Ajker Patrika

মিটফোর্ডের ঘটনায় জড়িত সবাইকে গ্রেপ্তার করা হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ১২ জুলাই ২০২৫, ১৫: ১৯
পুরান ঢাকার মিল ব্যারাকে শনিবার পুলিশের বিভিন্ন ইউনিট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: আজকের পত্রিকা
পুরান ঢাকার মিল ব্যারাকে শনিবার পুলিশের বিভিন্ন ইউনিট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে এক ভাঙারি ব্যবসায়ীকে হত্যায় জড়িত সবাইকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

আজ শনিবার দুপুরে পুরান ঢাকার মিল ব্যারাকে পুলিশের তিন প্রতিষ্ঠান ঢাকা জেলা পুলিশ লাইন, রেঞ্জ রিজার্ভ ফোর্স (আরআরএফ) ও ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুল (টিডিএস) পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) ফয়সল হাসানের সই করা এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

উপদেষ্টা বলেন, ‌‘শুধু মিটফোর্ড নয়, সারা দেশে সংঘটিত এ ধরনের ঘটনায় পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছে। তবে মিটফোর্ডের ঘটনাটি বড়ই দুঃখজনক। একটা সভ্য দেশে এমন ঘটনা কখনোই আশা করা যায় না। এ ঘটনায় দায়ী পাঁচজনকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে।

‌‘গত বুধবার সন্ধ্যায় ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়। গতকাল শুক্রবার বিকেলে র‍্যাব অস্ত্রসহ দুজনকে গ্রেপ্তার করে। গতকাল রাতেও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে এ ঘটনায় এ পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে ডিবির টিমও কর্মরত রয়েছে৷’

উপদেষ্টা বলেন, ‌‘আমরা জাতি হিসেবে খুব অসহিষ্ণু হয়ে গেছি। এই অসহিষ্ণুতা আমাদের সবাই মিলে কমিয়ে আনতে হবে। এটা আমাদের সবার দায়িত্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সমাজের নীতিনির্ধারক, অভিভাবক, শিক্ষক, চিকিৎসক সবাইকে এ বিষয়ে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

‌‘মোদ্দাকথা, এ বিষয়ে আমাদের সামাজিক সচেতনতা বাড়াতে হবে। আমরা সবাইকে অনুরোধ করছি, কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেয়। কোনো ঘটনা ঘটলে সেটা যেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেটার যথাযথ ব্যবস্থা নেবে।’

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেন কঠোর হচ্ছে না—সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর না হলে পাঁচজনকে কীভাবে গ্রেপ্তার করা হলো? গতকাল কাঠমান্ডুগামী বিমানের ফ্লাইট ফেরত নিয়ে আসার ঘটনায় যে নারী টেলিফোন করেছিলেন, তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে যিনি পরামর্শ দিয়েছেন, তাঁকেও আইনের আওতায় আনা হয়েছে।

‘চাঁদপুরের ঘটনায়ও দোষীদের আইনের আওতায় আনা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ অবস্থায় মোটেও নির্লিপ্ত নয়। অনেক সময় দু-এক জায়গায় কোনো কারণে একটু হয়তো দেরি হতে পারে। তবে এসব ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সঙ্গে সঙ্গে অ্যাকশনে যাচ্ছে।’

এ সময় উপস্থিত ছিলেন আইজিপি বাহারুল আলম বিপিএম, এসবিপ্রধান ও পুলিশের অতিরিক্ত আইজিপি মো. গোলাম রসুল, ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক প্রমুখ ।

এর আগে ঢাকা জেলা পুলিশ লাইন আয়োজিত বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্য দেওয়া শেষে ফোর্সের বিভিন্ন সমস্যার কথা শোনার পাশাপাশি সেসব সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাসিনাকে হটানো র‍্যাপ-মিম বদলে দিচ্ছে বাংলাদেশের রাজনীতি

বিদেশ ভ্রমণে ভিসা পাওয়া কঠিন হচ্ছে

সিরিয়াস ব্যবস্থা নেওয়ার পরও বিএনপির ওপর দায় চাপানো অপরাজনীতি: সালাহউদ্দিন

বিমানের কাঠমান্ডু ফ্লাইটে বোমাতঙ্ক: ছেলের পরকীয়া ঠেকাতে মিথ্যা তথ্য দিয়েছিলেন মা, জানাল র‍্যাব

দিনাজপুর-৪ আসনে বিএনপির মনোনয়ন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ২৫

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত