Ajker Patrika

প্রাথমিক বিদ্যালয়ে কমিটি গঠনে এমপির পরামর্শ লাগবে না

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রাথমিক বিদ্যালয়ে কমিটি গঠনে এমপির পরামর্শ লাগবে না

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক প্রতিনিধি নির্বাচনে স্থানীয় সংসদ সদস্যের পরামর্শ নেওয়ার বিধান অসাংবিধানিক ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট।

এ সংক্রান্ত রুল যথাযথ ঘোষণা করে আজ মঙ্গলবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মো. খায়রুল আলমের বেঞ্চ এই রায় দেন বলে জানান ব্যারিস্টার তাপস কান্তি বল।

তাপস কান্তি বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি নীতিমালায় বলা হয়, মোট ১১ জন সদস্য নিয়ে কমিটি গঠিত হবে। নীতিমালার ২.২ ধারায় বলা হয়েছে, অভিভাবকদের মধ্যে দুজন বিদ্যোৎসাহী সদস্য থাকবেন। তাঁদের মনোনীত করার ক্ষেত্রে প্রধান শিক্ষককে স্থানীয় সংসদ সদস্যের পরামর্শ নিতে হবে। পরে ওই নীতিমালা চ্যালেঞ্জ করে রিট করেন কুমিল্লার মেঘনার একটি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য শহীদুল্লাহ। প্রাথমিক শুনানির পর ২০১৮ সালে ওই রিটে রুল জারি করেন হাইকোর্ট। স্থানীয় সংসদ সদস্যের পরামর্শের বিধান কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয় রুলে। ওই রুল নিষ্পত্তি করে আজ রায় দেন আদালত। এর ফলে এখন থেকে আর এমপিদের পরামর্শ নিতে হবে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত