত এপ্রিলে জাতীয় সংসদের ৫০ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত বিশেষ অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন। অবশ্য শপথ না নিলেও সে সময় তিনি রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন। 

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন দেওয়া বাজেটে সম্মতি দেবেন। অর্থবিল হিসাবে বাজেট সংসদে উপস্থাপনের আগে রাষ্ট্রপতি সুপারিশ গ্রহণের  সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। 

সংবিধানের ৮২ অনুচ্ছেদে বলা হয়েছে, কোনো অর্থ বিল অথবা সরকারি অর্থ ব্যয়ের প্রশ্ন জড়িত রহিয়াছে এমন কোনো বিল রাষ্ট্রপতির সুপারিশ ব্যতীত সংসদে উত্থাপন করা যাইবে না। 

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, বাজেটে (অর্থবিল) সুপারিশ ছাড়াও রাষ্ট্রপতির গ্যালারিতে বসে বাজেট উপস্থাপন দেখবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত