নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ডেঙ্গুর নতুন হটস্পট হয়ে উঠেছে দক্ষিণের জেলা বরগুনা। সরকারি হিসাবে, গত বৃহস্পতিবার (১০ জুলাই) পর্যন্ত জেলায় ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ জনে। ঢাকার বাইরের জেলায় হঠাৎ করে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ার ব্যাখ্যা দিয়েছেন স্থানীয় সরকার সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী।
সচিব বলেন, বৃষ্টির পানি মানুষ খাওয়ার জন্য ধরে রাখে। ফলে সেখানে এডিস মশার লার্ভা জন্মাতে পারে। পানির ধারকগুলো ঢাকনা দিয়ে অথবা কাপড় দিয়ে ঢেকে রাখার ব্যবস্থা করা হচ্ছে।
আজ শনিবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) কর্তৃক বলধা গার্ডেন সংলগ্ন ডিএসসিসি অঞ্চল-০৫ এলাকায় ডেঙ্গু নিয়ন্ত্রণ এবং জনসচেতনতা বৃদ্ধিতে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানে যোগ দিয়ে স্থানীয় সরকার সচিব এ কথা বলেন।
ডেঙ্গু প্রতিরোধ করতে, নগর পরিচ্ছন্ন রাখতে নাগরিকদের সরকারের সঙ্গে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী বলেন, ‘বর্ষাকাল যেহেতু আমাদের জন্য ক্রিটিক্যাল সময়, এই সময় আমরা অব্যাহতভাবে আমাদের এই অভিযান পরিচালনা করব, যাতে করে ডেঙ্গু প্রতিরোধ করা যায় এবং নগরটি পরিষ্কার-পরিচ্ছন্ন থাকে। তার জন্য সবচেয়ে বড় প্রয়োজন, আমাদের সকলের একত্রে কাজ করা। শুধুমাত্র সিটি করপোরেশন বা সরকারি যন্ত্রের মাধ্যমে এটি করা সম্ভব না, এটাকে দীর্ঘমেয়াদি করা যায় না। তার জন্য নগরবাসীদেরও একসঙ্গে কাজ করতে হবে।’
বরগুনা, সাতক্ষীরাসহ ডেঙ্গুর প্রকোপ যেসব এলাকায় সেগুলোর বিষয়ে সচিব বলেন, ‘ওই সব এলাকার যারা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা রয়েছেন তাঁদের নিয়ে আমরা মিটিং করছি। আমরা নিরবচ্ছিন্নভাবে পরামর্শ এবং প্রয়োজনীয় সাপোর্ট দিচ্ছি। এবং বরগুনায় যেটা হয়েছে যে, সময় বৃষ্টির পানি মানুষ খাবারের জন্য ধরে রাখে। এখন আমরা চাচ্ছি যে, ওই সমস্ত জায়গাগুলোতে সরকারি ভাবে বৃষ্টির পানি যেখানে ধরে রাখবে সেগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে রাখা অথবা কাপড় দিয়ে ঢেকে রাখার ব্যবস্থা করা। এই জন্য আমাদের স্বাস্থ্য বিভাগ এবং আমাদের স্থানীয় প্রশাসন একসঙ্গে কাজ করছে।’
এ সময় ডিএসসিসি প্রশাসক মো. শাহজাহান মিয়া বলেন, ‘আমাদের যে নিয়মিত অভিযান, এর সুফল আমরা পাচ্ছি। যেমন আমরা যদি বলি যে গত ১০ তারিখে ডিজি হেলথ থেকে ডেঙ্গু বিষয়ক যে তথ্য পেয়েছি, তাতে আমাদের এখানকার যে হসপিটালগুলো সবগুলো থেকে প্রায় ৫০ জনের মত রোগী পাওয়া গেছে। কিন্তু এটা আমরা আবার তাদের কাছ থেকে বিশ্লেষণ করে সবার খবর নিয়ে যেটা জানতে পেরেছি যে আমাদের দক্ষিণ সিটির রোগী মাত্র চারজন। বাকিরা সবাই কিন্তু দেশের অন্যান্য অঞ্চল থেকে এসেছে। কাজেই আমাদের এই বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম এবং মশক নিধন কার্যক্রম অব্যাহত থাকবে।’
সকাল সাড়ে ৭টায় শুরু হওয়া অভিযানে ডিএসসিসির বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্বাস্থ্য বিভাগ ও বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মী এবং স্থানীয় জনগণ অংশ নেন। পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে ডিএসসিসির অঞ্চল-০৫ অন্তর্ভুক্ত ৩৯,৪০, ৪১ নং ওয়ার্ড এলাকায় ড্রেন, নর্দমা এবং ফুটপাতের আবর্জনা পরিষ্কার ও মশার ওষুধ প্রয়োগ করা হয়।
এ ছাড়া, জনসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে ডিএসসিসি ও স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে জনসচেতনতামূলক একটি র্যালি ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়।
ডেঙ্গুর নতুন হটস্পট হয়ে উঠেছে দক্ষিণের জেলা বরগুনা। সরকারি হিসাবে, গত বৃহস্পতিবার (১০ জুলাই) পর্যন্ত জেলায় ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ জনে। ঢাকার বাইরের জেলায় হঠাৎ করে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ার ব্যাখ্যা দিয়েছেন স্থানীয় সরকার সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী।
সচিব বলেন, বৃষ্টির পানি মানুষ খাওয়ার জন্য ধরে রাখে। ফলে সেখানে এডিস মশার লার্ভা জন্মাতে পারে। পানির ধারকগুলো ঢাকনা দিয়ে অথবা কাপড় দিয়ে ঢেকে রাখার ব্যবস্থা করা হচ্ছে।
আজ শনিবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) কর্তৃক বলধা গার্ডেন সংলগ্ন ডিএসসিসি অঞ্চল-০৫ এলাকায় ডেঙ্গু নিয়ন্ত্রণ এবং জনসচেতনতা বৃদ্ধিতে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানে যোগ দিয়ে স্থানীয় সরকার সচিব এ কথা বলেন।
ডেঙ্গু প্রতিরোধ করতে, নগর পরিচ্ছন্ন রাখতে নাগরিকদের সরকারের সঙ্গে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী বলেন, ‘বর্ষাকাল যেহেতু আমাদের জন্য ক্রিটিক্যাল সময়, এই সময় আমরা অব্যাহতভাবে আমাদের এই অভিযান পরিচালনা করব, যাতে করে ডেঙ্গু প্রতিরোধ করা যায় এবং নগরটি পরিষ্কার-পরিচ্ছন্ন থাকে। তার জন্য সবচেয়ে বড় প্রয়োজন, আমাদের সকলের একত্রে কাজ করা। শুধুমাত্র সিটি করপোরেশন বা সরকারি যন্ত্রের মাধ্যমে এটি করা সম্ভব না, এটাকে দীর্ঘমেয়াদি করা যায় না। তার জন্য নগরবাসীদেরও একসঙ্গে কাজ করতে হবে।’
বরগুনা, সাতক্ষীরাসহ ডেঙ্গুর প্রকোপ যেসব এলাকায় সেগুলোর বিষয়ে সচিব বলেন, ‘ওই সব এলাকার যারা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা রয়েছেন তাঁদের নিয়ে আমরা মিটিং করছি। আমরা নিরবচ্ছিন্নভাবে পরামর্শ এবং প্রয়োজনীয় সাপোর্ট দিচ্ছি। এবং বরগুনায় যেটা হয়েছে যে, সময় বৃষ্টির পানি মানুষ খাবারের জন্য ধরে রাখে। এখন আমরা চাচ্ছি যে, ওই সমস্ত জায়গাগুলোতে সরকারি ভাবে বৃষ্টির পানি যেখানে ধরে রাখবে সেগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে রাখা অথবা কাপড় দিয়ে ঢেকে রাখার ব্যবস্থা করা। এই জন্য আমাদের স্বাস্থ্য বিভাগ এবং আমাদের স্থানীয় প্রশাসন একসঙ্গে কাজ করছে।’
এ সময় ডিএসসিসি প্রশাসক মো. শাহজাহান মিয়া বলেন, ‘আমাদের যে নিয়মিত অভিযান, এর সুফল আমরা পাচ্ছি। যেমন আমরা যদি বলি যে গত ১০ তারিখে ডিজি হেলথ থেকে ডেঙ্গু বিষয়ক যে তথ্য পেয়েছি, তাতে আমাদের এখানকার যে হসপিটালগুলো সবগুলো থেকে প্রায় ৫০ জনের মত রোগী পাওয়া গেছে। কিন্তু এটা আমরা আবার তাদের কাছ থেকে বিশ্লেষণ করে সবার খবর নিয়ে যেটা জানতে পেরেছি যে আমাদের দক্ষিণ সিটির রোগী মাত্র চারজন। বাকিরা সবাই কিন্তু দেশের অন্যান্য অঞ্চল থেকে এসেছে। কাজেই আমাদের এই বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম এবং মশক নিধন কার্যক্রম অব্যাহত থাকবে।’
সকাল সাড়ে ৭টায় শুরু হওয়া অভিযানে ডিএসসিসির বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্বাস্থ্য বিভাগ ও বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মী এবং স্থানীয় জনগণ অংশ নেন। পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে ডিএসসিসির অঞ্চল-০৫ অন্তর্ভুক্ত ৩৯,৪০, ৪১ নং ওয়ার্ড এলাকায় ড্রেন, নর্দমা এবং ফুটপাতের আবর্জনা পরিষ্কার ও মশার ওষুধ প্রয়োগ করা হয়।
এ ছাড়া, জনসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে ডিএসসিসি ও স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে জনসচেতনতামূলক একটি র্যালি ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়।
হঠাৎ অস্থির হয়ে উঠেছে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো। কোথাও প্রকৌশল শিক্ষার্থীদের দাবি-দাওয়া, কোথাও ছাত্র সংসদ নির্বাচন ঘিরে বিক্ষোভ-সংঘর্ষ, আবার কোথাও পাশের গ্রামের বাসিন্দাদের সঙ্গে মারামারি—সব মিলিয়ে অনিশ্চয়তার মুখে পড়েছে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর স্বাভাবিক কার্যক্রম।
৩ ঘণ্টা আগেদ্বিতীয়বারের মতো আগা খান স্থাপত্য পুরস্কার পেয়েছেন বাংলাদেশের স্থপতি মেরিনা তাবাশ্যুম। এই অর্জনের জন্য স্থপতিকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস। তিনি এই অর্জনকে বাংলাদেশের জন্য এক ঐতিহাসিক সাফল্য বলে উল্লেখ করেছেন।
৫ ঘণ্টা আগেঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সরকারের যেকোনো ‘সিদ্ধান্ত বাস্তবায়নে পারদর্শী’ হওয়ায় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সাবেক প্রধান হারুন অর রশীদকে ‘জিন’ বলে ডাকতেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাজসাক্ষী হিসেবে জবানবন্দিতে এ তথ্য জানান স
৬ ঘণ্টা আগেসারা দেশের জেলা আদালতে নতুন করে বিচারকদের ২৩২টি পদ সৃষ্টির সিদ্ধান্ত হয়েছে। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস গঠন বিধিমালা, ২০২৫ অনুসারে সার্ভিসের বিচারিক পদ সৃজন-সংক্রান্ত কমিটি আজ মঙ্গলবার এসব পদ সৃষ্টিতে সিদ্ধান্ত নেয়।
৬ ঘণ্টা আগে