Ajker Patrika

আইসিসি কৌঁসুলির দপ্তর বাংলাদেশের আইসিটিকে সহায়তা দিতে প্রস্তুত

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
আইসিসির কৌঁসুলির দপ্তরের প্রধান এসা এমবায়ে ফাল গতকাল বুধবার ঢাকায় এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন। ছবি: পিআইডি
আইসিসির কৌঁসুলির দপ্তরের প্রধান এসা এমবায়ে ফাল গতকাল বুধবার ঢাকায় এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন। ছবি: পিআইডি

নেদারল্যান্ডসের হেগভিত্তিক ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের (আইসিসি) প্রধান কৌঁসুলির দপ্তর বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ আদালতকে (আইসিটি–ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল) সহায়তা দিতে প্রস্তুত আছে। আইসিসির কৌঁসুলির দপ্তরের প্রধান এসা এমবায়ে ফাল গতকাল বুধবার ঢাকায় এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।

আইসিসির প্রধান কৌঁসুলি করিম এএ খানের সফরসঙ্গী হিসেবে এসা ফাল বাংলাদেশে এসেছিলেন। করিম খান তিন দিনের সফর শেষে গতকাল ঢাকা ত্যাগ করেন।

বাংলাদেশে আইসিটির কার্যক্রমে আইসিসি সহায়তা দেবে কিনা, এমন এক প্রশ্নের জবাবে এসা ফাল বলেন, সদস্য রাষ্ট্রগুলো চাইলে আইসিসি কারিগরি সহায়তা, প্রশিক্ষণ ও নির্দেশনা দেওয়াসহ প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত আছে। বাংলাদেশ এমন সহায়তা চাইলে আইসিসির কৌঁসুলির দপ্তর আনন্দের সঙ্গেই তা দিতে এগিয়ে আসবে।

গত জুলাই–আগস্টে ছাত্র–জনতার অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতাবিরোধী ঘটনার বিষয়ে অনেকগুলো মামলা বর্তমানে আইসিটিতে বিচারাধীন আছে।

আইসিসির প্রধান কৌঁসুলির দপ্তর মিয়ানমারের জান্তা প্রধান মিন অং হ্লাইংয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য গতকাল যে আবেদন করেছে, সে বিষয়ে জানানোর জন্য প্রেস ব্রিফিংটি ডাকা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘ক্রিকেটাররা আমাকে ন্যুড পাঠাত’, বিস্ফোরক ভারতের সাবেক কোচের সন্তান

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

পরপর সংঘর্ষে উড়ে গেল বাসের ছাদ, যাত্রীসহ ৫ কিমি নিয়ে গেলেন চালক

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত