Ajker Patrika

দূতাবাসে প্রয়াত মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

অনলাইন ডেস্ক
মার্কিন দূতাবাসের শোক বইতে স্বাক্ষর করে ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত
মার্কিন দূতাবাসের শোক বইতে স্বাক্ষর করে ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রয়াত সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আজ মঙ্গলবার ঢাকার মার্কিন দূতাবাসে উপস্থিত হয়ে সদ্যপ্রয়াত যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট এবং নোবেল বিজয়ী জিমি কার্টারের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধান উপদেষ্টা (আজ মঙ্গলবার) সকাল ১১টা ৪৫ মিনিটে ঢাকার বারিধারায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাসে কার্টারের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং শোক বইতে শোকবার্তা লিখে স্বাক্ষর করেন।

যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স মেগান বোল্ডিন দূতাবাসে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান। দূতাবাসে সংক্ষিপ্ত অবস্থানকালে প্রধান উপদেষ্টা জিমি কার্টারের সঙ্গে তাঁর দীর্ঘ বন্ধুত্বের কথা স্মরণ করেন এবং বোল্ডিনকে জানান যে, তিনি জর্জিয়ায় কার্টারের বাড়ি পরিদর্শন করেছিলেন।

প্রধান উপদেষ্টা বলেন, ‘কার্টার ছিলেন মানবাধিকার, গণতন্ত্র এবং শান্তির একজন বিশ্বব্যাপী পথিকৃৎ।’ তিনি আরও বলেন, ‘বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে মজবুত দ্বিপক্ষীয় সম্পর্ক স্থাপনে প্রেসিডেন্ট কার্টারের প্রচেষ্টা প্রশংসনীয়।’

অধ্যাপক ইউনূস প্রেসিডেন্ট কার্টারের ১৯৮৬ সালে বাংলাদেশ সফরের কথা স্মরণ করেন এবং কার্টার সেন্টারের মাধ্যমে তাঁর কার্যকর ভূমিকার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত